প্যাঁচানোর স্বভাব!
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমি মোটামুটি বলা চলে মানুষ ভালোবাসি। একজন মানুষ অর্থাৎ আমার চারপাশের নানান রকম কিংবা আসলে আমার চারপাশে আমার প্রিয়জনেরা, প্রিয় মানুষেরা থাকে। আমার বরাবরই ভালো লাগে। তবে কিছু কিছু প্রিয়জনদের বর্তমানে আমার একেবারে অসহ্য লাগে বলা চলে এবং তার কোনো অবশ্যই কারণ রয়েছে। কারণ ছাড়া আসলে কাউকে অপছন্দ করার মতোন মানুষ আমি নই। অন্তত আসলে এটা আমার নিজের মধ্যে আমি নিজেই খুব ভালো করে জানি। তো আসলে কোন মানুষগুলোকে আমি আজকে অপছন্দ করি। সেটাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। যেহেতু প্রতিনিয়ত সকল কিছু কিংবা আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের সাথে শেয়ার করতে আমার বরাবরই ভালো লাগে।
কিছু কিছু মানুষ আসলে রয়েছে যারা প্রচন্ড কথা প্যাঁচাতে পছন্দ করে। অর্থাৎ ধরুন কোনো একটা ঘটনা ঘটলো এবং সেই আমি ঘটনাটি খুব সুন্দর ভাবে যা ঘটেছে তাই আপনাদের এসে বলবো।কিন্তু আমাদের চারপাশে কিন্তু আমাদের খুব নিকট আত্মীয় বা নিকট প্রিয়জনদের মধ্যে এই সবার দেখবেন যে, হয়তো সে কোনো ঘটনার বা সমস্যা সম্মুখীন হলো। তখন দেখবেন যে আসলে সে ঘটনাটিকে কিংবা সেই ব্যাপারটিকে সে এমন ভাবে পেঁচিয়ে আপনাদের শোনাচ্ছে কিংবা আপনাদের বলছে যে আপনারা বিষয়টাকেই একেবারে একটা অন্যরকম কিছু এবং অন্য ব্যাপার ভেবে বসবেন।
এই ধরনের মানুষকে আমার একেবারেই পছন্দ নয়। কারণ তারা যে কোনো সহজ বিষয়কে এতো পরিমান জটিল করে তোলে। যেটা আসলে একেবারে মাথাতেই আর যেনো ঢোকে না এবং তারা সব সময় জটিলতা তৈরি করতে সবচেয়ে বেশি পছন্দ করে এবং সেই জটিলতার মধ্যে নিজেকে একটা main element ভাবতে তারা আরও বেশি পছন্দ করে। যেটা আবার আমি অনেক অপছন্দ করি। কারণ আমার মতে আসলে যে কোনো সহজ জিনিসকে সহজ ভাবে করা এবং সহজভাবে ভাবাটাই উচিত। কারণ এতে করে আমাদের জটিলতা কমে যায়। অর্থাৎ ধরুন কোনো একটা জটিল বিষয়ের ই সম্মুখীন হলাম আমি। এখন আমার চেষ্টা করা উচিত যে, আমি অন্যদের কিভাবে সেটা আরো সহজভাবে ডেলিভার করবো।কিন্তু ওই যারা কথা পেঁচাতে ভালোবাসে। তারা কিন্তু তার উল্টোটাই ভাববে, তাই তাদেরকে আমার পছন্দ নয়।