অনেক ভালোবাসি তোমাকে প্রিয়..!!🥰💜🥀

sunset-7126126_1920.jpg

Source

ভালোবাসা এমন এক মধুর অনুভব যেই অনুভূতিটা শুধুমাত্র ভালোবাসার পরেই অনুভব করা যায়। আবার কিছু কিছু ক্ষেত্রে এই অনুভবটা ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার আগ পর্যন্ত অনেক বেশি অনুভব হয়। যখন সেই মানুষটা নিজের কাছে চলে আসে তখন সেই অনুভূতিটা হাজারগুণ বেশি বৃদ্ধি পেয়ে যায়। আমার কাছে ভালোবাসা অর্থই হচ্ছে নিজের মানুষকে সবসময় ভালো রাখা এবং সেই মানুষটা যেন সবসময় আমার কাছে থাকে। যদিও ব্যক্তি ভেদে ভালোবাসার বিষয়বস্তুগুলো সব সময় আলাদা হয়ে থাকে। প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে ভালবাসার ব্যাখ্যা ও আলাদা হয়ে থাকে।

ইতিমধ্যে আমার বিয়ে ঠিক হয়ে গেছে এবং আমি আর সেই মেয়েটার প্রতি ইতিমধ্যেই অনেক বেশি দুর্বল হওয়া হয়ে গেছি বলতে গেলে। যদিও কখনো মুখ ফুটে সেভাবে বলতে পারিনি তবে মন থেকেই বলতে ইচ্ছা করে তোমাকে অনেক বেশি ভালবাসি প্রিয় এবং তোমার সাথেই সারাটা জীবন কাটাতে চাই। সেই মেয়ের সাথে খুব বেশি একটা কথা হয়নি তবে তার মধ্যেও না কেন জানি একটা আকর্ষণ বোধ কাজ করে। কেন জানি মনে হয় সে আমার জীবনের একটি অংশ বিশেষ, সে আমার জীবনের এক নতুন অধ্যায়।

জীবনের অনেকটা পথ ধরে ভালোবাসা খোঁজার চেষ্টা করেছিলাম। যে মানুষটাকে আমি নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারবো। যে মানুষটা আমাকে বিশ্বাস করতে পারবে। ঠিক তেমনি ভাবে আমিও সেই মানুষটাকে অনেকটা বিশ্বাস করতে পারবো। তবে বারবার সেসব জায়গা থেকে ঠকেছি এবং বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়েছি। এই জায়গা থেকে এখন নিজেকেই বলতে ইচ্ছা করে, আলহামদুলিল্লাহ। সেসব জায়গা থেকে আমি বের হয়ে আসতে পেরেছি এবং ভালো একজন জীবনসঙ্গিনী আমি খুঁজে পেয়েছি এবং তাকে মন থেকে ভালোবাসতে শুরু করেছি, আলহামদুলিল্লাহ।

ABB.gif