একটি মেহেদি ডিজাইনের আর্ট
সকলে কেমন আছেন ? আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
আজকে আবার অনেকদিন পর আপনাদের মাঝে হাজির হয়েছি একটি মেহেদি ডিজাইনের আর্ট নিয়ে।আজকের মেহেদির ডিজাইনটি খুবই সুন্দর।এই ডিজাইনটি ঈদের দিন আমার বড় মেয়ের হাতে লাগিয়েছিলাম।যেহেতু ঈদের আগের রাত, খুবই তাড়াহুড়ো থাকে। তাই আর ছবি তুলতে পারিনি। আজ ভাবলাম এই ডিজাইনটি আপনাদের সাথে শেয়ার করি।আশা করছি আপনাদের ভালো লাগবে।বোঝার সুবিধার্থে ধাপে ধাপে সম্পন্ন করা হলো আমার এই অংকনটি।
চলুন প্রথমে দেখে নেওয়া যাক অংকনটি সম্পন্ন করতে আমাদের কি কি লাগবে?
- একটি সাদা পেপার
- দু টি পেন্সিল
- একটি রাবার
- একটি পেন্সিল কাটার
নিম্নে আর্টের কার্য পদ্ধতি গুলো দেখানো হলোঃ
প্রথমেই এভাবে একটু বাঁকা করে দুটি সমান্তরাল রেখা এঁকে নিয়েছি।
এরপর রেখা দুটির দু'পাশে একই সমান্তরালে আরো দুটি রেখা এঁকে নিয়েছি।
এরপর বাইরের রেখা দুটির দুপাশে এভাবে ডিজাইন করে নিয়েছি।
এরপর নিচের দিকে এভাবে একটি ফুল এঁকে ডিজাইন করে নিয়েছি।
এরপর ফুলটির পাশে আরও একটি ফুল এঁকে ডিজাইন করে নিয়েছি।
এরপর ডিজাইন দুটির মাঝ বরাবর এভাবে এঁকে নিয়েছি।
এরপর উপরে ও নিচে আরো কিছু ডিজাইন করে নিয়েছি।
এরপর উপরের দিকে আরো দুটি স্টেপ অংকন করে আমার আর্টটি শেষ করেছি।
Photographer | @tangera |
---|---|
Device | I phone 15 Pro Max |
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।
পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।
ধন্যবাদ,
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR

Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে একটি মেহেদী ডিজাইন আর্ট করেছেন। আপনার আর্ট করা মেহেদী ডিজাইন টি অসাধারণ হয়েছে আপু। আপনি প্রতিটি মেহেদী ডিজাইন খুবই সুন্দর করে আর্ট করার চেষ্টা করেন। মেহেদী ডিজাইন টি সিম্পল হলেও অনেক বেশি সুন্দর লাগছে।
সত্যি ই আপু আজকের মেহেদি ডিজাইনটিও কিন্তু দারুন দেখতে লাগছে।ঈদ এলে কম বেশী সবাই হাতে মেহেদি দেয়।আর ঈদের সময় কাজের চাপ থাকায় বড় মেয়ের হাতে মেহেদি লাগিয়ে দিলেও ফটোগ্রাফি করতে পারেননি।এটা ই স্বাভাবিক। তবে ডিজাইনটি কিন্তু চমৎকার হয়েছে।আপনি আমাদের মাঝে এতো সুন্দর একটি মেহেদি ডিজাইন শেয়ার করে নিলেন এজন্য অনেক ধন্যবাদ আপনাকে।
আজকে আপনি চমৎকার একটি মেহেদি ডিজাইনের আর্ট শেয়ার করেছেন।ডিজাইনটি অনেক সুন্দর লাইনগুলো খুব নিখুঁত এবং প্যাটার্নের কম্বিনেশন অনন্য। বিশেষ করে ফুলের ডিটেইলগুলো চমৎকার হয়েছে।আপনার আর্ট দেখে আমারও মেহেদি শেখার ইচ্ছা জাগল।আপনার ক্রিয়েটিভিটি অভিনব, এই ডিজাইনে ঐতিহ্যবাহী ও আধুনিক স্টাইল কীভাবে মিশেছে সেটা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম।
ঈদের দিন এই ডিজাইনটি আপনার বড় মেয়ের হাতে লাগিয়ে দিয়েছেন, জেনে খুব ভালো লাগলো আপু। কারণ এই ডিজাইনটা আসলেই খুব সুন্দর। বেশ ভালো লাগলো এতো চমৎকার একটি মেহেদি ডিজাইনের আর্ট দেখে। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।