ছোটবেলার মজার ঘটনা


kids-4303359_1920.jpg

Source

ছোটবেলায় মজ মাস্তি করেননি এমন মানুষ অনেক কম পাওয়া যাবে। ছোটবেলায় এত এত ঘটনা রয়েছে কোনটা ছেড়ে যে কোনটা আপনাদের সাথে শেয়ার করব সেটাই মাঝে মধ্যে বসে উঠতে পারিনা। তবে আজকে আমি নতুন একটি অভিজ্ঞতার কথা শেয়ার করব। তখন আমি তেমন একটা সাতার পারিনা। তারপরও মনে সাহস নিয়ে আমাদের নীলফামারী ক্যানেলে গোসল করতে গিয়েছিলাম, সেখানেই ঘটেছিল এই ঘটনা।

ছোটবেলায় সাইকেল নিয়ে আমরা মাঝে মধ্যেই ক্যানেলে গোসল করতে যেতাম। ঠিক তেমনি একদিন আমরা কয়েকজন বন্ধুরা মিলে সাইকেলে করে গোসল করতে চেয়েছিলাম। সেখানে মজায় মজায় কেউ একজন আমার এক বন্ধুর সাইকেল পানির মধ্যে ফেলে দিয়েছিল। তখন তো আমরা কেউ ভালোভাবে সাঁতার পারতাম না। এদিকে নদীর স্রোত অনেক বেশি ছিল এবং সাইকেল আস্তে আস্তে ভেসে সামনের দিকে যেতে থাকলো। এমত অবস্থায় আমরা কি করব, বুঝে উঠতে পারছিলাম না।

সাইকেলের পিছু করতে করতে একটু সামনেই আর কিছু বড় ভাইদের দেখা পেয়েছিলাম। তখন আমাদের সমস্যাগুলো তাদেরকে বললাম এবং তাদের মধ্যে একজন গিয়ে সেই সাইকেল উদ্ধার করে এনেছিলো। সেই যে কি অবস্থা সৃষ্টি হয়েছিল সেটা আসলে বলে বোঝাতে পারবো না। তবে অবাক করা বিষয় হচ্ছে সাইকেলটা কিন্তু নদীর মধ্যে ঢুকে যায়নি। হয়তো চাকার হওয়ার কারণে। এছাড়াও নদীতে গোসল করতে গিয়ে যে কতবার পানি খেয়েছি তারও হিসেব নেই। এ ধরনের কোন ঘটনা কি আপনাদের সাথে ঘটেছে তাহলে অবশ্যই মন্তব্যে জানাতে পারেন ধন্যবাদ।

ABB.gif