আর্ট পোস্টঃ ফুলসহ ফুলের টবের কালারিং আর্ট।
শুভ রাত্রি সবাইকে,
প্রিয় আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল ব্লগার ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভাল আছেন। আলহামদুলিল্লাহ সৃষ্টিকর্তা যেমন রেখেছেন শুকরিয়া। কারণ উনি যখন যেভাবে রাখেন তখন সেই মানুষের মঙ্গলের জন্য রাখেন। সেটা আমাদেরকে আত্মবিশ্বাসী হতে হবে। কারণ ভালো রাখুক বা মন্দ রাখুক সেটা একমাত্র সৃষ্টিকর্তাই বুঝেন। তার জন্য অসন্তুষ্ট হওয়া মানেই আমাদের মনোবল শক্তি নষ্ট হয়ে যাওয়া। তো বন্ধুরা শত কষ্টের মাঝেও ব্যস্ত থাকার চেষ্টা করতেছি। আসলেই ব্যস্ত থাকলে কিছুটা কষ্ট গুলো ভুলা যায়। কিছুটা সময় ভুলে গেলেও কিন্তু সেই ব্যাথা ক্ষণে ক্ষণে মনে পড়ে।
বন্ধুরা প্রতি সপ্তাহের মত আজকেও আমি একটি পোস্ট শেয়ার করব। পেন্সিল আর্ট গুলো আমার করতে অনেক ভাল লাগে। বিভিন্ন কালারের মিশ্রণে একটি কালারফুল আর্ট শেয়ার করব। আমার আজকের শেয়ার করা কালারফুল আর্ট আশা করি আপনাদের ভাল লাগবে। আমি ফুল সহ টবের কালারফুল আর্ট করার চেষ্টা করেছি। আমি কিভাবে তৈরি করেছি তা আপনাদের সাথে ধাপে ধাপে শেয়ার করে নিব। এর আগেও আমি কয়েকটি আর্ট শেয়ার করেছি। আপনারা বেশ অনুপ্রেরণা দিয়েছেন আমাকে। আমি আবার অনুপ্রাণিত হয়ে নতুন একটি কালারফুল আর্ট করে নিলাম।
আর্টের প্রয়োজনীয় উপকরণ সমূহঃ
ড্রয়িং পেপার/ খাতা।
পেন্সিল।
রাবার।
কালার মার্কার।
প্রথম ধাপঃ
প্রথমে প্রয়োজনীয় উপকরণ সমূহ সব উল্লেখ করেছি এবং নিয়ে দেখালাম। এখন সরাসরি আর্টের মূল পর্যায়ে চলে যাব। আর্ট করার জন্য পেন্সিলের সাহায্যে প্রথমে ছোট করে একটি ফুলের অংশ এঁকে নিয়েছি।
দ্বিতীয় ধাপঃ
এই পর্যায়ে ফুলের টব সহ পুরো ফুল এঁকে নিলাম।
তৃতীয় ধাপঃ
এখন প্রথমে হলুদ কালারের মার্কার দিয়ে ফুলের কলি গুলো কালার করে নিয়েছি। এরপরে গ্রীন কালার দিয়ে পাতা গুলো কালার করে নিয়েছি।
চতুর্থ ধাপঃ
এরপরে প্রথমে কমলা রঙের মার্কার দিয়ে একটি ফুল কালার করে নিলাম। এবং লাল কালার দিয়ে আরও একটি ফুলের কালার সম্পন্ন করেছি।
পঞ্চম ধাপঃ
এভাবে ফুল এবং পাতার কালার গুলো করে নিয়েছি। এখন ফুলের টবের কালার করে নিব।
ষষ্ঠ ধাপঃ
এভাবে আমি প্রথমে হলুদ কালার এরপর লাইট ব্লু কালার এবং মাঝখানে অরেঞ্জ কালার দিয়ে ফুলের টব কালার করে নিয়েছি। এভাবে ফুলসহ ফুলের টবের আর্ট এবং কালার করা সম্পন্ন করে নিয়েছি।
উপস্থাপনা
যখন পুরো আর্ট শেষ হয়ে যায় তখন পাশে আমার একটি সাইন দিয়ে দিলাম। এভাবে সম্পন্ন হয়ে যায় আমার আজকের কালারফুল আর্ট। টব সহ ফুলের কালারফুল আর্ট দেখতে খুবই সুন্দর হয়েছে। তো বন্ধুরা প্রতিনিয়ত চেষ্টা করতেছি আপনাদের সাথে ভিন্ন কিছু শেয়ার করার। আশা করি আমার আজকের কালারফুল আর্ট আপনাদের ভালো লেগেছে। বন্ধুরা কেমন লেগেছে জানাতে ভুলবেন না। কারণ আপনাদের সুন্দর সুন্দর অনুপ্রেরণা পেলে বেশ ভালোই লাগে নতুন নতুন ক্রিয়েটিভিটি শেয়ার করতে।

ডিভাইসের নাম | Wiko,T3 |
---|---|
মডেল | W-V770 |
ফটোগ্রাফার | @samhunnahar |
ক্যাটাগরি | একটি কালারফুল আর্ট |

আজ এখানে আমার লেখা সমাপ্তি করছি। আবার উপস্থিত হব নতুন কোন ব্লগ নিয়ে। সবাই সুস্থ থাকবেন আর ভাল থাকবেন।
💘ধন্যবাদ সবাইকে💘
আমার পরিচয়
আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার কাছে অনেক ভাল লাগে। আমি সব ধরনের ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি গান গাইতে এবং কবিতা আবৃত্তি করতে ভীষণ ভালবাসি। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।
বাহ্ চমৎকার হয়েছে ফুল এবং ফুলের টপ।আপনার আর্ট করা ফুল এবং ফুলের টব দেখে খুবই ভালো লাগলো। ধাপ গুলো দারুণ ভাবে উপস্থাপন করেছেন আপু।আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া আমার শেয়ার করা আর্ট ভালো লাগার জন্য।
খুব সুন্দর হয়েছে ফুলসহ ফুলের টপ, টপটা কিন্তু বেশ ধারণা আপনি টপের মধ্যে আবার ডিজাইন করেছেন বিষয়টা খুব চমৎকার। দারুন ছিল আজকের এই ড্রয়িং।
অনেক অনুপ্রেরণা দিলেন ভাইয়া ধন্যবাদ।
আসলে মহান আল্লাহ তায়ালা আমাদেরকে যেভাবে রাখে সেভাবে ই আমাদের সন্তুষ্ট থাকা জরুরী। সন্তুষ্ট না থাকলে আমরা কখনো ভালো থাকতে পারবো না। ফুলসহ ফুলের টবের কালারিং আর্ট করেছেন অনেক সুন্দর করে আপনি। আর আপনার করা এই আর্ট দেখতেও খুব সুন্দর লাগছে। কালারফুল হওয়ার কারণে অনেক বেশি মনোমুগ্ধকর হয়েছে। আপনি অনেক সুন্দর করে কালার গুলো দেয়ার চেষ্টা করেছেন এবং সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন সম্পূর্ণটা, যা দেখেই বুঝতে পারছি।
আমার কাছেও আপু কালারফুল আর্ট গুলো দেখতে খুব ভালো লাগে।
খুবই সুন্দরভাবে আপনি এখানে ফুলগুলো তুলে ধরেছেন এবং টবের ডিজাইনও খুবই ভালোভাবে তুলে ধরার চেষ্টা করেছেন৷ এখানে ভ
ফুলগুলো যখন আপনি টবের ভিতরে অঙ্কন করেছেন তখন খুবই সুন্দরভাবে এই সবগুলো ডিজাইন এখানে ফুটে উঠেছে। টবের মধ্যে ছোট ছোট ডিজাইনগুলোর কারণে এটিকে আরো আকর্ষণীয় দেখা যাচ্ছে৷
চেষ্টা করেছি ভাইয়া আর্ট করার জন্য। তবে আমার এত আর্ট করার দক্ষতা নেই।
ফুলসহ ফলের টবের চিত্র অংকন অসাধারণ হয়েছে। আপনি এইতো সুন্দর ভাবে ধাপে ধাপে চিত্র অংকন করেছেন যা দেখতে পেয়ে যেন জীবন্ত মনে হচ্ছে। আপনার চিত্র অংকন অসাধারণ হয়েছে।
আপনাকে অনেক ধন্যবাদ সময় দিয়ে আমার আর্ট পোস্ট দেখার জন্য।
যে কোন আর্ট করলে এমনিতেই সুন্দর হয়। আর কালারফুল হলে তো কোন কথাই নেই। তিনটি ফুল এবং পাতাসহ টবের অনেক সুন্দর কালারফুল আর্ট করেছেন, যা দেখে ভালো লেগেছে আমার কাছে। ডিজাইনগুলো যেমন সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন, তেমনি কালারটাও সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন, যা দেখেই বুঝতে পারছি। নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে কোন কাজ করলে, তা এমনিতেই অনেক সুন্দর হয়।
ঠিক বলছেন ভাইয়া আর্ট দেখতে ভালো লাগে। যদি কালারফুল আর্ট হয় আরো ভালো লাগে দেখতে।
ওয়াও আপনি অনেক সুন্দর করে ফুলসহ টবের চমৎকার কালারিং আর্ট করেছেন। এই আর্ট গুলো আমার কাছে অনেক ভালো লাগে। এই ধরনের আর্ট গুলো একটু সময় দিয়ে করলে দেখতে বেশ ভালো লাগে। আপনি কালারফুল আর্ট শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে ফুলসহ কালারফুল আর্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
খুব সুন্দর গঠনমূলক উৎসাহ দেওয়ার জন্য ভালো লাগলো।
আপনার কালার ফুল আর্ট বেশ চমৎকার হয়েছে। আজকে আপনি ফুলসহ ফুলের টবের কালারিং আর্ট করেছেন। এই আর্টগুলো আমিও মাঝেমধ্যে করি। তবে এই আর্টগুলো সময় দিয়ে করলে দেখতে এমনি বেশ ভালো লাগে। কালারফুল আর্ট খুব সুন্দর করে ধাপে ধাপে উপস্থাপনা করেছেন আমাদের মাঝে তাই ধন্যবাদ আপনাকে।
আপনাকে অনেক ধন্যবাদ সময় দিয়ে দেখার জন্য।
ফুলসহ ফুলের টবের কালারিং আর্ট অসাধারণ হয়েছে দেখে মুগ্ধ হলাম। এতো সুন্দর চিত্র অংকন শেয়ার কারার জন্য অনেক ধন্যবাদ।
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।