পরিবার

family-7392843_1920 (1).jpg

Source

পরিবার এমন একটি বিষয় যে বিষয় থেকে আমরা কখনোই মুখ ফিরিয়ে নিতে পারবোনা। যে পরিবারের সূত্রপাত ধরেই আমরা এই পৃথিবীতে এসেছি, যে মা-বাবা আমাদের কে ছোটবেলা থেকে মানুষ করেছে যে কোন কষ্টে তারা সবার আগে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, সেসব মা-বাবাদের দায়িত্ব নেওয়া কিংবা তাদের আজ সব বক্তব্যগুলো রয়েছে সে সবগুলো পালন করা কিন্তু আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে পরে।

পরিবার এমন একটি বিষয় যেখান থেকেই আমরা কথা বলতে শুরু করি। নিজেদের বেড়ে ওঠা শুরু হয়, সমাজের একটি প্রাথমিক ধারণা সেখান থেকেই আমরা গ্রহণ করি। এরপরে আসে তাত্ত্বিক শিক্ষা, পারিবারিক শিক্ষা। এসব শিক্ষা গুলো আমাদের পরিবার থেকেই গ্রহণ করতে হয়। মানুষের সাথে কিভাবে ব্যবহার করব, কিভাবে কথাবার্তা বলব কিভাবে ভালোভাবে হাঁটতে হয়, কিভাবে কথা বলতে হয় সবকিছু মিলিয়েই নিজের পরিবার সব কিছুই করে। পরিবার একটি মানুষের জন্য তার পরিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এই পরিবারের গুরুত্ব যে কত সেটা আমরা পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়ার পরেই বুঝতে পারি। যখন পড়াশোনা কিংবা অন্যান্য কাজে পরিবার থেকে দূরে থাকতে হয়। সেটা কিন্তু সবথেকে বেশি কষ্টকর বিষয় হয়ে ওঠে বলে আমি মনে করি। তাই নিজের পরিবারের প্রত্যেকটা সদস্যকে সম্মান দিতে শিখুন, সম্মান দিয়ে কথা বলুন তারা যেন সবসময় ভালো থাকে সেই বিষয়টি লক্ষ রাখার চেষ্টা করুন। পরিবার এমন একটি বিষয় যারা সব সময় আপনার বিপদে-আপদে আপনার পাশে থাকবে। এমন একটি পরিবারের অংশ হতে পেরে আমিও নিজেকে অনেক গর্ববোধ করি। আজকের মত এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, ধন্যবাদ।

ABB.gif