আর্টঃরাতের দৃশ্যের পেন্সিল আর্ট।

in আমার বাংলা ব্লগ7 months ago

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই ? আশাকরি ভালো আছেন।প্রত্যাশা করি সবসময় যেনো ভালো থাকেন। আজ ৩রা মাঘ,শীতকাল ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই জানুয়ারি ২০২৫ খ্রিষ্টাব্দ। আজ একটি আর্ট পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।

ar1.jpg

বন্ধুরা, আমার বাংলা ব্লগে নিয়মিত ব্লগিংয়ে আজ হাজির হয়েছি নতুন আর একটি ব্লগ নিয়ে। আজ অনেকদিন পর একটি পেন্সিল আর্ট আপনাদের সাথে শেয়ার করবো। যদিও আমি তেমন একটা পেন্সিল আর্ট করি না। তবে আর্ট এর ভিন্নতা আনার জন্য আজ করলাম। আমি সব সময় চেস্টা করি ভিন্ন ভিন্ন আর্ট আপনাদের সাথে শেয়ার করতে। আর বিভিন্ন ধরনের আর্ট করতে আমারও বেশ ভালো লাগে।আমি কখনও ম্যান্ডালা আর্ট, কখনও মধুবনী আর্ট আবার কখন থ্রিডি আর্ট সহ ভিন্ন ভিন্ন আর্ট শেয়ার করার চেস্টা করি।যাতে এক ঘেয়েমী না লাগে।তারই ধারাবাহিকতায় আজ একটি পেন্সিল আর্ট আপনাদের সাথে শেয়ার করবো। আর আমি পেন্সিল দিয়ে রাতের দৃশ্য এঁকেছি। যেখানে আমি, চাঁদ গাছ ,মেঘ,পাখি আঁকার চেস্টা করেছি।আঁকার পর দৃশ্যটি বেশ ভালই লেগেছে আমার। আর্টটি করতে উপকরণ হিসাবে আমি ব্যবহার করেছি সাদা কাগজ,পেন্সিল সহ আরও কিছু উপকরণ যা সবিস্তারে নিম্নে বর্ণনা করা হলো। তাহলে চলুন দেখে নেই পেন্সিল আর্টটি করার বিভিন্ন ধাপ সমূহ। আশাকরি আজকের পেন্সিল আর্টটি আপনাদের ভালো লাগবে।

উপকরণ

ar3.jpg

১।সাদা কাগজ
২।পেন্সিল
৩।টিসু
৪।পেন্সিল কম্পাস
৫।রাবার

অংকনের ধাপ সমুহ

ধাপ-১

ar18.jpg

প্রথমে সাদা কাগজের চারপাশে দাগ দিয়ে নিয়েছি। দাগের মাঝখানে পেন্সিল কম্পাস দিয়ে একটি বৃত্ত এঁকে নিয়েছি।

ধাপ-২

ar17.jpg

ar16.jpg

সম্পূর্ণ কাগজ পেন্সিল দিয়ে কালো করে নিয়েছি। এরপর একটি টিস্যু দিয়ে ঘসে স্মুথ করে নিয়েছি।

ধাপ-৩

ar15.jpg

পেন্সিলের দাগের কিছু কিছু অংশ রাবার দিয়ে মুছে মেঘ এঁকে নিয়েছি।এবং চাঁদটির চারদিক পেন্সিল দিয়ে সুন্দর করে নিয়েছি।

ধাপ-৪

ar14.jpg

ডালপালা সহ একটি গাছ এঁকে নিয়েছি।

ধাপ-৫

ar13.jpg

ar12.jpg

গাছের ডালে বসে আছে এমন দু'টো পাখি এঁকে নিয়েছি।

ধাপ-৬

ar11.jpg

ar10.jpg

এবার পেন্সিল দিয়ে গাছের পাতা এঁকে নিয়েছি। সেই সাথে গাছের নিচে কিছু ঘাস এঁকে নিয়েছি।

ধাপ-৭

ar9.jpg

সব শেষে নিজের স্টিমিট আইডি সিগনেচার করে আর্টটি শেষ করেছি।

উপস্থাপন

ar2.jpg

ar7.jpg

ar8.jpg

আশাকরি,আজকের পেন্সিল দিয়ে আঁকা রাতের দৃশ্যটি আপনাদের ভালো লেগেছে। সেই সাথে আমার সবসময় চেষ্টা থাকে, নতুন নতুন আর্ট করার।আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

শ্রেনীআর্ট
ক্যামেরাSamsung Galaxy A-10
পোস্ট তৈরি@selina 75
তারিখ১৭ই জানুয়ারি, ২০২৫ ইং
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ

image.png

image.png

image.png

Sort:  
 6 months ago 

পেন্সিল আর্ট আমার ভীষণ পছন্দের। ইদানিং এতটাই ব্যস্ততার সময় যাচ্ছে আর্ট করার মত সময় টাই পাচ্ছিনা। তবে আপনার রাতের দৃশ্যের পেন্সিল আর্টটি দেখে ভীষণ ভালো লাগলো। পাখি চাঁদ গাছ সহ চমৎকার একটি প্রাকৃতিক সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন। যা আমার কাছে ভীষণ ভালো লাগলো। এরকম আর্ট আপনার থেকে আরো দেখতে চাই আপু।

 6 months ago 

সময় বের করে আকেঁন ভাইয়া। তবে আমরাও কিছু সুন্দর সুন্দর আর্ট দেখতে পাবো। ধন্যবাদ ভাইয়া।

 7 months ago 

Daily task

dt1.png

dt2.png

 7 months ago 

আপু আপনার তৈরি করা আর আমার অসম্ভব ভালো লেগেছে। খুবই সুন্দরভাবে প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন। এত সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ। তবে আপু আপনি টিস্যু পেপার এখানে কোথায় ব্যবহার করেছেন যদি একটু বলতেন।

 6 months ago 

পেন্সিল দিয়ে প্রথমে যে রং করেছি তা টিসু পেপার দিয়ে ঘসে একই রং করে নিয়েছি। যাইহোক পোস্টটি পড়ে যথাযথ মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।

 7 months ago 

পেন্সিল আর্ট গুলো আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে। রাতের দৃশ্যের সুন্দর একটি পেন্সিল আর্ট করেছেন আপনি। আর্ট করার প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে গুছিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি আর্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য।

 6 months ago 

আমারও বেশ ভালো লাগে পেন্সিল আর্ট করতে।কিন্তু সব সময় করা হয়ে উঠে না। অনেকদিন পর আজ করলাম। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

 7 months ago 

আপু আপনি খুবই সুন্দর একটি পেন্সিল আর্ট শেয়ার করেছেন। আপনার এত সুন্দর আর্ট দেখে খুব ভালো লাগলো। আপু আপনার মতো আমিও এক ঘেয়েমি দূর করতে মাঝে মাঝে আর্ট এর মধ্যে ভিন্নতা আনার চেষ্টা করি। এতে যেমন পোস্টের কোয়ালিটি বাড়ে তেমনি দেখতেও খুব ভালো লাগে। তাছাড়া পেন্সিল আর্ট দেখতে এমনেতেও খুব ভালো লাগে। ধন্যবাদ আপু এত সুন্দর সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 6 months ago 

অনেকদিন পর পেন্সিল আর্টটি করলাম। আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপু।

 7 months ago 

পেন্সিল আর্ট গুলো দেখতে চমকপ্রদ লাগে।আপনি খুব সুন্দর পেনসিল আর্ট আমাদের সাথে শেয়ার করেছেন। পেনসিল আর্টের মাধ্যমে রাতের দৃশ্য অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ আপু।

 6 months ago 

আমারও বেশ ভালো লাগে পেন্সিল আর্ট করতে। পেন্সিল আর্ট এর মধ্যে অন্য রকম এক সৌন্দর্য আছে। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

 7 months ago 

পেন্সিল স্কেচের আলাদাই সৌন্দর্য আছে। আমরা প্রত্যেকেই রং দিয়ে যে আঁকাআঁকি করি সেগুলোর মধ্যে শৈল্পিক ছোঁয়া থাকলেও পেন্সিল স্কেচ এর আলাদাই রূপ রয়েছে যা একেক সময় রঙিন ছবি কেউ ছাপিয়ে যায়। আপনার করা আজকের পেন্সিল কেসটি খুব নরম হয়েছে। এবং দেখতেও ভালো লাগছে।

 6 months ago 

ঠিক তাই। পেন্সিল আর্ট এর মধ্যে অন্য রকম এক সৌন্দর্য আছে। যা দেখতে বেশ ভালো লাগে। আমিও বেশ পছন্দ করি পেন্সিল আর্ট।ধন্যবাদ আপু।

 7 months ago 

অসাধারণ সুন্দর একটি চিত্র অংকন করেছেন আপনি। আধার রাতের চিত্র অঙ্কন করতে গাছের চিত্র অঙ্কন করাটা এবং দুটি পাখির চিত্র অঙ্কন করে দেওয়াটা আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে। দারুন একটি চিত্র অংকনের পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 6 months ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য।

 7 months ago 

পেন্সিল আর্ট আমার খুবই ভালো লাগে। অনেকদিন থেকে এই ধরনের আর্ট করা হয় না। আজকে আপনার সুন্দর পেন্সিল আর্ট দেখে খুবই ভালো লাগলো। অনেক সুন্দর করে পেন্সিল আর্ট করেছেন আপু।

 6 months ago 

করে ফেলেন আপু। তবে আমরও সুন্দর একটি আর্ট দেখতে পাবো। ধন্যবাদ আপু।