আর্ট পোস্টঃ একটি সুন্দর ফুলের পেন্সিল আর্ট।
আসসালামু আলাইকুম/আদাব,
সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আমি উপস্থিত হয়েছি আপনাদের সাথে নতুন একটি ব্লগিং শেয়ার করার জন্য। আশা করি বন্ধুরা আপনারা সকলেই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় সৃষ্টিকর্তার অসীম রহমতে অনেক ভালো আছি। পরিবারকে নিয়ে সুস্থ আছি। আপনাদের দিনকাল কেমন যাচ্ছে। আশা করি সকলের দিনকাল ভালো যাচ্ছে। আজকে আমি যে পোস্ট আপনাদের সাথে শেয়ার করব তা হচ্ছে একটি ফুলের আর্ট পোস্ট। আপনারা নিশ্চয়ই জানেন পোস্টের ভিন্নতা আনার জন্য এখন আমি বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করার চেষ্টা করছি। আজকে আমি আবারো একটি ফুলের পেন্সিল আর্ট পোস্ট শেয়ার করব। আমার কাছে আর্ট করতে খুবই ভালো লাগে। কিন্তু সময় সল্পতার কারণে আসলে হয়ে উঠে না সবকিছু। তবে চেষ্টা করতেছি আপনাদের সবার কাছ থেকে অনুপ্রেরণা পেয়ে আজকে আবারো একটি ফুলের আর্ট শেয়ার করব। আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের আর্ট ভালো লাগবে।
আপনাদের একটি কথা না বললে নয়।সেটি হচ্ছে যে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কোন কিছুকে না পারা বলতে নেই। সবার মাধ্যমে এত কিছু ক্রিয়েটিভিটি দেখার সুযোগ হয়। দেখতে দেখতে এক সময় নিজেদের আয়ত্তে চলে আসে। এছাড়া এত বেশি অনুপ্রাণিত হই যে সেটা নিজেরাও করার জন্য চেষ্টা করি। সকল ইউজারের কাছ থেকে বেশ সুন্দর সুন্দর উৎসাহ পাই অনেক কিছু দেখে। তাই দেখে আমরা অনুপ্রাণিত হয়ে সে কাজগুলো করার জন্য আগ্রহ প্রকাশ করি। তবে তার মধ্যে উদাহরণস্বরূপ আমি হচ্ছি অন্যতম একজন। সবার আর্ট পোস্ট দেখে অনুপ্রাণিত হয়ে আমিও করার চেষ্টা করতেছি। আশা রাখছি আমার এই প্রেচেষ্টা চলতে থাকবে। তাহলে চলুন বন্ধুরা আমার আজকের আর্ট পোস্ট আপনাদেরকে শেয়ার করে নিচ্ছি।
আর্টের প্রয়োজনীয় উপকরণ সমূহঃ
ড্রয়িং পেপার/ খাতা।
পেন্সিল।
রাবার।
প্রথম ধাপঃ
প্রথমে প্রয়োজনীয় উপকরণ সমূহ সব উল্লেখ করেছি এবং নিয়ে দেখালাম। এখন সরাসরি আর্টের মূল পর্যায়ে চলে যাব। আর্ট করার জন্য পেন্সিলের সাহায্যে ছোট একটি ফুল এঁকে নিয়েছি।
দ্বিতীয় ধাপঃ
যেহেতু আমি একটি বড় আকারের গর্জিয়াস ফুল আঁকবো। সেই সাথে ফুলের লতা পাতা থাকবে এবং ফুলের কলি থাকবে। তাই এখন আমি আরো একটু অংশ এঁকে নিয়েছি।
তৃতীয় ধাপঃ
এই অংশে আমি ফুলের সাথে কিছু পাতাও এঁকে নিয়েছি। সে সাথে ফুলের প্রায় অর্ধেক অংশ এঁকে নিয়েছি।
চতুর্থ ধাপঃ
এ পর্যায়ে আমার আজকের ফুলের পেন্সিল আর্ট প্রায়ই শেষ। আমি ভালো করে ফুলের লতা পাতা এবং ফুল গুলোকে খুব সুন্দর করে পেন্সিলের সাহায্যে গাঢ় করে নিয়েছি।
উপস্থাপনা
যখন আমার আজকের আঁকা ফুলের আর্ট চূড়ান্তভাবে রেডি হয়ে যায়। তখন আমার একটি সাইন দিয়ে দিলাম পাশে। তো বন্ধুরা আশা করি আমার আজকের ফুলের আর্ট আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আমি চেষ্টা করেছি ভালো কিছু শেয়ার করার জন্য। কতটুকু পেরেছি সেটাই আমি জানিনা। হয়তো আপনাদের ফিডব্যাক এর মাধ্যমে বুঝতে পারব। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে এ প্রত্যাশা করছি। ধন্যবাদ সবাইকে।

ডিভাইসের নাম | Wiko,T3 |
---|---|
মডেল | W-V770 |
ফটোগ্রাফার | @samhunnahar |
ক্যাটাগরি | আর্ট পোস্ট |

আজ এখানে আমার লেখা সমাপ্তি করছি। আবার উপস্থিত হব নতুন কোন ব্লগ নিয়ে। সবাই সুস্থ থাকবেন আর ভাল থাকবেন।
💘ধন্যবাদ সবাইকে💘
আমার পরিচয়
আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার কাছে অনেক ভাল লাগে। আমি সব ধরনের ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি গান গাইতে এবং কবিতা আবৃত্তি করতে ভীষণ ভালবাসি। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।
চমৎকার আর্ট করেছেন আপু পেন্সিল আর্ট এর মাধ্যমে ফুলগুলোকে দারুন ভাবে ফুটিয়ে তুলেছেন আর এরই মাধ্যমে আপনি আপনার আর্ট করার দক্ষতা আমাদের মাঝে শেয়ার করলেন।
অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে আমার আর্ট ভালো লাগার জন্য।
https://steemit.com/hive-129948/@samhunnahar/548izd
আপু আমিও পেন্সিল আর্ট করতে খুবই ভালোবাসি কিন্তু আপনার মত এই সময়ের স্বল্পতার কারণে আসলে পেন্সিল আর্ট করতে পারিনা। আপনি বেশ সুন্দর একটি ফুলের পেন্সিল আর্ট করেছেন যা দেখতে অসাধারণ লাগছে। সুন্দর একটি আর্ট পোস্ট ধাপে ধাপে আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
একদম ঠিক বলছেন ভাইয়া সময় বের করে নিতে হয়।
পেন্সিল দিয়ে খুবই সুন্দর একটি ফুলের আর্ট করেছেন। অনেক ভালো লাগছে দেখতে। প্রত্যেকটা ধাপ খুব সহজভাবে উপস্থাপন করেছেন এবং সুন্দরভাবে বর্ণনা করেছেন। এক কথায় অসাধারণ ছিল আপু আর্ট টি।ধন্যবাদ সুন্দর একটি পেন্সিল ফুলের আর্ট শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ আপু আপনাকে খুব সুন্দর উৎসাহ দিলেন আমাকে।
বাহ! চমৎকার তো। শুধুমাত্র পেন্সিল দিয়েই চমৎকার ফুলের আর্ট করলেন। রঙ করলে তো আরও ভালো লাগতো। আপনি খুব সুন্দর করে দেখিয়েছেন আপু 🌼
অনেক ধন্যবাদ ভাইয়া।
বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে অসাধারণভাবে রুল পেন্সিল দিয়ে একটি সুন্দর ফুলের পেন্সিল আর্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তৈরি ফুলের পেন্সিল আর্ট দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। ধন্যবাদ আপু এত সুন্দর ভাবে ধৈর্য সহকারে ফুল তৈরি করে প্রতিটি স্টেপ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ আপনাকে মূল্যবান সময় দিয়ে আমার আর্ট পোস্ট দেখার জন্য।
অনেক সুন্দর ফুলের পেন্সিল আর্ট করেছেন। পেন্সিল আর্ট আমার অনেক বেশি ভালো লাগে। পেন্সিল দিয়ে যেকোনো রকমের আর্ট করলে তা এমনিতেই অনেক সুন্দর হয়। ফুল গুলো অনেক নিখুঁতভাবে অঙ্কন করেছেন আপনি। নিশ্চয়ই অনেক সময় লেগে গিয়েছিল এই পেন্সিল আর্ট টা অঙ্কন করতে। আপনার দক্ষতা মূলক কাজের প্রশংসা না করে সত্যি থাকতে পারলাম না।
অনেক অনুপ্রেরণা দিলেন খুশি হলাম ধন্যবাদ।
পোস্টের ভিন্নতা আনতে আমাদের সবারই উচিত এক এক সময় একেক ধরনের পোস্ট করা । আর আপনি নিয়মিত সেটাই করেন যেটা দেখে ভালো লাগে । আর আর্ট করতে আমারও খুব ভালো লাগে কিন্তু আসলেই সময় স্বল্পতার কারণে আমাদের আর্ট করতে বসা তেমন একটা হয়ে ওঠেনা । আপনার আর্টটি কিন্তু আপু অনেক সুন্দর হয়েছে পেন্সিল আর্ট হলে কি হবে দারুন ফুটেছে জিনিসটা ।
একদম আপু আসলে আর্ট করতে একটা আলাদা সময়ের দরকার হয়। তো ভালো লাগলো সময় দিয়ে আমার পোস্ট টি দেখলেন।
যাক আপনি সুস্থ আছেন জেনে ভীষণ ভালো লাগলো এবং আজকে আপনি আপনার আমাদের মাঝে একটি ফুলের আর্ট করবেন। জেনেভিশন খুশি হলাম। আপনি যদি একটু কালার কম্বিনেশন করতেন। দারুন ভাবে ফুটে উঠত তথাপি আপনি প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করলেন। অনেক সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন ভীষণ ভালো লাগলো। আপনার কাজগুলি বরাবরের মতোই ভীষণ ভালো লাগতেছে।
হ্যাঁ ভাইয়া কালার কম্বিনেশন করলে আরো ভালো লাগে। অনেক ধন্যবাদ আপনাকে।
পেন্সিল দিয়ে যে কোন রকমের আর্ট করলে, তা এমনিতেই অনেক বেশি সুন্দর হয়। আপনি তো দেখছি অনেক সুন্দর করে পুরো খাতা ভর্তি ফুলের আর্ট করে ফেলেছেন পেন্সিল দিয়ে। আপনার আর্ট টি আমি যত দেখছিলাম, ততই একেবারে হারিয়ে যাচ্ছিলাম আর্টের মাঝে। পুরোটা এত বেশি সুন্দর ছিল যে, সত্যি কি বলে প্রশংসা করব এটা বুঝতে পারছি না।
অনেক ভালো লাগলো আপু আপনার যেহেতু ভালো লেগেছে জানতে পেরে ভীষণ খুশি হলাম।