এখন সাদা রং দিয়ে দুইটা পাতা খেয়ে নেব এবং কালো রং দিয়ে সুন্দর পাতা, ফুল আঁকাবো।
এরপর রং যেন উঠে না যায় সেজন্য ফ্যানের বাতাসে কিছুক্ষণ শুকানোর জন্য রেখে দেবো। তারপরে তৈরি হয়ে গেল আমার নিজের আঁকা টোট ব্যাগ। কেমন হয়েছে জানাবেন কিন্তু অল্প সময়ে যতটা পেরেছি করেছি।আসলে নিজের তৈরি করা জিনিস যেমনই হোক না কেন নিজের কাছে অনেক ভালো লাগে।
এতক্ষণ আমার পোষ্ট মনোযোগ সহকারে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি আবার অন্য কোনদিন নতুন কিছু নিয়ে আপনাদের সামনে উন্মোচিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

ধন্যবাদ সকলকে✨💖


ফোনের বিবরণ
ক্যামেরা | Redmi note 9 |
ক্যামেরা.মডেল | note9 |
ধরন | আর্ট🖼️। |
অবস্থান | সিরাজগঞ্জ- বাংলাদেশ। |


আমি শেলি। আমি বর্তমানে সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে সি এস ই তে অধ্যায়নরত আছি। ছোটবেলা থেকেই ছবি আঁকতে ভালোবাসি। নতুন কিছু শিখতে এবং জানতে ভালোলাগে।ঘুরতে আর খেতে খুব ভালোবাসি।অবসর সময় পেলেই ছবি আঁকি। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে। 🌼💖🌼 |
👉*সবার প্রতি শুভেচ্ছা এবং পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/JannatulF57996/status/1916177014928904538?t=bE_DCtdmEfGKBBpprrFX7g&s=19
*** Task***
https://x.com/JannatulF57996/status/1914852090234724609?t=yiMdIfHVWr3PiWZ4XefnHw&s=19
https://x.com/JannatulF57996/status/1914850619556552968?t=bNxDj4sWJ4fKiqfknmPdzA&s=19
https://x.com/JannatulF57996/status/1916102664976536048?t=eOu6cdkrFU8KddvAg2HiwA&s=19
https://x.com/JannatulF57996/status/1916103657910862035?t=rF4lW27RoeT_Az-3yd1Oiw&s=19
https://x.com/JannatulF57996/status/1916104430795030988?t=yychq6lMnSR3lOHU0HBeaw&s=19
https://x.com/JannatulF57996/status/1916104926243229844?t=o4khQU2SAGmHmodz-0R4Vg&s=19
এই ব্যাগগুলো এখন অনেকে ইউজ করে। আমার কাছেও ব্যাগ গুলো খুব ভালো লাগে। ব্যাগের উপর পেইন্টিং করা ছিল যেটা আপনার পছন্দ হয়নি। সবার তো আসলে সবকিছু পছন্দ হয় না। তবে নিজের মতো করে নিজের জিনিসগুলো সাজিয়ে নেওয়াটাই ভালো। ব্যাগের উপরে নতুন করে পেইন্টিং করে খুব সুন্দরভাবে সাজিয়েছেন দেখতে ভালো লাগছে আপু। পেইন্টিং করার ধাপগুলো সুন্দর উপস্থাপনায় শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ।
পুরনো কিছুর উপর ডিজাইন করলে ওই জিনিস একদম নতুন হয়ে যায়। আপনি দেখছি পুরনো ব্যাগের উপর সুন্দর ডিজাইন করেছেন। এ ধরনের ডিজাইনগুলো করতে যেমন ভাল লাগে দেখতেও চমৎকার লাগে। ধন্যবাদ সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাগের উপর ডিজাইন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
একেবারে চমৎকার একটি পোস্ট শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে আজকের অসাধারণ পোস্ট পড়ে খুবই ভালো লাগছে৷ যেভাবে আপনি আজকের এই পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন তা বেশ অসাধারণ হয়েছে৷ একই সাথে এখানে পুরানো ব্যাগের মধ্যে যেভাবে আপনি নতুন সাজ ফুটিয়ে তুলেছেন তা দেখে মুগ্ধ হওয়া ছাড়া কোন উপায় নেই৷ খুব সুন্দর ভাবে আপনি আজকের এই সুন্দর একটি ব্যাগ এর মধ্যে নতুন ডিজাইন দিয়েছেন তা চমৎকার হয়েছে৷ অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য৷
বাহ বেশ দারুণ তো। পুরাতন ব্যাগের উপরে রং তুলির আচড়ে নতুন পেইন্টিং। বেশ লাগছে কিন্তু দেখতে। ব্যাগটা একেবারে নতুন করে তুলেছেন আপু। দারুণ ছিল আপনার পেইন্টিং টা। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে পোস্ট টা শেয়ার করে নেওয়ার জন্য।।