পুরনো ব্যাগে নতুন সাজ

in আমার বাংলা ব্লগ25 days ago

আসসালামুআলাইকুম/আদাব🤝

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ্ ভাল আছি। আমি @srshelly0399
বর্তমানে বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় অবস্থান করছি ।

IMG_20250420_013626.jpg

আজকে আমি আপনাদের সামনে অনেকদিন পর পেইন্টিং নিয়ে হাজির হয়েছি।বেশ কিছুদিন আগে আমি একটা ব্যাগ কিনেছিলাম। ব্যাগটার উপর একটা পেইন্টিং ছিল কিন্তু সেটা আমার মোটেও পছন্দ হয়নি তখন মাথায় একটা চিন্তা আসে নিজের মত কাস্টমাইজড ডিজাইন করা যেতে পারে। সেই ভাবনা থেকে আজকে সময় বের করে ভাবলাম কাজটা করে ফেলি।রং তুলি কাছে ছিল তাই কাজটা করতে খুব একটা বেশি দেরি হয়নি। মন মত ডিজাইন করা শুরু করে দিলাম সব গুছিয়ে। আসলে নিজে ডিজাইন করে কোন জিনিস ব্যবহার করলে সে জিনিসের সৌন্দর্য যেমন বৃদ্ধি পায় ব্যবহার করতেও অন্যরকম একটা প্রশান্তি অনুভব করা যায়। চলুন দেখে নেওয়া যাক কিভাবে ব্যাগটাকে নতুন করে সাজিয়েছি ।

প্রয়োজনীয় উপকরণ :

IMG_20250420_002805.jpg

১. ব্যাগ ।
২.ফেব্রিক্স রং ।
৩.তুলি।
বিবরণ :
ধাপ-১

IMG_20250420_003243.jpg

প্রথমে কোথায় কোথায় রং করব সে হিসাবে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিলাম ।
ধাপ-২

IMG_20250420_010545.jpg

এখন লাল, হলুদ বিভিন্ন রঙের সাহায্যে পেন্সিল দিয়ে পড়া বৃত্তগুলো ভরাট করে নিব।
ধাপ-৩

IMG_20250420_010914.jpg

সব রং করা শেষ করে নিয়েছি।হাল্কা সাদা রং দিয়ে দাগ কেটে নেব।
ধাপ- ৪

IMG_20250420_013541.jpg

এখন সাদা রং দিয়ে দুইটা পাতা খেয়ে নেব এবং কালো রং দিয়ে সুন্দর পাতা, ফুল আঁকাবো।
শেষ ধাপ✨

IMG_20250420_013619.jpg

এরপর রং যেন উঠে না যায় সেজন্য ফ্যানের বাতাসে কিছুক্ষণ শুকানোর জন্য রেখে দেবো। তারপরে তৈরি হয়ে গেল আমার নিজের আঁকা টোট ব্যাগ। কেমন হয়েছে জানাবেন কিন্তু অল্প সময়ে যতটা পেরেছি করেছি।আসলে নিজের তৈরি করা জিনিস যেমনই হোক না কেন নিজের কাছে অনেক ভালো লাগে।

এতক্ষণ আমার পোষ্ট মনোযোগ সহকারে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি আবার অন্য কোনদিন নতুন কিছু নিয়ে আপনাদের সামনে উন্মোচিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ধন্যবাদ সকলকে✨💖

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZw7HFjCLMfDJx3zXx3jXPRfJr7otFtoRfKMmN9rJzpemZGKH1sKHrmfJREqyC...9xLrN7kkzEr3nKpRPcTj6NSZrBzYGbr93rAK2CAinZaxUP2fFhka9ZrPQeMBYoU2r2avcVEfb5m3uJAqvfZ4UMDVMeWvTdncVc9TonRvS2kneML5dvyoyUQZKC.png

banner-abbVD.png

ফোনের বিবরণ

ক্যামেরাRedmi note 9
ক্যামেরা.মডেলnote9
ধরনআর্ট🖼️।
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ।

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2...SwCeUWfeYFqXEU6k9E1QBR3LLWpTGQPTugeRKSuzSqXPiupWgvjugsTQfwLmEzMp6y8qhddmwictcszT5MtchDJq2GfNthESS97LtxV2WaG7p797tQfCnHDy4R.gif

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnztsmhqXECFWhnYScssX21XdqSgM3oVAxxx35K4bsUQXRKwwCsw9GRePhwFW6wnPkumnwFzjxJ7cZ8QEN9.gif

আমার পরিচয়
আমি শেলি। আমি বর্তমানে সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে সি এস ই তে অধ্যায়নরত আছি। ছোটবেলা থেকেই ছবি আঁকতে ভালোবাসি। নতুন কিছু শিখতে এবং জানতে ভালোলাগে।ঘুরতে আর খেতে খুব ভালোবাসি।অবসর সময় পেলেই ছবি আঁকি। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।
🌼💖🌼


👉*সবার প্রতি শুভেচ্ছা এবং পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 25 days ago 

এই ব্যাগগুলো এখন অনেকে ইউজ করে। আমার কাছেও ব্যাগ গুলো খুব ভালো লাগে। ব্যাগের উপর পেইন্টিং করা ছিল যেটা আপনার পছন্দ হয়নি। সবার তো আসলে সবকিছু পছন্দ হয় না। তবে নিজের মতো করে নিজের জিনিসগুলো সাজিয়ে নেওয়াটাই ভালো। ব্যাগের উপরে নতুন করে পেইন্টিং করে খুব সুন্দরভাবে সাজিয়েছেন দেখতে ভালো লাগছে আপু। পেইন্টিং করার ধাপগুলো সুন্দর উপস্থাপনায় শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ।

 24 days ago 

পুরনো কিছুর উপর ডিজাইন করলে ওই জিনিস একদম নতুন হয়ে যায়। আপনি দেখছি পুরনো ব্যাগের উপর সুন্দর ডিজাইন করেছেন। এ ধরনের ডিজাইনগুলো করতে যেমন ভাল লাগে দেখতেও চমৎকার লাগে। ধন্যবাদ সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাগের উপর ডিজাইন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Congratulations!! Your post has been upvoted through steemcurator06. We encourage you to publish creative and quality content.

aaa.png

Curated By: @fantvwiki

 23 days ago 

একেবারে চমৎকার একটি পোস্ট শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে আজকের অসাধারণ পোস্ট পড়ে খুবই ভালো লাগছে৷ যেভাবে আপনি আজকের এই পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন তা বেশ অসাধারণ হয়েছে৷ একই সাথে এখানে পুরানো ব্যাগের মধ্যে যেভাবে আপনি নতুন সাজ ফুটিয়ে তুলেছেন তা দেখে মুগ্ধ হওয়া ছাড়া কোন উপায় নেই৷ খুব সুন্দর ভাবে আপনি আজকের এই সুন্দর একটি ব্যাগ এর মধ্যে নতুন ডিজাইন দিয়েছেন তা চমৎকার হয়েছে৷ অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

 23 days ago 

বাহ বেশ দারুণ তো। পুরাতন ব‍্যাগের উপরে রং তুলির আচড়ে নতুন পেইন্টিং। বেশ লাগছে কিন্তু দেখতে। ব‍্যাগটা একেবারে নতুন করে তুলেছেন আপু। দারুণ ছিল আপনার পেইন্টিং টা। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে পোস্ট টা শেয়ার করে নেওয়ার জন্য।।