আজকে আমি আপনাদের সামনে একটা বিষয় নিয়ে হাজির হয়েছি । ঈদ মানে আনন্দ। ঈদ মানেই মেয়েদের হাত ভর্তি মেহেদী দেওয়া।ঈদের আগের দিন রাতে ঈদ আনন্দ শুরু হয় মূলত হাতে মেহেদী দেওয়া থেকে।আমার ছোট বোন প্রথমে মেহেদী দেওয়ার জন্য পাগলামি করছিল, নানান রকম ডিজাইন বের করে দিচ্ছিল কিভাবে সুন্দর করে দিব। পরে ভাবলাম বোনকেই আগে দিয়ে দিই যেহেতু বাচ্চা মানুষ, ঘুমিয়ে যাবে, মেহেদী বেশিক্ষণ রাখতে পারবে না তাই আগে দিয়ে দিলাম। এই মেহেদী দেওয়ার সময় কি দুষ্টামি করছিল বলার মতো নাহ।কিছুক্ষণ মেহেদী দেওয়ার পর দেখি মেয়েটা ঘুমিয়ে গিয়েছে। আজকে কিভাবে আমি মেহেদী দিয়েছি সেই চিত্র আপনাদের মাঝে তুলে ধরবো আশা করি আপনাদের ভালো লাগবে।

১. মেহেদী ।
২.হাত।

প্রথমে হাতে একটা গোল দিয়ে নিব মেহেদী দিয়ে।

তারপর গোলের চারপাশে দাগ দাগ সুন্দর ডিজাইন করে নিব ছবিতে যেমন দেখতে পাচ্ছেন।

গোলের চারপাশে আবার সুন্দর গোল গোল ফুল আঁকান শুরু করলাম।

ফুলগুলো আঁকিয়ে ফুলের ভিতর পাতা দিয়ে নিব।

অবশেষে হাতের নখের সুন্দর সুন্দর ডিজাইন করে নিয়ে। হাতের কবজিতে ছোট
একটা ডিজাইন করে আমার বোনের হাতের মেহেদী ডিজাইন শেষ করবো।
এতক্ষণ আমার পোষ্ট মনোযোগ সহকারে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি আবার অন্য কোনদিন নতুন কিছু নিয়ে আপনাদের সামনে উন্মোচিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

ধন্যবাদ সকলকে✨💖


ফোনের বিবরণ
ক্যামেরা | Redmi note 9 |
ক্যামেরা.মডেল | note9 |
ধরন | আর্ট🖼️। |
অবস্থান | সিরাজগঞ্জ- বাংলাদেশ। |


আমি শেলি। আমি বর্তমানে সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে সি এস ই তে অধ্যায়নরত আছি। ছোটবেলা থেকেই ছবি আঁকতে ভালোবাসি। নতুন কিছু শিখতে এবং জানতে ভালোলাগে।ঘুরতে আর খেতে খুব ভালোবাসি।অবসর সময় পেলেই ছবি আঁকি। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে। 🌼💖🌼 |
👉*সবার প্রতি শুভেচ্ছা এবং পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/JannatulF57996/status/1907727271135514988?t=CUZp1HxX5Yol1eN-ubr43A&s=19
Congratulations
This post has been curated by
Team #5
@mikitaly
@tipu curate
#artonsteemit
Manual Curation of TipU Curators Project
Upvoted 👌 (Mana: 6/8) Get profit votes with @tipU :)
এটি ঠিক চাঁদ রাতে মেয়েরা মেহেদী দিতে বেশি পছন্দ করে। আজকে আপনি ছোট বোনের হাতে মেহেদি দেওয়া সুন্দর মেহেদি ডিজাইন আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। আর মেহেদী দিতে হলে ধৈর্য ধরে দিতে হয়। ধন্যবাদ আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত মেহেদি ডিজাইন আর্ট সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য।
ঈদের আগে চাঁদ রাতে খুবই মজা হয়। হাতে মেহেদি দাওয়াতে চাঁদ রাতের আসল মজা। আপনি আপনার ছোট বোনের হাতে খুব সুন্দর ডিজাইন করেছেন। এরকম মেন্ডেলা টাইপের ডিজাইনগুলো আমার খুবই ভালো লাগে। সুন্দর একটা মেহেদি ডিজাইন শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।