অভাব থাকতেই ভ্রমণ করুন, টাকা হলে সময় পাবেন না
মাঝেমধ্যেই কিছু উপদেশ আমাদের সামনে চলে আসে, আমাদের বয়স যখন অনেকটা ইয়াং থাকে তখন হয়তো তার হাতে আর টাকা পয়সা খুব বেশি একটা থাকে না। কিন্তু সময়, স্বাস্থ, বন্ধু-বান্ধব অফুরন্ত থাকে। কিন্তু যখন আমরা একটু বড় হই কর্মব্যস্ত তাই নিজের ঢুকে পরি তখন হয়তো টাকা এবং স্বাস্থ ভালো থাকে। কিন্তু নিজেকে যে সময় দেবো সেই সময়টা আমরা খুঁজে পাই না, কারণ কর্মব্যস্তরাই আমরা সকলেই নিয়ে যেতে থাকি।
আবার যখন আমরা একটু বৃদ্ধ হয়ে যাই তখন হাতে টাকা পয়সা সময় দুটোই থাকে। তখন কিন্তু আবার শরীর সুস্থ থাকে না। তখন বিভিন্ন ধরনের রোগ বালাই দেখা দেয় এবং বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। তাহলে আপনারা একটু চিন্তা করে দেখুন কখন আপনি নিজেকে একটু সময় দিবেন! নিজের ভালোলাগার কাজগুলো করবেন! নিজের ভালোলাগার স্থানগুলোতে একটু ঘুরে আসবেন! এই প্রশ্নটা আপনাদের কাছে রইলো।
আমরা যারা এখানে কাজ করছি, সবাই মধ্যবয়স্ক, সবার কাছেই বর্তমানে ঘোরাফেরা করার জন্য ছোটখাটো ইচ্ছে কিংবা নিজেদের আবদার পূরণের জন্য যথেষ্ট পরিমাণে অর্থ আছে বলে আমি মনে করি। কিন্তু আমাদের কাছে পর্যাপ্ত সময় নেই। যে সময়ের অভাবে নিজের এই ছোট ছোট ইচ্ছে গুলো আমরা পূরণ করতে পারি না। তবে বিশ্বাস করুন এই কাজের ফাঁকে যদি আপনি সময় বের করতে না পারেন তাহলে এই সময় আপনি কোনদিনই বের করতে পারবেন না। তাইতো নিজের স্বপ্ন পূরণের জন্য এটাই উপযুক্ত সময় বলে আমি মনে করি, আপনারা কি মনে করেন তা অবশ্যই মন্তব্য জানাবেন ধন্যবাদ।