একটি মেহেদি ডিজাইনের আর্ট
সকলে কেমন আছেন ? আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
আজকে চলে এলাম ছোট বোন তানিয়ার বাসায়।আমার ভাই ও সেঝ বোন ওয়াহিদা ছাড়া আমরা তিনজন এখন একত্রে রয়েছি তানিয়ার বাসায়, সাথে আমাদের মা ও রয়েছে।ছয় তারিখে আবার ফুল ফ্যামিলি একত্রিত হব।সকলে একত্রে থাকলে অন্য রকম এক আনন্দ পাওয়া যায়। যাইহোক আবার অনেকদিন পর আপনাদের মাঝে হাজির হয়েছি একটি মেহেদি ডিজাইনের আর্ট নিয়ে।ইংল্যান্ডে থাকতে এই আর্টটি করেছিলাম।খুব একটা ভালো হয়নি, তবে সুন্দর করে হাতে লাগাতে পারলে মোটামুটি ভালই লাগবে।বোঝার সুবিধার্থে ধাপে ধাপে সম্পন্ন করা হলো আমার এই অংকন প্রক্রিয়াটি।আশা করছি আপনাদের ভালো লাগবে।
চলুন প্রথমে দেখে নেওয়া যাক অংকনটি সম্পন্ন করতে আমাদের কি কি লাগবে?
- একটি সাদা পেপার
- দু টি পেন্সিল
- একটি রাবার
- একটি পেন্সিল কাটার
নিম্নে আর্টের কার্য পদ্ধতি গুলো দেখানো হলোঃ
প্রথমেই প্যাঁচিয়ে এভাবে ডিজাইন করে নিয়েছি।
এরপর ডিজাইনের চারপাশে এভাবে ছোট ছোট পাপড়ি এঁকে নিয়েছি।এরপর পাপড়িগুলোর চারিদিকে এভাবে কতগুলো পাতা এঁকে নিয়েছি। এরপর পাতাগুলোর মাঝখানে ছোট ছোট বৃত্ত ভরাট করে একটি ফুল বানিয়ে নিয়েছি।
এরপর ফুলটির নিচে ঠিক একইভাবে আরও একটি ফুল এঁকে নিয়েছি।
এরপর ফুল দুটির উপরের দিকে বৃত্তাকারে এভাবে তিন লেয়ারে এঁকে নিয়েছি।
এরপর বৃত্তের মাঝখানে এভাবে কতগুলো পাতা এঁকে নিয়েছি।
বৃত্তের চারিপাশে এভাবে দুই লেয়ারে ছোট ছোট কিছু পাপড়ি এঁকে নিয়েছি।
এরপর পাপড়িগুলোর উপরে এভাবে ছোট ছোট কিছু ডিজাইন করে নিয়েছি।
এরপর ডিজাইনগুলোর উপরে আরো দুটি ফুল এঁকে আমার অংকন শেষ করেছি।
ব্যাস হয়ে গেল একটি মেহেদি ডিজাইনের আর্ট।
Photographer | @tangera |
---|---|
Device | I phone 15 Pro Max |
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।
পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।
ধন্যবাদ,
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR

@tangera, আসসালামুআলাইকুম! আপনার মেহেদি ডিজাইন আর্টের ধাপগুলো খুবই সুন্দরভাবে দেখিয়েছেন! Incredibly well-presented tutorial! It's fantastic to see you sharing your artistic process step-by-step. The way you've broken down the design makes it accessible and inspiring for others to try. It is a wonderful way to reconnect with your family and share your talents. ইংল্যান্ডে থাকার সময় করা এই আর্ট এর কথা উল্লেখ করাতে অন্যরকম একটা অনুভূতি কাজ করছে।
I'm sure many Steemians will appreciate your creativity and detailed instructions. Keep up the amazing work, and I look forward to seeing more of your art! Also, thank you for using SteemPro Mobile.
একটি মেহেদি ডিজাইনের আর্ট শেয়ার করেছেন। আপনার প্রতিটি আর্ট আমার কাছে ব্যক্তিগত ভাবে অনেক বেশি ভালো লাগে। তাঁর কারণ আপনি অনেক সুন্দর করে আর্ট তৈরি করেছেন। সর্বোপরি আপনাকে অসংখ্য ধন্যবাদ
আপু দারুন একটি মেহেদী ডিজাইন আজ দেখলাম। আপনার আজকের মেহেদী ডিজাইটি যে কোন হাতে পড়লে বেশ দারুন মানাবে। সব মিলিয়ে আমার কাছে দারুন লেগেছে।
আপনার ভাই ও সুমা আপু থাকলে তো তানিয়া আপুর বাসায় সবাই মিলে বেশ মজা করতে পারতেন। যাইহোক মেহেদি ডিজাইনের আর্টটি বেশ ভালোই হয়েছে। সবসময় এতো সুন্দর সুন্দর মেহেদি ডিজাইনের আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
সুন্দর একটি মেহেন্দি ডিজাইন আপনি আজকে তৈরি করেছেন। ডিজাইনটি দেখেই মনে হচ্ছে হাতে ডিজাইনটি করি। বেশ ভালো লাগলো এমন সুন্দর একটি ডিজাইন দেখে।