রিপ্লেসমেন্ট
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
মাঝেমধ্যে আমরা কোনো কোনো জায়গায় নিজেকে এমন ভাবে ভাবি যে, ওই জায়গাতে আমার জন্যই তৈরি। ওই জায়গায় আমি না থাকলে অনেক রকমের সমস্যা হতে পারে। ওই জায়গায় যদি আমি না থাকি তাহলে অনেক কিছু হতে পারে। আসলে এই ধরনের চিন্তাভাবনা আমি যখন করি। তার বিপরীতে অন্য একটি চিন্তা আমার মাথায় এসে ভর করে এবং সেই চিন্তাটি হলো, আসলে পৃথিবীর সব কিছুর ই রিপ্লেসমেন্ট রয়েছে। অর্থাৎ আমরা যদি এটা ভাবি যে, আমাদের জন্যই ওই জায়গাটি তৈরি কিংবা ওই জায়গাটি শুধুমাত্র আমার জন্যই থাকবে। এটা আসলে বড্ড ভুল ব্যাপার। কোনো জায়গা কখনোই কারো জন্য আসলে তৈরি হয় না।
আসলে এই বিষয়টা দেখা বড্ড কষ্টকর যে আমার জায়গায় আমি না থাকলেও কোথাও কোনো কমতি থাকবে না। রিপ্লেসমেন্ট খুব ছোট একটি শব্দ। কিন্তু এই শব্দের ভেতরে যে কতো জটিলতা, কতো হেরে যাওয়া, কতো অশ্রু, কতো বেদনা সেটা আমরা কেউ জানি না। কারন অনেক ক্ষেত্রে এমন হয় যে, জায়গাটিতে হয়তো আমরা এতোটাই ভালবেসে রয়েছি। যে সেই জায়গাটি থেকে আমাদের সরে যাওয়াটা অনেক বেশি অসম্ভব। কিন্তু আপনি দেখবেন যে ওই জায়গাটির কিন্তু আপনাকে প্রয়োজন নেই। আপনারই বরং ওই জায়গাটিকে প্রয়োজন। কারণ ওই জায়গা থেকে যখন আপনি সরে যাবেন। ওই জায়গার কোনো হেলদোল হবে না। ওই জায়গা ওই জায়গার মতো করেই অন্য একজন রিপ্লেসমেন্ট খুঁজে নিবে। হয়তো সেটা আমার আপনার চেয়েও অনেক বেশি ভালো।
আসলে আমি জানি না আমার কাছে মনে হয় রিপ্লেসমেন্ট শব্দটি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর কষ্টদায়ক শব্দ। কারণ আমি যখন দেখি যে আমার চারপাশের মানুষ আমাকে ছাড়া ভালো রয়েছে। আমার চারপাশের মানুষদের আমাকে ছাড়া কোনো কষ্ট হচ্ছে না কিংবা আমার কাজের জায়গায় আমাকে ছাড়া দিব্যি চলে যাচ্ছে। তখন সত্যিই বিষয়টা আমাকে প্রচন্ড কষ্ট দেয়। কারণ আমার থাকা, আমার কাজ এসব কিছুর মধ্যেই আমার ভালোবাসা মিশে থাকে। আর আমার ভালবাসাকে যখন দাম দেওয়া হয় না। তখন সেটার চেয়ে কষ্টসাধ্য হয় আর কি হতে পারে, তাই না বলুন?আসলে পৃথিবীতে সব কিছু রিপ্লেসমেন্ট রয়েছে। আমি আপনি চলে গেলে হয়তো দু থেকে তিন দিন কারো খারাপ লাগবে। কিন্তু আজীবন কেউ আপনার জন্য কাঁদবে না কিংবা বসেও রইবে না। আর তার চেয়েও বড় ব্যাপার কিছুই থেমে থাকবে না। হাসি, কান্না, কাজ কষ্ট সবকিছুই চলমান থাকবে। শুধু হারিয়ে যাবেন আপনি, আমি।