এখন ঘর ঘরের সামনের মাঁচা এবং দুই পাশে ছোট ছোট গাছ কলমের সাহায্যে সুন্দর করে আঁকিয়ে নেব।
পরিশেষে ঘরের উপর ছোট ছোট গাছ বড় বড় গাছ, দূরের পাহাড় পাহাড়ের ওইদিকে লম্বা লম্বা গাছ সবকিছু ভালো করে কলম দিয়া আকিঁয়ে নেব। সম্পূর্ণ চিত্রটি আকাঁতে বেশি সময় লাগে নি তবে সাধারণ হলেও দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে একদম সত্যিকারে পাহাড়ের ঘেরা ছোট্ট গ্রাম মনে। অবশেষে শেষ হলো আমার কলমে আঁকা ছোট্ট পাহাড়ে ঘেরা গ্রাম।
এতক্ষণ আমার পোষ্ট মনোযোগ সহকারে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি আবার অন্য কোনদিন নতুন কিছু নিয়ে আপনাদের সামনে উন্মোচিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

ধন্যবাদ সকলকে✨💖


ফোনের বিবরণ
ক্যামেরা | Redmi note 9 |
ক্যামেরা.মডেল | note9 |
ধরন | আর্ট🖼️। |
অবস্থান | সিরাজগঞ্জ- বাংলাদেশ। |


আমি শেলি। আমি বর্তমানে সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে সি এস ই তে অধ্যায়নরত আছি। ছোটবেলা থেকেই ছবি আঁকতে ভালোবাসি। নতুন কিছু শিখতে এবং জানতে ভালোলাগে।ঘুরতে আর খেতে খুব ভালোবাসি।অবসর সময় পেলেই ছবি আঁকি। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে। 🌼💖🌼 |
👉*সবার প্রতি শুভেচ্ছা এবং পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/JannatulF57996/status/1912557732336660556?t=CTLWamqulnNs3fGboUedBA&s=19
*** Task***
https://x.com/JannatulF57996/status/1912313419677806683?t=yrMUMZe7CPflxs_JO13EQg&s=19
https://x.com/JannatulF57996/status/1912316437886300211?t=tCF5TkWmSMEQBWlFea1FoA&s=19
https://x.com/JannatulF57996/status/1912342406021959994?t=8ilQXIgAuhC5zok_LFR58g&s=19
https://x.com/JannatulF57996/status/1912345007635431613?t=AjDPIAoV8CfEp94Z_kMnug&s=19
https://x.com/JannatulF57996/status/1912346079841902936?t=pnbMgxLEICjEGiuv1DnDeA&s=19
https://x.com/JannatulF57996/status/1910749457668575358?t=pYsdTBBm8LJZU33cMkLucg&s=19
তোমার আঁকা “পাহাড়ে ঘেরা গ্রাম” চিত্রটি অসাধারণ লেগেছে। শুধু কলম ব্যবহার করেই এত নিখুঁত দৃশ্য ফুটিয়ে তোলা সত্যিই প্রশংসনীয়।মনোমুগ্ধকর এই চিত্রকর্ম আমাদের মাঝে শেয়ার করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।
এই ধরনের আর্ট গুলো দেখতে আমার খুবই ভালো লাগে। আজ আপনি খুব সুন্দর একটি পেন্সিল আর্ট করেছেন আপু।আপনার আর্ট টি দেখতে অসাধারণ হয়েছে। খুব নিখুঁত ভাবে আর্ট টি তুলে ধরেছেন। যা দেখে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
খুবই সুন্দর একটি আর্ট শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে অসাধারণ একটি আর্ট দেখে খুব ভালো লাগলো৷ যেভাবে আপনি আজকের এই সুন্দর আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম৷ এখানে যেভাবে আপনি পাহাড়ে ঘেরা গ্রামকে এত সুন্দর ভাবে আপনার এই আর্টের মধ্যে দিয়ে ফুটিয়ে ফেলেছেন তা আপনার প্রতিভাকে খুব ভালো ফুটিয়ে তুলেছেন৷ অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর আর্ট শেয়ার করার জন্য৷
শুধুমাত্র কলমের ছোয়া দিয়ে এটাকে একেবারে জীবন্ত করে তুলেছেন। অসাধারণ লাগছে আপু। পাহাড়ি গ্রামের আর্টটা আপনি বেশ চমৎকার করেছেন। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে আর্টটা শেয়ার করে নেওয়ার জন্য।।