প্রতিনিয়ত নতুন কিছু শেখার চেষ্টা করুন
কথায় আছে শেখার কোন শেষ নেই। এই বিষয়টা আমিও মনেপ্রাণে বিশ্বাস করি। আমাদের ইসলাম ধর্মেও বলা রয়েছে জন্ম থেকে একদম মৃত্যুর আগ পর্যন্ত প্রতিনিয়ত আমাদেরকে শেখার চেষ্টা করে যেতে হবে। আমরা কোন এক সময় এসে বই পড়া বন্ধ করে দেই। কারণ আমরা সেই পড়াশোনার সেক্টর থেকে বেরিয়ে গেছি এবং আমরা নিজেদেরকে এমন ভাবে মনে করি যেন আমরাই সব কিছু জানি। আসলে আমরা কিছুই জানিনা। প্রতিনিয়তই আমাদেরকে নতুন নতুন জ্ঞান অর্জন করতে হবে, বর্তমান পৃথিবীতে কিভাবে সমাজ চলছে সেই বিষয়ে স্পষ্ট ধারণা থাকতে হবে।
আমি ব্যক্তিগতভাবে মনে করি শেখার অন্যতম মাধ্যম হচ্ছে বই পড়া। যখন আপনি বই পড়বেন তখন আপনার ব্রেনের কোষ গুলোতেও সিগলান পৌঁছাবে এবং সে সবকিছু আপনি অনেক ভালোভাবে বুঝতে পারবেন এবং শিখতে পারবেন। যদিও বর্তমান প্রযুক্তি অনেকটাই অ্যাডভান্স হয়েছে। মোবাইল কিংবা কম্পিউটারে ই-বুক রয়েছে। আপনি চাইলে সেখান থেকেও পড়তে পারেন তবে একটি বই হাতে নিয়ে স্পর্শ করে সেই বই অনুধাবন করে সেই বিষয়গুলো শেখার মধ্যে আলাদা একটি মজা রয়েছে, আলাদা একটি বিষয় রয়েছে। যেটা হয়তো ই বুকের মধ্যে আপনি কিংবা আমি পাব না।
আমাদের সমাজে এমন অনেক মানুষ রয়েছে হয়তো তার থেকে ছোট বয়সের কারো কাছ থেকে কোন কিছু শিখতে রাজি নয়, কিংবা সেই ব্যক্তি যদি ভালো কথা বলে তারপরও আপনার এবং আমার কাছে অনেক ধরনের বিষয়বস্তু চিন্তার মধ্যে ফেলে দিতে পারে। হয়তো নিজেদের ইগোর কারণে এটা হতে পারে। কিন্তু আমি ব্যক্তিগতভাবেই মনে করি এরকম কোন কিছুই করা ঠিক নয় বরং কিংবা ছোট যে কারো কাছেই যে কোন কিছু শেখা যায় এবং এই শিখতে পারার যে প্রবণতা রয়েছে সেই প্রবণতাকেই আপনি আপনাকে একদিন সফলতার দ্বারপ্রান্তে নিয়ে দাঁড়িয়ে রাখবে বলে আমি বিশ্বাস করি। তাই আমি ব্যক্তিগতভাবে মনে করি প্রতিনিয়ত নতুন নতুন কিছু শেখার চেষ্টা করুন। বর্তমান সমাজে বেঁচে থাকতে গেলে টিকে থাকতে গেলে, এর থেকে ভালো কিছু আর হতে পারে না। আজকের মত এখানেই শেষ করছি, ধন্যবাদ সবাইকে।