আর্ট-রাতের সুন্দর দৃশ্য আর্ট|

in আমার বাংলা ব্লগ3 days ago

আসসালামু-আলাইকুম/আদাব।


বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। দীর্ঘ সময় পর আজকে একটি আর্ট নিয়ে চলে এসেছি। আর্ট করতে খুবই ভালো লাগে। কিন্তু সময়ের অভাবে করতে পারিনা। আজকে রাতের সুন্দর দৃশ্য আর্ট নিয়ে হাজির হয়েছি। তো বন্ধুরা চলুন আমার আজকের পোস্ট দেখে নেয়া যাক।

রাতের সুন্দর দৃশ্য আর্ট:

IMG_20250716_133433.jpgCemera: Oppo-A12.


রং তুলি দিয়ে রাতের সুন্দর দৃশ্য আর্ট করার চেষ্টা করেছি। আর্ট করতে ভালো লাগে। খুব একটা আর্ট করতে পারি না। তবে মাঝে মাঝে নতুন কিছু করতে ভালো লাগে। আর হলো মনের একটি আবেগ। আর্টের মাধ্যমে আমরা মনের অনুভূতি কিংবা প্রকৃতির সৌন্দর্য তুলে ধরি। রাতের সৌন্দর্য কিংবা রাতের দৃশ্য খুবই ভালো লাগে দেখতে। আর সেই রাতের দৃশ্যটাই আমি রঙের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। খুব সহজ পদ্ধতিতে একটি আর্ট করেছি আর শেয়ার করেছি।

প্রয়োজনীয় উপকরণসমূহ:

  • কার্টিজ পেপার।
  • পোস্টার রং।
  • তুলি।

IMG20250713140624.jpgCemera: Oppo-A12.


ধাপসমূহ:

ধাপ-১:

IMG_20250716_140605.jpgCemera: Oppo-A12.
IMG_20250716_140702.jpgCemera: Oppo-A12.


এই সুন্দর আর্ট করার জন্য রং দিয়েছি আর ডিজাইন করেছি।

ধাপ-২:

IMG_20250716_140712.jpgCemera: Oppo-A12.
IMG_20250716_140722.jpgCemera: Oppo-A12.


সম্পূর্ণ কাগজে রং দেওয়া হয়ে গেলে এবার একপাশে সুন্দর করে কাছের ঝোপ ঝাড় আর্ট করেছি।

ধাপ-৩:

IMG_20250716_140732.jpgCemera: Oppo-A12.


এবার সুন্দর একটি চাঁদ আর্ট করেছি যাতে দেখতে ভালো লাগে।

ধাপ-৪:

IMG_20250716_140744.jpgCemera: Oppo-A12.


সুন্দর চাঁদ আর্ট করার পর গাছের আরো কিছু অংশ কিংবা ঘাসের কিছু অংশ আর্ট করেছি।

ধাপ-৫:

IMG_20250716_140755.jpgCemera: Oppo-A12.


এবার ধীরে ধীরে এই আর্টের সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য রং দিয়ে সুন্দরভাবে ডিজাইনগুলো করেছি।

ধাপ-৬:

IMG_20250716_134336.jpgCemera: Oppo-A12.


এভাবে ধীরে ধীরে আর্টের সৌন্দর্য ফুটিয়ে তুলেছি। আর ডিজাইনটি আকর্ষণীয় করে তুলেছি।

উপস্থাপন:

IMG_20250716_133417.jpgCemera: Oppo-A12.


রাতের দৃশ্য আর্ট করতে যেমন ভালো লেগেছে তেমনি আপনাদের মাঝে শেয়ার করেছি। আর্ট করার মাধ্যমে আমি রাতের দৃশ্যটি তুলে ধরেছি। রংয়ের মাধ্যমে ফুটিয়ে তুলেছি। আর সুন্দর করে ধাপে ধাপে তুলে ধরেছি। আমার এই আর্ট আপনাদের কেমন লেগেছে জানিনা তবে আমি চেষ্টা করেছি নতুন কিছু করার। অনেক অনেক ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত আমার এই পোস্ট দেখার জন্য।

🥀ধন্যবাদ সকলকে।🌷


আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মো: স্বপন। আমি একজন বাংলাদেশী। বাংলা আমার মাতৃভাষা। তাই আমি বাংলায় লেখালেখি করতে ভালোবাসি। ফটোগ্রাফি, পেইন্টিং এবং ক্রাফটিং করা হচ্ছে আমার অন্যতম শখ। অবসর সময়ে গান শুনতেও অনেক ভালোবাসি। এছাড়া বাগান করতে আমার অনেক ভালো লাগে। মাঝে মাঝে রান্না করতেও অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডি নাম @shopon700। আমি ২০২১ সালের এপ্রিল মাসে স্টিমিট ব্লগিং শুরু করি। আমি গর্বিত, কারণ আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড ব্লগার।

Sort:  
 3 days ago 

আর্ট আপনি আবারো খুব সুন্দর একটি পেইন্টিং করলেন। আপনার আর্ট এর মধ্যে অন্যরকম একটি নীরবতা লুকিয়ে আছে। সবচেয়ে বেশি ভালো লাগলো অন্ধকার চাঁদনী রাতের আলো গাছের ছায়ায় খুব সুন্দর আর্ট করেছেন। এ ধরনের আর্ট গুলো বাস্তবে দেখতেও বেশ ভালো লাগে। এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 2 days ago 

পেইন্টিং করতে ভালো লাগে। তাই যখন সময় পাই পেইন্টিং করি। আপনার কাছে ভালো লেগেছে আর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই।

 3 days ago 

আপনি আজকে অসাধারন একটা আর্ট করেছেন। এই ধরনের আর্ট গুলো যত বেশি সময় নিয়ে করা হয়, ততই দেখতে সুন্দর লাগে। আপনি অনেক নিখুঁতভাবে এই আর্ট করেছেন। কালার কম্বিনেশনটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে। এরকম আর্ট আশা করি সময় আমাদের মাঝে শেয়ার করবেন।

 2 days ago 

আমার পেইন্টিং আপনার কাছে অসাধারণ লেগেছে জেনে খুবই খুশি হয়েছি আমি। মন্তব্যের জন্য ধন্যবাদ।

 3 days ago 

রাতের দৃশ্য দেখতে আমার কাছে বেশ ভালই লাগে । খুব সুন্দর রাতের দৃশ্য আর্ট করেছেন আপনি। দৃশ্যটি দেখতে খুব সুন্দর লাগছে। দেখে বোঝা যাচ্ছে সময় নিয়ে ধৈর্য সহকারে আটটি সম্পন্ন করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য।

 2 days ago 

রাতে দৃশ্য দেখতে সত্যিই অনেক ভালো লাগে। আর আমি রং তুলির মাধ্যমে সেই দৃশ্যটি তুলে ধরেছি।

 3 days ago 

এই ধরনের আর্ট গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। আজ আপনি খুবই চমৎকার একটি আর্ট শেয়ার করেছেন ভাইয়া।আপনার শেয়ার করা আর্ট টি দারুন হয়েছে।দেখে ভীষণ ভালো লাগলো।ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 days ago 

আর্ট করতে ভালো লেগেছে। আর আপনাদের মন্তব্য পড়ে অনেক বেশি ভালো লাগলো আপু। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 days ago 

1752654368484.png

 3 days ago 

ওয়াও আজকে আপনি আমাদের মাঝে রাতের সুন্দর দৃশ্য আর্ট শেয়ার করেছেন। আপনার আর্টটি দেখে মুগ্ধ হয়ে গেলাম। আমি প্রথমে অনেকক্ষন ধরে আপনার আর্টের দিকে তাকিয়ে ছিলাম চোখ সরাতে পারছিলাম না।এতো সুন্দর একটি আর্ট শেয়ার করেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 days ago 

চাঁদনী রাতের দৃশ্য দেখতে ভালো লাগে। তাই এই চমৎকার দৃশ্যটি ফুটিয়ে তুলেছি। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 days ago 

আপনাকে তো খুব চমৎকার একটি আর্ট করেছেন। আপনার রাতের দৃশ্য আর্ট দেখে সত্যি আমি হাঁ করে তাকিয়ে রইলাম। কি চমৎকার গাছপালা আকাশ এবং চাঁদ দেখে আর্ট এর মধ্যে অনেক ভালো লাগলো। সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত রাতের দৃশ্য করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 days ago 

রাতের সৌন্দর্য আর চাঁদনী রাতের দৃশ্য তুলে ধরেছি আপু। আপনার ভালো লেগেছে জেনে খুশি হয়েছি আমি

 3 days ago 

রাতেই সৌন্দর্য দেখে অনেক ভালো লাগলো। সত্যি ভাইয়া আপনার আর্ট এর তুলনা হয় না। আপনার আর্ট গুলো দেখতে অনেক ভালো লাগে। ধাপ গুলো অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 days ago 

আমার আর্ট আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।