পৃথিবীর সবচেয়ে দামি পারফিউম টাকা


money-2180330_1920.jpg

Source

বর্তমানে আমাদের সমাজের দিকে তাকালে আমার অনেকটা বেশি খারাপ মনে হয়। কারণ এই সমাজটা তো আগে এরকম ছিল না কিন্তু যতই দিন যাচ্ছে সমাজের যে প্রকৃত নিয়ম সেটা আমরা হারিয়ে ফেলছি এবং আমরা বুঝতে পারছি সমাজে আসলে সম্মান মানেই যার কাছে যত বেশি টাকা আছে সেই সম্মান এটা ব্যক্তি। যারা জ্ঞানী কিন্তু তাদের কাছে টাকা পয়সা নেই তাদের কথার কোন মূল্যায়ন আমাদের এই সমাজ করে না। তাই তো আজকে পোস্টের টাইটেল দিয়েছে এটা।

বর্তমানে টাকা দিয়ে কেনা যায় না এমন জিনিস অনেক কম আছে তার মধ্যে অন্যতম হচ্ছে মানসিক শান্তি এবং ভালোবাসা। এই দুটি বিষয় ছাড়া প্রায় প্রত্যেকটি বিষয় পৃথিবীতে যেগুলো অবস্থান করছে সবকিছুই আমরা টাকা দিয়ে অর্জন করতে পারি এবং এই টাকার ক্ষমতা এত আপনি চাইলে সে সবকিছুই টাকা দিয়ে উপার্জন করতে পারেন কিংবা নিজের কাছে গড়ে নিতে পারেন।

যাদের কাছে পর্যাপ্ত পরিমাণে টাকা নেই তারা শুধুমাত্র অনুধাবন করতে পারে এই টাকার সংকট কতটা কষ্টদায়ক এবং টাকার জন্য যেসব কষ্ট আমাদের সাধারণ মানুষদের হতে হয়। সেই বিষয়গুলো অনুধাবন করাটাও অনেক কষ্টসাধ্য একটি বিষয়, যেগুলো হয়তো অন্য কেউ এরা ভালো ভাবে অনুধাবন করতে পারেনা। টাকার মধ্যে সেই শক্তিটা রয়েছে যে শক্তির মাধ্যমে পৃথিবীর সবকিছু পরিবর্তন করে দেওয়া সম্ভব।

ABB.gif