বাবাদের ভালোবাসাকে গুরুত্ব দেন

ai-generated-8357335_1920.jpg

Source

বাবা, কথাটাই যতটা মধুরময় বিষয় রয়েছে ততটা মধুরময় বাবাদেরকে কখনোই আমরা কিন্তু সেভাবে অনুভব করতে পারি না। ছোটবেলা থেকেই আমরা জেনে আসি আমাদের বাবা অনেক রাগী, বাবার সামনে কথা বলতে গেলে হিসেব করে কথা বলতে হবে। কিন্তু তারা এই বিষয়গুলো অনুধাবন করতে পারি না বাবাদের মধ্যেও মন আছে এবং সন্তানকে ভালোবাসে বিধায় নিজের সবটুকু দিয়ে নিজের সন্তানকে ভালো রাখার চেষ্টা করে।

মাঝে মাঝে আমরা অনেকেই মনে করি আমাদের বাবা হয়তো আমাদেরকে ভালোবাসে না। এই বিষয়টা সম্পূর্ণই ভুল। বাবা আমাদের ভালবাসে কিন্তু সেই ভালোবাসাটা দেখাতে পারে না। ঠিক যেমনটা মা আমাদেরকে ভালবাসে এবং সেই ভালোবাসাগুলো এক্সপ্রেস করতে পারে। কিন্তু বাবা ঠিক তেমনটা পারেনা কারণ বাবার সাথে সন্তানের সম্পর্ক মাঝে একটি বড় দাওয়াল হয়ে দাঁড়িয়ে থাকে, ভয় এবং শ্রোদ্ধাবোধ।

আমরা সবাই আমাদের বাবাকে অনেক বেশি ভালোবাসি। বাবার সাথে কাটানো মুহূর্তগুলো আমরা অনেক মিস করি। ঠিক যেমন মা আমাদের সাথে সারাদিন থাকে, মা ব্যক্তিগতভাবে আমাদের সবকিছুই জানে ঠিক তার বিপরীত হচ্ছে বাবা। বাবা সারাদিন কাজের জন্য বাসার বাহিরে থাকে সেভাবে আমাদেরকে সময় দিয়ে উঠতে পারে না তাইতো বাবাদের সাথে আমাদের একটি আলাদা দূরত্ব সৃষ্টি হয়। যেটা বাবাও কিন্তু ভালোভাবে বুঝতে পারেন, তবে সব সময় কিন্তু বাবা আপনার খোঁজখবর নিয়ে থাকে আপনার মায়ের মাধ্যমে। কারণ আপনার মা সবসময় কিন্তু আপনার সাথেই থাকে এই বিষয়গুলো আমরা কখনো অনুধাবন করতে পারি না। আবার যখন অনুধাবন করতে পারি তখন হয়তো অনেকটা বেশি লেট হয়ে যায়। বাবারা ভালোবাসা দেখায় না, সত্যিকার অর্থেই আমাদেরকে ভালোবাসেন। তাই আজকের এই দিনে পৃথিবীর সকল বাবার প্রতি রইল অকৃত্রিম ভালবাসা এবং শ্রদ্ধাবোধ।

ABB.gif