জলবায়ু পরিবর্তন
এইতো শীতকাল ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। বসন্তকালের আভাস পাচ্ছি। কিন্তু তারপরও বিভিন্ন ধরনের সমস্যা দেখাই যাচ্ছে দিনের বেলা প্রচন্ড গরম এবং রাতের বেলা আসলেই ঠান্ডা অনুভূতি হচ্ছে। এছাড়াও জলবায়ু পরিবর্তনের কারণে শীতের সময় বৃষ্টিপাত হচ্ছে। বর্ষাকালে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে না। আবার গরমকালে প্রচন্ড পরিমাণে খরা হচ্ছে। এইসব কিছুর জন্য কিন্তু জলবায়ু পরিবর্তনের ব্যাপক হাত রয়েছে।
আগে আমাদের বাংলাদেশ মৌসুমী জলবায়ুর অন্তর্ভুক্ত ছিল। মৌসুমী জলবায়ুর নিজস্ব কিছু নিয়ম ছিল। কিন্তু বর্তমানে সেই বিষয়গুলো খুব বেশি একটা চোখে পড়া যাচ্ছে না। বর্তমানে আমাদের জলবায়ুর বাহিরে ও এমন কিছু ঘটনা ঘটছে যেগুলো আগে কখনোই ঘটে নি। গরমের মাত্রা দিন দিন খুব তাড়াতাড়ি বৃদ্ধি বাড়ছে না আমাদের পৃথিবীর বৈশ্বিক উষ্ণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এতে করে এই পৃথিবীতে টিকে থাকা অনেকটা মুশকিল হয়ে যাবে আসছে বছরগুলোতে।
জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের জীবন যাত্রার মানব বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। আমাদের খাদ্যাভ্যাস থেকে শুরু করে আমাদের দৈনিক যে ধরনের রুটিন রয়েছে। সেই রুটিন এর মধ্যেও ব্যাপক পরিবর্তন হচ্ছে। এছাড়াও সব থেকে যে বিষয়টা সমস্যা দেখা দিচ্ছে সেটা হচ্ছে শারীরিক অসুস্থতার কারণে দিনের বেলা প্রচন্ড গরম রাতের বেলা প্রচন্ড ঠান্ডা। যে কারো শরীর খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাচ্ছে। বিশেষ করে যে পরিমাণে ভেজাল খাবার আমরা খাচ্ছি। এতে করে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা খুব বেশি একটা কাজ করে না এবং এরকম আবহাওয়া থাকলে খুব দ্রুত আমরা অসুস্থ হয়ে পড়ি তাইতো, এই সমস্যাগুলো এখন থেকেই দেখা উচিত।