"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৭৪৮ [ তারিখ : ৩১.০৮.২০২৫ ]
বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @rayhan111
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
পুরো নাম - মোঃ রায়হান রেজা।বাসস্থান - বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করেন। জাতীয়তা - বাংলাদেশী। পেশা - একজন সহকারী মেডিকেল অফিসার। তিনি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চান । শখের মধ্যে অন্যতম ফটোগ্রাফি করতে খুব ভালোবাসেন এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে উনি খুবই ভালোবাসেন।স্টিমিট প্লাটফর্ম এ যাত্রা শুরু করেছেন ২০১৯ সালের জানুয়ারী মাস এ।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :
মাঝ রাতে আমার প্রিয় ছাগল ছুরি হওয়ার গল্প ... @rayhan111 (31.08.2025 )
আজ যখন ফিচার্ড আর্টিকেল পোস্ট বাছাই করছিলাম। তখন উনার পোস্টটি নজরে আসাতে আসলে পড়ার পরে ভালো লাগা কাজ করেছে। তো তাই ভাবলাম আজকে এই লেখাটি আপনাদের সকলের জন্য ফিচার্ড আর্টিকেল হিসেবে মনোনীত করি ।
এই লেখাটি পড়তে গিয়ে মনে হলো যেনো গ্রামবাংলার এক জীবন্ত দৃশ্য চোখের সামনে ভেসে উঠছে। উনি খুব সহজ ভাষায় নিজের জীবনের একটি স্মৃতি শেয়ার করেছেন যেখানে উনার ছাগলটি শুধু পোষা প্রাণী নয়। জীবনের অংশ হয়ে উঠেছিলো। শৈশব থেকে ছাগলটির সাথে কাটানো সময়, তার অভ্যাস, প্রতিদিনের ডাক সবকিছু খুব স্বাভাবিক অথচ আবেগঘনভাবে উঠে এসেছে।
লেখার সবচেয়ে ভালো লাগার দিক হলো বাস্তবতা। এখানে কোনো অতিরিক্ত বাড়িয়ে বলা নেই, নেই কোনো অবাস্তব ব্যাপার ও। তবুও লেখাটির মাধ্যমে সহজেই আমরা অনুভূতি অনুভব করতে পারছি। বিশেষ করে চুরির ঘটনা এবং ছাগলটিকে হারানোর মুহূর্তের বর্ণনায় উনার খারাপ লাগাটা স্পষ্ট। রাতে দরজা খুলে বের হয়ে ছায়ার মধ্যে প্রিয় প্রাণীটিকে আহত অবস্থায় দেখতে পাওয়া এই দৃশ্যটি আসলে অত্যন্ত কষ্টদায়ক।
উনার ছাগলটির সাথে এই সম্পর্ককে উনার পরিবার ও বন্ধুত্বের সাথে তুলনা করেছেন, যা লেখাটিকে আরও গভীর করেছে।এটা শুধু একটি ছাগল হারানোর গল্প নয়, বরং এটা ভালোবাসা, সঙ্গ আর নির্ভেজাল সম্পর্কের গল্প। আসলে প্রাণীরা শুধু পোষা প্রাণী নয় ওরা পরিবার ওরা বন্ধু। তাদের প্রতি ভালোবাসা ও যত্ন মানুষের মানবিকতাকেই প্রকাশ করে। লেখাটি পড়ার পর মনে হলো, এটা শুধু একটি স্মৃতিচারণ না এটা জীবনের একটা গভীর উপলব্ধি।
ছবিগুলো @rayhan111 এর ব্লগ থেকে নেওয়া
উনার পোস্ট এর বানান, মার্কডাউন এবং কভার ফটো সব কিছুই বেশ সুন্দর। আশা করছি ভবিষ্যতেও তিনি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত থাকবেন এবং কাজের এ ধারা অব্যাহত রাখবেন।ধন্যবাদ সবাইকে।
একটা সময় গ্রামে গরু ছাগল চুরি হওয়ার প্রবণতা অনেক বেড়ে গিয়েছিল। আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে অনেক ভালো লাগলো। দারুন একটি পোস্ট নির্বাচিত করা হয়েছে।
Wow, @abb-featured! This initiative of featuring articles from "Amar Bangla Blog" is fantastic! Highlighting quality content and writers like @rayhan111 is exactly what makes the Steemit community thrive.
The way you've presented @rayhan111's featured article – a poignant story about his beloved goat – is truly captivating. Your description beautifully captures the emotional depth and relatable simplicity of his writing. The personal connection he shares with his animal is heartwarming and universally resonant.
It's wonderful that you're not just sharing the story but also providing context about the author and his previous work. This comprehensive approach encourages readers to explore more of @rayhan111's content and engage with the "Amar Bangla Blog" community. Keep up the amazing work of curating and showcasing these hidden gems! I look forward to seeing more featured articles and discovering new voices!