একাকিত্ব কষ্টদায়ক হলেও শান্তিপূর্ণ।


landscape-5376676_1920.png

Source

একটা সময় ছিল যখন আমার অনেক বন্ধু-বান্ধব ছিল, অনেক শুভাকাঙ্ক্ষী ছিল, কাছের মানুষও ছিল। সবমিলিয়ে সময়টা অনেক ভালোই ব্যবহার করতাম। কিন্তু যখন আস্তে আস্তে সবাই আমার কাছ থেকে দূরে সরে গেল তখন আমি একাকীত্বকে সঙ্গী করে নিলাম। তবে সেই বিষয়টা অনেকটা শান্তিপূর্ণ বটে। কারণ নিজের সাথে নিজের কথা বলার যে অনুভূতি, নিজের সাথেই নিজের অনুভূতিগুলো ব্যক্ত করার যে অনুভূতি সেটা হয়তো সে সব বন্ধু-বান্ধবের সাথে কিংবা কাছের মানুষের সাথে গল্প করে পাবো না।

একাকীত্ব বিষয়টা এমন, আমরা নিজেদেরকে খুশি করার জন্য নিজেরাই রাস্তা বের করে ফেলি। নিজেদের মধ্যে কথা বলে নিজেদের মনগুলোকে হালকা করার চেষ্টা করি এবং নিজেদেরকে এন্টারটেইন করার জন্য বিভিন্ন পন্থা খুঁজে নেই। এভাবেও কিন্তু ভালো থাকা যায়। আমিও ব্যক্তিগতভাবে এভাবেই ছিলাম গত কয়েকটা বছর। যেটা আমার জন্য অনেকটা ভালো সময় কেটেছে, আবার কিছুটা সময় শাস্তি পূর্ণ ছিল বটে।

নিজের সাথে নিজের কথা বলার যে বিষয়টি রয়েছে সেটাতে বিশ্বাসঘাতকতার কোন বিষয় নেই। কারণ আমি ব্যক্তিগতভাবেই নিজের সাথে অবস্থান করছি এবং নিজের সাথে নিজে কথা বলছি। যেখানে বিশ্বাস ভাঙ্গার কিংবা মন খারাপ হওয়ার কোন প্রশ্নই ওঠে না। নিজেকে ভালো ভাবে জানতে পারছি এবং আমার কোন কোন বিষয়ে ঘাটতি রয়েছে কোন কোন বিষয়ে আমার স্কিল প্রয়োজন সেই বিষয়গুলো আমরা আইডেন্টিফাই করতে পারি। আপনার কি মনে করেন তা অবশ্যই মন্তব্যে জানাতে পারেন, আজকের মত এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে।

ABB.gif