চার বিয়া তো কেবল আলোচনা, এক নারীকে ভালোবেসেই ধ্বং'স হয়ে যায় পুরুষেরা


a-book-2135815_1920.jpg

Source

আমি যেই অঞ্চলে থাকি সেখানে একটি পাগল রয়েছে। এই পাগলের নাম আসলে কেউ জানে না! তাকে আমি অনেক বছর ধরেই চিনি। তিনি নীলফামারী শহরের একটি জায়গায় বসবাস করেন। বসবাস করেন বলতে ভুল হবে, কারণ সে পাগল এবং তার থাকার মত আসলেই কোন জায়গা নেই! কিন্তু তার হাতে সব সময় একটি মেয়ের ছবি দেখা যায় এবং সে সেই মেয়ের সাথে নিজে নিজে কথা বলে।

অনেকের মুখেই শুনেছি সে নাকি একটি মেয়েকে অসম্ভব ভালোবাসতো কিন্তু সেই মেয়ের অন্য কোথাও বিয়ে হয়ে যায় এবং তারপর থেকেই সেই ছেলের এই অবস্থা হয়ে গেছে। একবার চিন্তা করে দেখুন কোন লেভেলের ভালোবাসলে মানুষ পাগল হয়ে যায় ভালোবাসায়। ছেলেদের ভালোবাসা অসম্ভব সুন্দর এবং ভয়ংকর। ছেলেরা যখন কাউকে ভালোবাসে তখন মন দিয়েই ভালোবাসে এবং তাকে যদি সে না পায় তাহলে সে অন্য কারো হতে চায় না। আবার যদি ভালোবাসা খুব গভীর হয় তাহলে এই লোকের মত পাগল হয়ে যায়।

মাঝেমধ্যেই ফেসবুকে কিংবা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের আলোচনা উঠে আসে এবং তার মধ্যে মুসলিম শরীয়ত অনুযায়ী চার বিয়ের কথা মাঝেমধ্যে শোনা যায়। তবে বাস্তবে এর ভিন্নতা রয়েছে, কারণ পুরুষেরা যাকে ভালবাসে তাকেই শুধু মাত্র মন থেকে ভালোবাসে। একটি পুরুষের মনে কখনোই একসাথে একাধিক নারী থাকতে পারে না। এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। সমাজ কি মনে করে সেখানে আমার ব্যক্তিগতভাবে কোন মতামত নেই।

ABB.gif