একটি মেহেদি ডিজাইনের আর্ট
সকলে কেমন আছেন ? আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
আজকে আসলে কোন কাজই করতে ইচ্ছে করছিল না। আর পোস্ট করতেও মন চাচ্ছিল না। কিন্তু পোস্ট না করলেও ভালো লাগে না। পোস্ট না করলে মনে হয় আমি যেন কমিউনিটিতে নেই।বিশেষ কোন কারণ ছাড়া পোস্ট করা বাদ দেই না।কিন্তু আজ কি পোস্ট করবো তাও খুঁজে পাচ্ছিলাম না। এরপর গ্যালারি থেকে অনেক আগের করা একটি মেহেদি আর্ট পেয়ে গেলাম। কিন্তু প্রবলেম হচ্ছে আর্টটি মোটেও সুন্দর ছিল না, এ কারণে কখনো পোস্ট করিনি। কিন্তু এখন কি আর করা, ওই আর্টটি আপনাদের সাথে শেয়ার করে দিলাম।অবশ্য এই পঁচা আর্টটি হাতে সুন্দর করে নিতে পারলে দেখতে কিন্তু বেশ ভালই লাগবে।বোঝার সুবিধার্থে ধাপে ধাপে সম্পন্ন করা হলো আমার এই অংকন প্রক্রিয়াটি।
চলুন প্রথমে দেখে নেওয়া যাক অংকনটি সম্পন্ন করতে আমাদের কি কি লাগবে?
- একটি সাদা পেপার
- দু টি পেন্সিল
- একটি রাবার
- একটি পেন্সিল কাটার
নিম্নে আর্টের কার্য পদ্ধতি গুলো দেখানো হলোঃ
প্রথমেই ডাবল লেয়ারে দুটি অর্ধ বৃত্তের মত এঁকে নিয়েছি।
এরপর পরাপর আরও তিনটি লেয়ার এঁকে বাইরের লেয়ারে এভাবে ছোট ছোট পাপড়ির মত এঁকে নিয়েছি।
এরপর পাপড়ি গুলো চারিপাশে এভাবে পাতার মতো এঁকে নিয়েছি।
এরপর পাতাগুলোর দুই সাইডে এভাবে সমান্তরাল কতগুলো রেখা এঁকে নিয়েছি।
এরপর রেখাগুলোর ভিতরে এভাবে ডিজাইন করে নিয়েছি। এরপর নিচের দিকেও কিছুটা ডিজাইন করে নিয়েছি।
এরপর উপরের দিকেও নিচের মতো করে একটি ফুল ও কতগুলো পাতা এঁকে নিয়েছি।
এরপর পাতাগুলোর উপরের দিকে ছোট্ট করে এভাবে ডিজাইন করে নিয়েছি।
এরপর ডান দিকেও এভাবে কতগুলো পাতা এঁকে ঠিক একই ভাবে ডিজাইন করে নিয়েছি।ব্যাস হয়ে গেল একটি মেহেদি ডিজাইনার আর্ট।
Photographer | @tangera |
---|---|
Device | I phone 15 Pro Max |
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।
পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।
ধন্যবাদ,
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR

আসলে সব সময় কাজ সুন্দর হতে হবে এটার কোনো মানে হয় না। একেবারে পোস্ট না করার থেকে এটা শেয়ার করেছেন দেখে সত্যি খুব ভালো লাগলো। তবে আমার তো মনে হচ্ছে এটা মেহেদি দিয়ে হাতে লাগালে দেখতে ভালো লাগবে। আশাকরি এরকম সুন্দর সুন্দর আর্ট আমাদের মাঝে সবসময় আপনি শেয়ার করবেন।
অনেক সুন্দর মেহেদির ডিজাইন তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার তৈরি করা মেহেদির ডিজাইন গুলো সব সময়ই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এই ধরনের ডিজাইন হাতে দিলে দেখতে অনেক সুন্দর দেখায়।আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর ডিজাইন তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আজকে আপনি আবার নতুন একটি মেহেদী ডিজাইন আর্ট করেছেন। আজকের আর্ট করা মেহেদী ডিজাইন টি অসাধারণ হয়েছে আপু। আপনি মেহেদী ডিজাইনের প্রতিটি ধাপ আমাদের মাঝে শেয়ার করেছেন। কেউ যদি এই রকম আর্ট করতে চায়, তাহলে আপনার শেয়ার করা পর্ব গুলো দেখলে অনেক টা সহজ হয়ে যাবে তার জন্য।
আপু আপনি তো দেখছি একটি অসাধারণ মেহেদী ডিজাইন আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা আজকের মেহেদী ডিজাইনটি আমার কাছে কিন্তু দারুন লেগেছে। আসলে এমন সুন্দর মেহেদী ডিজাইন গুলো কিন্তু হাতে পড়লে দেখতে বেশ দারুন লাগবে। ধন্যবাদ এমন সুন্দর একটি ডিজাইন শেয়ার করার জন্য।
সকাল হলেই যেমন কি রান্না করব আজ এই ভাবনাটা মাথায় কাজ করে।ঠিক তেমনি কি পোস্ট করব তাও কিন্তু মাথায় কাজ করে আপু।যাক ফোনের গ্যালারি থেকে আপনি মেহেদি ডিজাইন আর্টটি পেয়ে শেয়ার করেছেন আমাদের মাঝে।কে বলল ডিজাইনটি বেশী ভালো না।আমার কাছে কিন্তু ভিন্ন ভিন্ন ডিজাইন গুলো হাতে দিলে খুব ভালো লাগে। ধাপে ধাপে তুলে ধরেছেন ডিজাইনটি এজন্য অনেক ধন্যবাদ আপু।
অসাধারণ সুন্দর একটি মেহেদী ডিজাইন এর আর্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই চিত্র অংকনে ফুলের চিত্র অঙ্কন করে দেওয়াটা এবং কতকগুলো পাতার চিত্র অঙ্কন করে দেওয়াটা আমার কাছে খুবই ভালো লেগেছে। দারুন একটি মেহেদি ডিজাইন এর চিত্র অংকনের পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আজ আপনি খুবই সুন্দর একটা মেহেদি ডিজাইনের আর্ট করেছেন। আমার কাছে আপনার করা এই মেহেদি ডিজাইন আর্ট দেখতে অনেক বেশি ভালো লেগেছে। মেহেদি দিয়ে নিখুঁতভাবে যদি সুন্দর করে এটা হাতে লাগানো হয় তাহলে কিন্তু আরো ভালো লাগবে। একেবারে পোস্ট না করার থেকে এটা করেছেন দেখে ভালো লাগলো। পোস্ট না করলেও কেমন যেন খারাপ লাগে।
অনেক সময় আসলেই পোস্ট করতে ইচ্ছে করে না। কিন্তু শেষ পর্যন্ত পোস্ট না করেও থাকা যায় না। যাইহোক আর্টটি কিন্তু খারাপ হয়নি আপু। এই আর্টটি আপনি মোবাইলের গ্যালারিতে ফেলে রেখেছিলেন তাহলে। আর্টটি শেয়ার করাতে খুব ভালো হয়েছে। অনেকে এই মেহেদি ডিজাইনটি হাতে পড়তে পারবে। যাইহোক মেহেদি ডিজাইনের আর্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
আপনার কাছে মনে হচ্ছে এই মেহেদী ডিজাইনটি পচা আর্ট। কিন্তু যে করতে পারে না তার কাছে এটাই বিশাল কিছু। তবে দেখে তো মনে হচ্ছে হাতে পরলে ভালোই দেখাবে। যেহেতু প্রত্যেকটা ধাপ সুন্দর বর্ণনা দিয়ে উপস্থাপন করেছেন তাই যে কেউ চাইলে এই আর্টটি নিজের হাতে করে ফেলতে পারবে। ব্যক্তিগতভাবে আমার কাছেও এই মেহেদী ডিজাইনটি ভালো লেগেছে। ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।
আপনি খুবই দক্ষতার সাথে সৌন্দর্যময় এই মেহেদী ডিজাইন করেছেন। আপনার ডিজাইনগুলো আমার অনেক ভালো লাগে। আপনি আজকের ডিজাইনটি অনেক সুন্দর ভাবে করে শেয়ার করলেন।