তোমাকে আমি অনেক ভালোবাসি প্রিয়


art-1839006_1920.jpg

Source

প্রেম কিন্তু ভালোবাসা বলতে আমরা কি বুঝি সে বিষয়টা আসলে ব্যক্তিভেদে বিভিন্ন ধরনের হয়ে থাকে। প্রত্যেকটা মানুষ আলাদা প্রত্যেকটা মানুষের চিন্তা ভাবনা আলাদা এবং ভালোবাসা ব্যক্ত করার পদ্ধতি আলাদা। তবে আর যাই হোক না কেন প্রত্যেকটা মানুষই চাই তার কাছের মানুষটা যেন তার সাথেই সবসময় থাকে। সে যেন সবসময় তার সাথেই আর জীবনের প্রতিটা সময় প্রতিটা মুহূর্ত উপভোগ করতে পারেন। কিন্তু দুঃখের বিষয় আমরা অনেকেই নিজেদের কাছের মানুষকে বলতে পর্যন্ত পারি না যে, আমরা তাকে কতটা বেশি ভালোবাসি।

ইতিমধ্যেই আমি আমার জীবন সঙ্গিনী পেয়ে গেছি এবং আল্লাহ তাআলার দরবারে হাজার কোটি শুকরিয়া তিনি আমাকে এত সুন্দর একটি ধর্ম জীবন সঙ্গিনী উপহার হিসেবে দিয়েছেন। এজন্য সৃষ্টিকর্তার করছে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, আমি আমার জীবন সঙ্গিনীকে কখনোই সেভাবে মুখ ফুটে বলতে পারেনি, তাকে আমি কতটা বেশি ভালোবাসি।

তবে আমরা একে অপরের বিষয়গুলো ভালোভাবেই জানি। আমি এটাও জানি সেও আমাকে অনেক বেশি ভালোবাসে এবং আমিও জানি আমি তাকে কতটা বেশি ভালোবাসি। কিন্তু কখনো মুখ ফুটে সেভাবে বলা হয়নি। তবে আশা করা যায় এই আন্ডারস্ট্যান্ডিং টা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি আমরা নিজেদের মতো করে এই সংসারটা পূর্ণরূপে শুরু করতে পারব। আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থনা করি। আজকের মত এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।

ABB.gif

Sort:  

Wow, @darklights, this is a beautiful and heartfelt post! The image you chose perfectly captures the essence of love and connection. It's so relatable how you describe the different ways people express love and the desire to always be with that special someone.

Your gratitude for your life partner shines through, and it's touching to hear about the unspoken understanding you share. Wishing you both all the best as you continue to build your life together! I'm sure many readers can connect with your words. Thanks for sharing this personal reflection with the Steemit community. I hope that you and your life partner create a wonderful life together.

Congratulations on finding someone who loves you deeply, and I hope your life can be better and create beautiful memories together.