জীবনের গল্প সিনেমাকে ও হার মানায়
আমার ব্যক্তিগতভাবে ছোট ছোট গল্প কিংবা উপন্যাস করতে অনেক বেশি ভালো লাগে। আমি বিশেষ করে নিজের সব ঘটনাগুলো অন্য কোন মানুষের জীবনী থেকে নেওয়া হয়েছে সেসব গল্পর মধ্যে আলাদা একটি ভালোবাসা রয়েছে, আলাদা একটি বিষয় রয়েছে। যেটা আমি উপভোগ করতে পারি। হয়তো আমার জীবনেরও একটি শখ আছে যদি আমার জীবনে নিয়ে কোন ছোট গল্প কিংবা একটি উপন্যাস লেখা হয় তাহলে সেটাও অবশ্য মার্কেটে ভালোই চলবে। হাহাহা।
অন্য মানুষের কথা বলতে পারছিনা তবে আমার জীবনে যে সকল ঘটনা ঘটে গেছে যে ধরনের কষ্ট আমি পেয়েছি সেই কষ্টগুলো যদি কোন ভাবে বইয়ের পাতায় স্পষ্টভাবে উপস্থাপন করা যায় তাহলে হয়তো আমার এই গল্প করে অনেকেই কাঁদবেন আবার অনেকেই এই বিষয়গুলোকে ভালোভাবে অনুধাবন করতে পারবেন। যদিও নিজে থেকে এই বিষয়গুলোকে খুব একটা বেশি এক্সপ্লোর করার চেষ্টা করি না। কারণ আমার ব্যক্তিগত যে সব বিষয় বস্তু রয়েছে সেগুলোর একান্তই আমার এই কষ্টগুলো আমি কারো সাথে ভাগাভাগি করতে রাজি নয়।
তবে একটা বিষয় কি জানেন জীবনে যা চেয়েছি তার থেকে অনেক বেশি কিছু পেয়েছি, এদিক থেকে এচিভমেন্ট ও অনেক বেশি। তবে আর সবমিলিয়ে মানসিক শান্তি টা কোথায় যেন হারিয়ে গেছে। এমন একটি মেয়েকে আমি ভালোবেসে ছিলাম যে মেয়েটির শেষ পর্যন্ত আমাকে ছেড়ে দিয়েই চলে গেল। যেটা আসলে বলে বোঝানোর মত নয়। প্রায় কয়েক বছর আমাদের সম্পর্ক ছিল সব মিলিয়ে এতটাই কষ্ট পেয়েছিলাম যা আসলে বলার মত নয়। যাই হোক এইসব বিষয়ে কথা বাড়াতে চাই না আজকের মত এখানেই শেষ করছি ধন্যবাদ।
মাঝে মাঝে মনে হয় জীবনের গল্প থেকে সিনেমা তৈরি হয় আসলে জীবনের গল্প গুলো সত্যি অনেক কঠিন। লেখাগুলো পড়ে অনেক ভালো লেগেছে।