আমাকে ক্ষমা করে দিও।


people-8386051_1920.jpg

Source

ক্ষমা একটি মহৎ গুণ। এই গুণটি যার মধ্যে রয়েছে তার মধ্যে কোন হিংসারবিদ্বেষ কিংবা খারাপ কোন চিন্তাভাবনা থাকতে পারে না বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। পৃথিবীতে যাই কিছু হচ্ছে না কেন, একে অপরের প্রতি জেদ, একে অপরের প্রতি রাগ ক্ষোভ ইত্যাদির কারণে হয়ে থাকে কিন্তু অপর প্রান্তে যদি আমরা সেসব মানুষগুলোকে ক্ষমা করে দেই। যারা আমাদের সাথে অনৈতিকতা করেছে, অনেক খারাপ কাজ করছে তাহলে হয়তো বিষয়টা এরকম কখনোই হবে না।

জীবনে যে আমি খারাপ কাজ করিনি তা কিন্তু নয়। মাঝেমধ্যে অনেক খারাপ কাজেই করেছি এবং হয়তো সেই মানুষগুলো কখনোই আমাকে ক্ষমা করতে পারবে না। যদিও সে কাজগুলো এতটাও বড় ছিল না। কিন্তু মাঝেমধ্যেই মনে পড়লে অনেকটা বেশি খারাপ লাগে তবে আমি চেষ্টা করেছি সবার কাছেই ক্ষমা চাওয়ার জন্য এবং তারাও মন থেকে আমাকে ক্ষমা করে দিয়েছে এটাই আমি আশাবাদ ব্যক্ত করছি।

আমি ও চেস্টা করি যেন কারো প্রতি রাগ, অভিমান এগুলো যেন থাকে না। কেউ আমার সাথে খারাপ করলে, আমি ক্ষমা করে দেই। এর মধ্যে একটি মানসিক শান্তি পাওয়া যায়। আপনারা কি মনে করেন? তা অবস্বই মন্ত্যবে জানাকে পারেন। আজকের মত এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করছি। ধন্যবাদ সবাইকে।

ABB.gif

Sort:  
 yesterday 

আপনার লেখাটি সত্যিই মন ছুঁয়ে গেল। ক্ষমা যে কতটা শক্তিশালী একটি গুণ, তা আপনি খুব সহজ ভাষায় বোঝাতে পেরেছেন। বর্তমান সময়ে যখন মানুষ একটু কিছু হলেই প্রতিশোধ নিতে চায়, সেখানে ক্ষমার বার্তা ছড়িয়ে দেওয়া নিঃসন্দেহে মহৎ একটি প্রচেষ্টা। নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাওয়া, এবং অন্যের ভুল ক্ষমা করে দেওয়ার মতো মানসিকতা খুব কম মানুষের মধ্যেই দেখা যায়।