সমাজ!
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমাকে যদি সবচেয়ে নিকৃষ্ট কোনো কিছুর নাম বলতে বলা হয়। তাহলে বোধহয় আমি প্রথমেই আমাদের সমাজের নাম নিবো। কারণ আমাদের সমাজ সত্যি এতোটাই নিকৃষ্ট যে, মাঝেমধ্যে আপনারা আমরা এমন কিছু নিয়ম দেখতে পাই সমাজে। যে নিয়ম গুলো যে কোনো বর্বর মানুষের দ্বারাই সম্ভব কিংবা কোনো বর্বর মানুষ এর দ্বারাই তৈরি করা সম্ভব। সেটা আমরা সকলেই বুঝতে পারি। কিন্তু ওই যে সমাজ, এমন একটা ব্যাপার যেটা আমাদের মধ্যে একেবারে কিট পতঙ্গের মতন করে বিস্তার করে দেওয়া হয়, আমাদের পুরো মস্তিষ্ক জুড়ে। এতে করে আমরা বুঝতে পারি যে, ব্যাপারটি খারাপ। কিন্তু কোনোভাবেই যেনো স্বীকার করতে পারি না।
সত্যি কথা বলতে আমি যদি আমার সমাজের দিকে তাকাই। তাহলে খুব ভালো কোনো কিছু খুজে পেতে আজকাল আমার সত্যিই বড্ড কষ্ট হয় এই সমাজের দিকে তাকালে শুধু মাত্র হাহাকার দেখতে পাই। ভালো মানুষের হাহাকার, ভালো মানুষির হাহাকার, মানবতার হাহাকার। এই সমাজের দিকে তাকালে শুধুমাত্র ঘৃণা, হিংসা এবং বিদ্বেষ ছাড়া যেনো আর কিছুই দেখতে পাই না। যেনো একটা সোনার খাঁচা যে সোনার খাঁচায় বন্দি তো অনেক রয়েছে কিন্তু কোনো খাবার নেই। তাই একেক বন্দি একেক বন্দীর উপরে হামলে পরছে, ওই বন্দী কে কিংবা ওই বন্দিনীকে খাবার ভেবে। কথাটি হয়তো খুব দৃষ্টিকটু। কিন্তু ভেবে দেখুন, এটাই সত্যি কথা এটাই আমাদের সমাজ।
এই লিখাটি লেখার একমাত্র কারণ হলো আমাদের সমাজ যেনো বদলে যায়। কারণ বর্তমানে যেভাবে সমাজ চলছে আমার মনে হয় না কোনো ভালো সমাজ এভাবে চলতে পারে। অন্তত সমাজে মানবতা প্রতিষ্ঠা হওয়া বড্ড জরুরি এখন। কারণ আমাদের সমাজে এখন ধনী-গরীব সবকিছু রয়েছে। অনেক টাকা পয়সা রয়েছে, অনেক ধন দৌলত সবকিছু রয়েছে। শুধু নেই মানবতা।
Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟