আর্ট পোস্ট: একটি রিকশার ছবি আর্ট
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
সোমবার,১৮ডিসেম্বর ২০২৩ ইং
আর্ট করার জন্য প্রয়োজনীয় উপকরণ
একটি খাতা |
---|
একটি রাবার |
জ্যামিতি বক্সের একটি কাটার |
একটি রুল |
কার্যপ্রণালী
ধাপ-১: প্রথমে আমরা দুটি ছোট বৃত্ত একে নিয়েছি, তারপর বৃত্ত গুলোকে একটু মোটা করে নিয়েছি। এর পর একটি বৃত্তের উপরে বসার সীট একে নিয়েছি।
![]() | ![]() |
---|
ধাপ-২: তারপর বসার সিটের উপরের চালা টা একে নিয়েছি। এরপর সামনের বৃত্তের সাথে একটি লম্বা দাগ টেনে নিয়েছি, এবং সামনের বৃত্তের উপরে হ্যান্ডেলের নিচের অংশ টুকু একে নিয়েছি।
![]() | ![]() |
---|
ধাপ-৩: তারপর পিছনের বসার জায়গার একটু সামনে,ছোট করে একটি সীট একে নিয়ে নিলাম,যেখানে বসে রিকশা চালক রিকশা চালায়।সীট থেকে সামনের হ্যান্ডেল পর্যন্ত একটি লম্বা দাড়ি একে নিয়ে নিলাম। তারপর সামনের হ্যান্ডেলটি সুন্দর ভাবে একে নিলাম।
![]() | ![]() |
---|
ধাপ -৪: তারপর রিকশার চাকার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য চাকার মধ্যে স্পোক এঁকে নিয়ে নিলাম এবং সামনের চাকার একদম সামনের দিকে একটি ঝুড়ি একে নিলাম, এতে করে রিকশার সৌন্দর্য আরো বেশি বৃদ্ধি পেয়েছে। তারপর রিকশার পিছনের সিটের উপরের চালা টির সৌন্দর্য বৃদ্ধি করলাম।
![]() | ![]() |
---|
ধাপ-৫: এরপর পিছনের সিটের সাইট গুলো রুল দিয়ে রং করে নিয়ে নিলাম,এতে করে রিকশার সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। এরপর রিকশার পিছনের সিটের উপরের চালাটি আরো সুন্দর ভাবে সাজিয়ে একে নিলাম।
![]() | ![]() |
---|
অবশেষে আমাদের রিকশা আকার কাজ শেষ হয়ে যায়, এখন রিকশা টি দেখতে অনেক বেশি ভালো লাগছে।
সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
Device | Redmi 10C |
---|---|
Camera | 48 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
আসলে এই ধরনের আর্ট করতে বেশ সময় এবং দক্ষতার প্রয়োজন হয়ে থাকে। আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত চমৎকার ভাবে ফুলের রিকশার ছবি আর্ট করেছেন। আপনার আর্ট খুবই নিখুঁত হয়েছে। এত চমৎকার আর্ট করার প্রক্রিয়া আমাদের মাঝে সুন্দর করে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
চেষ্টা করেছি সুন্দর করে আর্ট করার জন্য। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে।
আর্টটি সম্পন্ন করতে আপনি ভালই চেষ্টা করেছেন। খুব ভালো উপস্থাপনাও করেছেন আপনি। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি কাজ আমাদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য। শুভকামনা রইল ভাইয়া।
জি আপু আপনাকে ও ধন্যবাদ।
বাহ্ আপনি তো দারুণ আর্ট করতে পারেন।আপনার আর্ট টি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। অসাধারণ হয়েছে রিকশার আর্ট টি।আপনি আর্টের ধাপ গুলো সুন্দর ভাবে তুলে ধরছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।
আমার আর্টটি আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।
খুবই চমৎকারভাবে আপনি আমাদের মাঝে একটা রিকশার অঙ্কন করে শেয়ার করেছেন দেখি আমি মুগ্ধ হয়ে গেলাম। যদিও এ ধরনের অংকন করতে অনেক বেশি সময় এবং ধৈর্যের প্রয়োজন হয় তবে সময় নিয়ে অঙ্কন করলে দেখতে অনেক বেশি সুন্দর দেখায়। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা অঙ্কন আমাদের মাঝে তুলে ধরার জন্য।
জি ভাইয়া এধরনের আর্ট করতে একটু বেশি সময় লাগে।
বাহ অসাধারণ একটি চিত্র প্রস্তুত করেছেন তো ভাইয়া।
দেখে সত্যি একদম মুগ্ধ হয়ে গেলাম।
রিক্সাটি অসাধারণ দেখাচ্ছে বিশেষ করে কালার করলে দেখতে আরো বেশি সুন্দর দেখাতো।
চিত্রপুস্ততদের ধাপ গুলো অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য।
একদম অসাধারণ একটি আর্ট তৈরি করে ফেলেছেন৷ এই সুন্দর আর্ট দেখতে পেরে খুবই ভালো লাগলো৷ এই রিক্সার আর্টটি তৈরি করতে আপনি অনেক কষ্ট করেছেন এবং অনেক সময় দিয়েছেন যা আপনার এই আর্ট তৈরির ধাপগুলো দেখে বোঝা যাচ্ছে৷ এটি তৈরি করার মাধ্যমে আপনি আপনার প্রতিভাকেও তুলে ধরেছেন৷
আপনি তো দেখছি ভাই দারুন আর্ট করতে পারেন। আজকে একটি রিক্সার ছবি আর্ট করেছেন এবং আমার কাছে ভীষণ ভালো লাগলো। আপনি যদি বিভিন্ন কালার পেন্সিল দিয়ে করতেন আরো চমৎকারভাবে ফুটে উঠতো তথাপি আপনার এটা ভীষণ ভালো ছিল। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভেচ্ছা রইল।
খুব সুন্দর একটি রিক্সার ছবি আর্ট করেছেন। দেখতে খুবই সুন্দর লাগছে । পেন্সিল আর্ট গুলো করতে অনেক ধৈর্য ও সময়ের প্রয়োজন হয় । আপনি খুব নিখুঁতভাবে রিকশার আটটি সম্পন্ন করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন ।সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
আপনাকে ও অনেক ধন্যবাদ আপু।
পেন্সিল দিয়ে খুব সুন্দর একটি রিক্সা আর্ট করেছেন আপনি। আপনার আর্ট করার রিক্সাটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ধন্যবাদ সুন্দর একটি রিক্সার আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ওয়াও এত সুন্দর আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনি রিক্সার খুব সুন্দর পেন্সিল আর্ট শেয়ার করেছেন। পেন্সিল আর্ট সবসময়ই ভালো লাগে কিন্তু এত সুন্দর আর্ট দেখা হয়নি। আপনি খুবই ইউনিক আর্ট শেয়ার করেছেন। ধন্যবাদ এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।