বিষ ও বন্ধু নামক শত্রু

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

কিছু কিছু মানুষ রয়েছে। যাদেরকে আমি একেবারে অনেক বেশি অপছন্দ করি। কিন্তু মূল ব্যাপার হলো, এমন কিছু মানুষ আমাদের জীবনে রয়েছে। যাকে আপনি হাজার অপছন্দ করেন কখনো কিন্তু ছেড়ে যেতে পারবেন না। কারণ ওই পরিস্থিতি নেই। যেমন কিছু কিছু সম্পর্কে আমরা স্বামী স্ত্রীর মধ্যে দেখি যে, অনেক বেশি ঝগড়াঝাটি হয় এবং একটা ব্যাপারে স্পষ্ট থাকে যে ওই দুইজনের মধ্যে একজন অনেক বেশি খারাপ আচরণ করে। কিন্তু দেখবেন একজন যতোই খারাপ আচরণ করুক না কেনো। বেশিরভাগ সময় তাকে ছেড়ে চলে যায় না। তার কারণ হলো সে, নিরুপায়।তো আমার ব্যাপারটিও ঠিক অনেকটা তেমন বলা চলে। যদিও এটা স্বামী-স্ত্রীর ব্যাপার নয়।অর্থাৎ আমি বলবো এই একই বিষয় তবে বন্ধুত্বের ব্যাপারে।

আমার কাছে মনে হয় যে, কিছু কিছু বন্ধু শত্রু থেকেও খারাপ। কারণ শত্রু সবসময় আমাদেরকে সামনাসামনি আক্রমণ করে কিংবা শত্রু আসলে লুকিয়ে আক্রমণ করতে চাইলেও আমরা কিন্তু একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত এটাই জানি যে, সে আগে যেমন আমাদের শত্রু ছিলো। ঠিক একইভাবে সে এখন ও আমাদের শত্রু রয়েছে। তাই আসলে শত্রু শত্রুতা আমি করবে, এটা স্বাভাবিক। কিন্তু আমি আমার জীবনে এমন অনেক বন্ধু পেয়েছি। যারা শত্রুর চেয়েও ভয়ানক।তাদের শত্রুতা এতোটাই ভয়ঙ্কর যে, যেনো একেবারেই তা বিষের মতোন।

এবং এটা আমি খেয়াল করে দেখেছি যে, অনেক মানুষের জীবনে এই ধরনের বন্ধু নামক শত্রু রয়েছে। যারা আসলে সব সময় সুযোগ এর ব্যবহার করতে চায়। অর্থাৎ ধরুন আপনার কোনো খারাপ সময় চলছে এবং সে কিন্তু ওই খারাপ সময় এর জন্যই অপেক্ষা করবে, আপনার দুর্বল জায়গায় আঘাত করার জন্য কিংবা ধরুন আপনি কোনো সমস্যায় রয়েছেন এবং ওই বন্ধু কিন্তু কখনোই চাইবে না যে, আপনি ওই সমস্যা থেকে কোনো ভাবে পরিত্রাণ পান। তাই আসলে বন্ধু নামক শত্রু গুলো প্রচন্ড ভয়ানক হয়।

ABB.gif

Sort:  

Los verdaderos amigos se conocen en las dificultades. Cuando tú brillas los amigos están contigo y luego desaparecen en cuanto dejas de brillar. Los verdaderos amigos son para siempre y son tan pocos como los dedos de tu mano.

Saludos y bendiciones..!