DIY" রঙিন কাগজ দিয়ে বিচ্ছুর অরিগামি তৈরি || ১০% বেনিফিশিয়ারি প্রিয় @shy-fox এর জন্য
হ্যাল্লো বন্ধুরা
হ্যাল্লো বন্ধুরা
আসসালামু আলাইকুম \ আদাব
May / 17 / 2022
- একটি লাল কালারের রঙিন কাগজ
- প্রথমে আমি রঙিন কাগজটি চারি টিক দিয়ে সমান করে কেটে নিলাম।
- এখন আমি ভাজ করা শুরু করবো তাই প্রথমে আমি মাখ বরাবর ভাজ করে নিলাম এবং নিচের দিকেও ভাজ করে নিলাম।
- এরপরে আমি উপরের দিকে একটু ভাজ করে নিলাম এবং মাঝ দিয়ে একটি ভাজ করে নিলাম
- এরপর আমি আরও কয়েকটি ভাজ করে নিলাম
- ধিরে ধিরে আমার বিচ্ছু তৈরির কাজ অর্ধেক পর্যন্ত হয়ে গেলো।
- অলরেডি বিচ্ছুর মাথার অংশটুকু তৈরি হয়ে গেছে।
- এরপরে আমি বিচ্ছুর পিছনের অংশটুকু তৈরি করে নিলাম, আমি বিচ্ছু তৈরি করা হয়ে গিয়েছে।
- বিচ্ছু তৈরি করা হয়ে গেলে স্বাক্ষর হিসেবে আমি আমার ইউজার আইডির নাম পিষ্টাটির মাঝে উল্লেখ করি।
💞-খোদা হাফেজ-💞
💞-খোদা হাফেজ-💞
আমি রুবাইয়াত হাসান হৃদয়, আমি বাংলাদেশে বসবাস করি, বাংলা আমার মাতৃভাষা, আমি একজন ছাত্র এবং এর পাশাপাশি আমি আমার বাংলা ব্লগ কমিউনিটির নিয়মিত একজন সদস্য, আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করতে পেরে সত্যি আমি অনেক গর্বিত, কারণ আমি এখনে আমার জ্ঞান, অভিজ্ঞতা এবং সৃজনশীলতা প্রকাশ করতে পারি, আমার আগ্রহ, আমি ট্রাভেল, ফটোগ্রাফি, অঙ্কণ, রেসিপি এবং DIY পোস্ট করতে অনেক ভালোবাসি, এবং এটা মন দিয়ে মানি মানুষ মানুষের জন্য।
Best Regards:-
@rubayat02
ওরে বাবা দেখেই তো ভয় করছে। এটা অনেক বার দেখেছি তবে কখনো এর কামড় খাইনি। বিচ্ছুর অরিগ্যামিটা টা দারুণ তৈরি করেছেন। একেবারে ইউনিক ছিল। এবং একেবারে অবিকল বিচ্ছুর মতো লাগছে। অনেক সুন্দর একটি অরিগ্যামি ছিল।।
আগেই বলেছি ভাইয়া আমার বিচ্ছুটি অনেক কিউট কাউকে কামড় দিবে না, আপনার মন্তব্যটি আমার খুবই ভালো লেগেছে শুভকামনা রইলো আপনার জন্য ভাইয়া।
https://twitter.com/Rubaiyathasan02/status/1526529624540577792?s=20&t=68EqewKV5UGMbPBX4-yLcw
রঙ্গিন কাগজ দিয়ে আপনি খুবই চমৎকার ভাবে একটি বিচ্ছু তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন । বিশেষ করে আপনি লাল রঙ্গে রঙ্গিন কাগজ ব্যবহার করেছেন বলে দেখতে অনেক আকর্ষণীয় মনে হচ্ছে সব মিলিয়ে দারুন একটি পোস্ট করেছেন ভাই শুভেচ্ছা রইল আপনার জন্য।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ, সুন্দর মতামতের জন্য।
রঙিন কাগজ দিয়ে বিচ্ছুর অরিগামি তৈরি দেখতে অসাধারণ হয়েছে। দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম এবং ধাপগুলো আপনি খুবই সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।
আপনার রঙিন কাগজের বিছুটি দেখে তো রীতিমত ভয় পেয়ে গেছি। সুন্দর করে একটা রঙিন কাগজের অরিগ্যামি তৈরি করেছেন। এবং দেখতে বেশ দারুন লাগছে। আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা।
এভাবেই পাশে তাকিয়েন ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ
কি দারুন আইডিয়া ভাইয়া আপনার। আপনার প্রতিটি পোস্ট আমি দেখি। আমার কাছে আপনার প্রতিটি পোস্ট অসম্ভব ভালো লাগে। শুরু থেকে শেষ পর্যন্ত রঙিন কাগজ দিয়ে আপনি অনেক সুন্দর তৈরি করেছেন ভাইয়া। আমার কাছে দেখতে অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ আপনাকে ভাইয়া রঙিন কাগজের বিচ্ছু শেয়ার করার জন্য।
রঙিন কাগজ দিয়ে তৈরি আপনার বিচ্ছুর অরিগামি টি বেশ চমৎকার হয়েছে। রঙিন কাগজ দিয়ে বিভিন্ন ধরনের জিনিস বানাতে আমার কাছে বেশ ভাল লাগে ।আবার অনেকে যখন বানায় সেগুলো দেখতেও বেশ ভালো লাগে ।আপনার বিচ্ছুর কাগজের কালার টি বেশ চমৎকার হয়েছে ।যার জন্য বিচ্ছুটি অনেক বেশি আকর্ষণীয় দেখাচ্ছে ।ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আপনাদের ভালো পেয়েই এতো দূর আসতে পেরেছে, আপনার জন্য অনেক শুভকামনা রইল আপু মনি।
রঙিন কাগজের কাজ যতই দেখি ততই মুগ্ধ হই। কেননা নিত্যনতুন কাজ দেখতে পাচ্ছি একের পর এক। ধন্যবাদ আপনাকে রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি বিচ্চু আমাদের সাথে তুলে ধরার জন্য।
আপনি যে বিচ্ছুটি তৈরি করেছেন আসলে বিছুটি দেখতে অনেক কিউট। তবে আপনি কিভাবে বুঝলেন বিচ্ছুটি কাউকে কিছু করবে না? যাইহোক অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে রঙিন কাগজ দিয়ে একটি বিষাক্ত ভয়ঙ্কর বিচ্ছু তৈরি করে শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাইয়া গঠন মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।
রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর বিচ্ছুর অরিগামি তৈরি করেছেন দেখতে অনেক সুন্দর লাগছে। যদিও কাগজের ভাঁজগুলো দেওয়া একটু কষ্টকর তবে আপনি সহজ ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ভাইয়া।