আর্ট পোস্ট - 💦 " পলিথিনের সাহায্যে সিম্পল ফুলের পেইন্টিং "
আসসালামু আলাইকুম,
আমার প্রিয় বাংলা ব্লগবাসী।সবাইকে শুভেচ্ছাও অভিনন্দন জানিয়ে শুরু করছি নতুন একটি ব্লগ।
প্রিয় বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় ও বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশাকরি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে এখন অনেকটা ই ভালো আছি।বন্ধুরা,আমি @shimulakter আমি বাংলাদেশ ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।আমি "আমার বাংলা ব্লগ" এর একজন অ্যাক্টিভ ইউজার।আমার ব্লগ আপনাদের কাছে ভালো লাগে এমনটা ই আশাকরি।
পলিথিনের সাহায্যে সিম্পল ফুলের পেইন্টিংঃ
বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পেইন্টিং নিয়ে।আর্ট কিংবা পেইন্টিং করতে সব সময় আমার ভীষণ ভালো লাগে।তবে পেইন্টিং বা আর্ট করতে আয়োজন করে বসা তা আর সব সময় সম্ভব হয়ে উঠে না।তারপরেও সপ্তাহে একটি আর্ট কিংবা পেইন্টিং করার চেষ্টা করি।আজকের পেইন্টিংটি সিম্পলভাবে করার চেষ্টা করেছি।আশাকরি আপনাদের সবার কাছে ভালো লাগবে।আর্ট একটি শিল্প।আমিতো আর শিল্পী নই।তবুও মাঝে মধ্যে আঁকাআঁকি করি।আর আপনাদের ভালো লাগে বিধায় আঁকার সাহস করি।আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট গুলো পড়ে অনেক বেশী অনুপ্রাণিত হই।আজকের এই পেইন্টিংটি করতে আমার কি কি উপকরন লেগেছিল তা আগে তুলে ধরছি--
প্রয়োজনীয় উপকরণঃ
১.কাগজ
২.পোস্টার রঙ ও তুলি
৩.পলিথিন
কার্য প্রণালীঃ
ধাপ -- ১
আমি প্রথমে একটি পলিথিনের এক পাশে গিট দিয়ে নিয়েছি।এরপর গিট দেয়া মাৎা ভেতর দিকে দিয়ে ফুলিয়ে পলিথিনটিকে ধরেছি।
ধাপ -- ২
এরপর আমি এক এক রঙ লাগিয়ে নিলাম পলিথিনে।
ধাপ -- ৩
আমি ভিন্ন ভিন্ন পলিথিনে ভিন্ন ভিন্ন রঙ দিয়ে ফুলের মতো পেইন্টিং করে নিলাম।
ধাপ -- ৪
ফুল পেইন্টিং হয়ে গেলে আমি পাতা পেইন্টিং করে নিলাম।আর এর মধ্যে ই আমার পেইন্টিং করা শেষ হয়ে গেলো।
ধাপ -- ৫
এরপর আমি পেইন্টিংয়ের নীচে নিজের নামটি লিখে নিলাম।
উপস্থাপনা
আজ আর নয়।আশাকরি আমার আজকের এই পেইন্টিংটি আপনাদের কাছে ভালো লাগবে।আপনাদের ভালো লাগার মাঝেই আমার সার্থকতা।আবার নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবো।সবাই সুস্থ থাকবেন।ভালো থাকবেন।
ধন্যবাদ সবাইকে
পোস্ট বিবরন
বিষয় | আর্ট পোস্ট |
---|---|
ডিভাইস | SamsungA20 |
ফটোগ্রাফার | @shimulakter |
ভৌগলিক অবস্থান | ঢাকা,বাংলাদেশ |
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি (জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে আর নতুন নতুন রেসিপি করে সবাইকে খাওয়াতে ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনার আর্ট দেখে আমার খুব ভালো লাগলো। আপনি ইউনিক ভাবে এই আর্টটি করার চেষ্টা করেছেন। পলিথিনের সাহায্য যে এত সুন্দর ফুল আঁকা যায় সেটা আপনি দেখিয়ে দিলেন। ধন্যবাদ।
অনেক ধন্যবাদ দাদা।
পলিথিনের মাধ্যমে যে এত সুন্দর পেইন্টিং করা যায় তা জানা ছিল না।আপনার পেইন্টিং টি দেখতে জাস্ট অসাধারণ হয়েছে।দেখে বোঝা যাচ্ছে না এটি পলিথিন দিয়ে করেছেন। খুবই নিখুঁত হাতে কাজটি সম্পূর্ণ করেছেন। যা দেখে মুগ্ধ হলাম। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য।
লকডাউনের কথা মনে পড়ল, সেদিনগুলোতে আমার মেয়েটা তখন অনেক ছোট ছিল তখন সারাদিন কি করে সময় কাটাবে ফ্ল্যাট বাড়িতে খুবই অসুবিধে হতো তখন ওকে এই ধরনের স্টাম্পিং ড্রয়িং গুলো করাতাম। আপনিও বেশ সুন্দর করেছেন আপু।
মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ দিদি।
সুন্দর সুন্দর এই ধরনের আর্ট গুলো অঙ্কন করতে এবং আর্টগুলো দেখতে দুটোই আমার কাছে অসম্ভব ভালো লাগে। আপনি আজকে একটা পেইন্টিং করেছেন। অনেক সুন্দর করে ভিন্ন ভিন্ন কালারের ফুল এঁকেছেন আপনি। আমার কাছে সবকিছু দেখতে অসম্ভব ভালো লেগেছে। কালার গুলো এত সুন্দর ভাবে করেছেন যে দারুণভাবে ফুটে উঠেছে। যে কারো কাছে ভালো লাগবে আপনার করা এই আর্ট।
সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।
বাহ্ মনোমুগ্ধকর ছিল তো এই আর্ট। আপনার আর্টটি একেবারে চোখ ধাঁধানো হয়েছে। দেখতেও অনেক সুন্দর লাগছে। এরকম সুন্দর আর্টগুলো দেখলে একেবারে চোখ জুড়িয়ে যায়। আমি এই ধরনের আর্ট গুলো করতে এবং দেখতে দুটোই খুব পছন্দ করি। নিজের দক্ষতা এবং সৃজনশীলতাকে কাজে লাগিয়ে এত সুন্দর করে আর্টটি করেছেন। প্রশংসা না করে সত্যি থাকতে পারছি না।
ধন্যবাদ ভাইয়া।
আপনি তো দেখতেছি ভিন্ন রকম একটি আর্ট করলেন। সবচেয়ে বেশি ইউনিক লাগল পলিথিন দিয়ে খুব সুন্দর ভিন্ন রকম আর্ট করলেন দেখে। একেবারে কিন্তু সত্যিকারের ফুলের মত তৈরি হয়ে গিয়েছে। আমার নিজের কাছেও ইউনিট কিছু করতে ভীষণ ভালো লাগে। চোখ ধাঁধানো একটি সুন্দর আর্ট করে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
অনেক ধন্যবাদ আপু মতামত প্রকাশ করার জন্য।
https://x.com/shimulakter403/status/1913205351308280199?t=iywkNMIRRz3oxwDbHZmFpA&s=19
https://x.com/shimulakter403/status/1913206733834731630?t=3lEw_UodVeFk-hNNazq_Xw&s=19
https://x.com/shimulakter403/status/1913217065164357632?t=OHT4RzzmF21OdLKUrM9ntw&s=19
https://x.com/shimulakter403/status/1913218192245489941?t=mHYoikdUu8WVzUU-t-FwMg&s=19
https://x.com/shimulakter403/status/1913219639334891656?t=LLudom8VOJzunKLehWkt7w&s=19
https://x.com/shimulakter403/status/1913231068196704482?t=3EpObCTHNTzDoND6CD7xNQ&s=19
https://x.com/shimulakter403/status/1913234188054176037?t=rmMTlgRORzM7-o2Q22R8EQ&s=19
https://x.com/shimulakter403/status/1913236374536462365?t=h-7D5ZM3gm1eqhQ9PpXOJw&s=19
একেবারে অসাধারণ একটি আর্ট শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে আজকের সুন্দর আর্ট দেখে খুব ভালোই লাগলো৷ আর আপনার কাছ থেকে পলিথিন এর সাহায্যে তৈরি করা এই সুন্দর আর্ট দেখে খুব ভালোই লাগছে৷ এটি আপনি একেবারে নিখুঁতভাবে তৈরি করেছেন এবং পলিথিন ব্যবহার করে যেভাবে আপনি তৈরি করেছেন এটি একেবারে ইউনিক একটি আইডিয়া ছিল৷
বাহ অসাধারণ তো। সত্যি চমৎকার লাগছে দেখে আপনার আর্ট টা। এই আর্টটা বেশ ইউনিক এবং সুন্দর ছিল। বেশ করেছেন আপু। খুবই সুন্দর উপস্থাপন করেছেন পোস্ট টা। সবমিলিয়ে অসাধারণ ছিল। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।