ভালোবাসা দিবস
১৪ ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। এই ভালোবাসা দিবসে আমরা সকলেই প্রিয় মানুষদের ভালোবাসা দিবসের শুভেচ্ছা জ্ঞাপন করি। কেউ কেউ আবার ভালবাসার কথাগুলো তার মনের মানুষকে জানিয়ে দেয়। আবার যারা সংসার করছে এই দিনে বাসায় স্পেশাল কিছু রান্না করা হয় এবং রোমান্টিকতায় ভরে ওঠে সম্পূর্ণ বাড়িতে। এই বিষয়গুলো আমি ব্যক্তিগত ভাবে ফিল করি। আমি ছোটবেলা থেকেই ভালোবাসা দিবসে আমার মা এবং বাবাকে একটি করে গোলাপ ফুল উপহার দেই। যদিও এটা ভালোবাসার উদযাপন করার মত সঠিক কোন পন্থা নয়, তবে আমার কাছে মনে হয় আমার মা বাবাই আমার কাছে সবথেকে প্রিয় মানুষ এই পৃথিবীর মাঝে।
আসলে আমি ব্যক্তিগতভাবে মনে করি ভালোবাসার কোন আলাদা দিবস হতে পারে না। যে মানুষটাকে আপনি ভালোবাসবে, যেই মানুষটা আপনার সব থেকে প্রিয় সেই মানুষকে আবার ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানাতে হয় নাকি! তার জন্য তো প্রত্যেকটা দিনই ভালোবাসা দিবস উদযাপন করা উচিত বলে আমি মনে করি। তাছাড়াও এই ভালোবাসা দিবসে বর্তমানে পৃথিবী কিংবা সমাজের যে পরিস্থিতি হয়ে উঠেছে, যা সমাজের চোখে খুব বেশি একটা ভালো কাজ নয়। বরং সেগুলো অনেক অশ্লীল এবং নিন্দনীয় কাজ। এইতো সামনে 14 ই ফেব্রুয়ারি আসছে এতে করেই বিভিন্ন নিউজ বা পেপার পত্রিকায় এইসব বিষয়গুলো আবারো উঠে আসবে এবং আমাদের ফেসবুকের নিউজ ফিড তো রয়েছেই, সেখানে সবকিছুই আমার ভাইরাল হয়ে যায়।
ভালোবাসা একটি পবিত্র শব্দ, ভালবাসা একটি পবিত্র বন্ধন, এই ভালোবাসা শব্দটিকে কেউ অশ্লীলতায় পরিণত করবেন না। ভালোবাসার নামে যেসব নোংরামি বর্তমানে সমাজে চলছে এসব কিছু বর্তমানে বন্ধ করা দরকার। আপনি যদি কোন মানুষকে এতটাই বেশি ভালবাসেন তাহলে তাকে কেন বিয়ে করছেন না, এই বিষয়গুলো কিন্তু সামনে চলে আসে। কারণ বর্তমানে সমাজের টিকে থাকতে গেলে নিজেকে ভালো রাখতে গেলে এইসব দৃষ্টি থেকে বেরিয়ে আসতে হবে এবং সুন্দর জীবন পরিচালনা করতে হবে। যাই হোক ভালোবাসা দিবসের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ।