চাঁদনী রাতের রোমান্টিক দৃশ্য || ডিজিটাল আর্ট (19)|| ১০% for @shy-fox
হ্যল্লো বন্ধুরা
হ্যল্লো বন্ধুরা
আসসালামু আলাইকুম \ আদাব
May / 01 / 2022
- Mobile
- PixelLab আ্যাপস
- Pixabay এখান থেকে ফ্রী png images নিয়েছি
- প্রথমে আমি PixelLab অ্যাপস চালু করি, এরপর crop অপশনে ক্লিক করি এবং সেখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড তৈরি করি, এবং সেটির সাইজ দেই 3:4 পিক্সেল।
- এরপরপ আমি colors অপশনে ক্লিক করে নীল এবং হালকা নীল কালার সেলেট করে নিলাম।
- এরপর নিচের অংশে brush দিয়ে কালো করে নিলাম।
![]() | ![]() |
---|
- এরপর আমি shapes অপশনের মাধ্যমে মিষ্টি একটি চাদ আর্ট করে নিলাম।
![]() | ![]() |
---|
![]() | ![]() |
---|
- এরপর আমি গ্যালারি থেকে একটি গাছের png যুক্ত করে নিলাম।
![]() | ![]() |
---|
- এরপর আমি কাপলের png যুক্ত করে নিলাম এবং কালো অংশে ঘাস আর্ট করে নিলাম।
![]() | ![]() |
---|
- এরপর আমি shapes এর মাধ্যমে আকাশে কয়েকটি আর্ট করে নিলাম।
- আমার ডিজিটাল আর্টি হয়ে গেলে আমি আর্টির নিচে স্বাক্ষর হিসেবে আমি আমার ইউজার আইডির নাম উল্লেখ করি, এবং আর্টি save করে নিলাম।
💞খোদা হাফেজ 💞
💞খোদা হাফেজ 💞
আমি রুবাইয়াত হাসান হৃদয়, আমি বাংলাদেশে বসবাস করি, বাংলা আমার মাতৃভাষা, আমি একজন ছাত্র এবং এর পাশাপাশি আমি আমার বাংলা ব্লগ কমিউনিটির নিয়মিত একজন সদস্য, আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করতে পেরে সত্যি আমি অনেক গর্বিত, কারণ আমি এখনে আমার জ্ঞান, অভিজ্ঞতা এবং সৃজনশীলতা প্রকাশ করতে পারি, আমার আগ্রহ, আমি ট্রাভেল, ফটোগ্রাফি, অঙ্কণ, রেসিপি এবং DIY পোস্ট করতে অনেক ভালোবাসি, এবং এটা মন দিয়ে মানি মানুষ মানুষের জন্য।
Best Regards:-
@rubayat02
চাঁদনী রাতের রোমান্টিক দৃশ্য বাহ্ দারুন হয়েছে। এধরনের আর্ট দেখে আমার ভীষণ ভালো লাগে। নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করেছেন। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।
বাহ আপনি খুব সুন্দর ভাবে চাঁদনী রাতে রোমান্টিক দৃশ্য ডিজিটাল আর্ট এর মাধ্যমে করেছেন। মনে হচ্ছে দু'জন মানুষ দোলনাতে দুলছে। চাঁদনিরাত উপভোগ করছে পরিবেশটা খুবই রোমান্টিক লাগছে। অনেক ভাল লেগেছে আপনার জিনিসটা দেখে।
আপনি খুব সুন্দর ভাবে চাঁদনী রাতের একটি ডিজিটাল আর্ট করেছেন। দেখতে অসম্ভব সুন্দর লাগছে। বিশেষ করে আকাশটি বেশ উজ্জ্বল এবং অসাধারণ লাগছে দেখতে। আমার কাছে বেশ ভাল লেগেছে আপনার এই ডিজিটাল আর্ট টি। শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
আপনি যে ডিজিটাল আর্ট করতে পছন্দ করেন সেটা আমরা সবাই জানি। এই জন্যই তো আমরা মাঝে মাঝে সুন্দর সুন্দর ডিজিটাল আর্ট দেখতে পাই। আর এরকম একটি রোমান্টিক দৃশ্য দেখতে ভালোই লাগে। আহারে এরকম একটি ঘটনা যদি বাস্তবে আমার সাথে ঘটতো তাহলে কত ভালই না হতো একটু দোল খেতে পারতাম। খুব ভালো লাগলো ভাই আপনার চাঁদনী রাতের রোমান্টিক দৃশ্যটি।
ভাইয়া আপনার চাঁদনী রাতের রোমান্টিক দৃশ্যের ডিজিটাল আর্টটি সত্যিই চমৎকার হয়েছে। ডিজিটাল আর্ট করতে আপনি ভালোবাসেন জেনে বেশ ভাল লাগল। আর রোমান্টিক দৃশ্য আপনার আর্ট করতে আপনার যেমন ভালো লাগে আমাদেরও দেখতেও তেমনি ভালো লাগে ।খুবই চমৎকার ভাবে চাঁদনী রাতের রোমান্টিক দৃশ্য টি আপনি ডিজিটাল আর্ট করেছেন আমার কাছে তো বেশ ভাল লেগেছে ।ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।
আপনি চাঁদনী রাতের রোমান্টিক দৃশ্যটি অসাধারণ ভাবে অংকন করেছেন। দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনি খুবই সুন্দর ভাবে এটা উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের ডিজিটাল আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপনি খুবই চমৎকার ভাবে চাঁদনী রাতের অনেক চমৎকার একটি ডিজিটাল অংকন আমাদের মাঝে শেয়ার করেছেন আপনার অঙ্কিত রোমান্টিক দৃশ্য দেখে সত্যিই খুবই রোমান্টিক হয়ে গেলাম হা হা হা। যাই হোক ধন্যবাদ আপনাকে এত চমৎকার একটি রোমান্টিক অংকন শেয়ার করার জন্য।
চাঁদনী রাতের খুবই সুন্দর একটি দৃশ্য প্রস্তুত করেছেন আমার কাছে খুবই ভালো লেগেছে আসলে এরকম প্রকৃতির মাঝে কিছু সময় অতিবাহিত করা ভাগ্যের ব্যাপার সুন্দর উপস্থাপনা করেছেন শুভকামনা রইল আপনার জন্য
চাঁদনী রাতের খুবই চমৎকার রোমান্টিক একটি ডিজিটাল আর্ট আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। দোলনায় বসে থেকে দুজনের দোল খাবার মুহূর্তটি খুবই ভালো লাগছে দেখতে। এছাড়াও আকাশে অনেক তারাও দিয়েছেন সাথে চমৎকার একটি চাঁদ।