তুমি পাশে থাকলে আমি নির্দ্বিধায় বলতে পারি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটি আমি


couple-7259265_1920 (1).jpg

Source

পৃথিবীতে অনেক আপনজন রয়েছে যেই আপনজন ছাড়া হয়তো আমাদের এই পৃথিবীতে বেঁচে থাকাটা অনেক কষ্টকর হয়ে যায়। তার মধ্যে সবথেকে যে আপনজন সেটা হচ্ছে আমাদের মা-বাবা। এর পরে যদি কেউ থেকে থাকে তাহলে সেটা আপনার জীবনসঙ্গিনী। সেটা আপনার স্বামী ও হতে পারে সেটা আপনার স্ত্রী হতে পারে। এই মানুষটা আপনার জন্য সবকিছুই করতে পারে। যদি সেই মানুষটা আপনাকে সঠিকভাবে ভালোবাসে এবং আপনাকে বুঝতে পারে। তাহলে পৃথিবীতে আর কোন কিছুরই আপনার প্রয়োজন হবে না।

আমরা ধনী কিংবা গরিব যাই হই না কেন এই বিষয়টা আমাদের সবসময় মাথায় রাখতে হবে, আমাদের জীবন সঙ্গিনী যদি সঠিক নির্বাচন না হয় তাহলে হয়তো অদূর ভবিষ্যতে গিয়ে আমাদের বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত হতে পারে। আপনার কাছে যতই টাকা থাকুক না কেন এই অশান্তি থেকে আপনি কখনোই বের হয়ে আসতে পারবেন না। এই যেমন বিল গেটসের কথাই ধরা যাক। তিনি কিন্তু এক সময়ে এই পৃথিবীর সবথেকে ধনী মানুষ ছিলেন, কিন্তু তার সংসার টিকতে পারেনি শুধুমাত্র পারিবারিক অশান্তির কারণে। এর থেকে বুঝা যায় টাকা পয়সা দিয়ে সবকিছু কেনা যায় না।

তাই জীবনে আর যাই করেন না কেন আপনার জীবন সঙ্গিনী যদি পারফেক্ট হয় সেই জীবনসঙ্গিনী যদি আপনাকে বুঝতে পারে তাহলে হয়তো আপনার আর কোন কিছুরই প্রয়োজন হবে না। আমি আপনি ধনী কিংবা গরিব এটা কোন ম্যাটার করে না। যে কোন পরিস্থিতিতেই আপনার ঘরে যদি ভালোবাসা এবং মানসিক শান্তি থাকে তাহলে আপনি জীবনটা ভালোভাবেই উদযাপন করতে পারবেন, আমার কাছে তো এটাই মনে হয় ধন্যবাদ।

ABB.gif