আর্ট পোস্ট: একটি রিকশার ছবি আর্ট

in আমার বাংলা ব্লগlast year

আমি @riyadx2 বাংলাদেশ থেকে
সোমবার,১৮ডিসেম্বর ২০২৩ ইং

হ্যালো বন্ধুরা আসসালামুয়ালাইকুম, এবং হিন্দু ভাইদের কে আদাব।আমার বাংলা ব্লগ এর সবাই কেমন আছেন, আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের ন্যায় আজকে ও আপনাদের কে একটি রিকশার আর্ট করে দেখাবো। আশাকরি আপনাদের প্রত্যেকের অনেক বেশি ভালো লাগবে।তো চলুন এবার শুরু করা যাক।

IMG_20231212_110812.jpg

আর্ট করার জন্য প্রয়োজনীয় উপকরণ


একটি খাতা
একটি রাবার
জ্যামিতি বক্সের একটি কাটার
একটি রুল

কার্যপ্রণালী


ধাপ-১: প্রথমে আমরা দুটি ছোট বৃত্ত একে নিয়েছি, তারপর বৃত্ত গুলোকে একটু মোটা করে নিয়েছি। এর পর একটি বৃত্তের উপরে বসার সীট একে নিয়েছি।

IMG_20231211_172105.jpgIMG_20231211_171705.jpg

ধাপ-২: তারপর বসার সিটের উপরের চালা টা একে নিয়েছি। এরপর সামনের বৃত্তের সাথে একটি লম্বা দাগ টেনে নিয়েছি, এবং সামনের বৃত্তের উপরে হ্যান্ডেলের নিচের অংশ টুকু একে নিয়েছি।

IMG_20231211_172713.jpgIMG_20231211_172713.jpg

ধাপ-৩: তারপর পিছনের বসার জায়গার একটু সামনে,ছোট করে একটি সীট একে নিয়ে নিলাম,যেখানে বসে রিকশা চালক রিকশা চালায়।সীট থেকে সামনের হ্যান্ডেল পর্যন্ত একটি লম্বা দাড়ি একে নিয়ে নিলাম। তারপর সামনের হ্যান্ডেলটি সুন্দর ভাবে একে নিলাম।

IMG_20231211_174649.jpgIMG_20231211_173257.jpg

ধাপ -৪: তারপর রিকশার চাকার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য চাকার মধ্যে স্পোক এঁকে নিয়ে নিলাম এবং সামনের চাকার একদম সামনের দিকে একটি ঝুড়ি একে নিলাম, এতে করে রিকশার সৌন্দর্য আরো বেশি বৃদ্ধি পেয়েছে। তারপর রিকশার পিছনের সিটের উপরের চালা টির সৌন্দর্য বৃদ্ধি করলাম।

IMG_20231211_181740.jpgIMG_20231211_182320.jpg

ধাপ-৫: এরপর পিছনের সিটের সাইট গুলো রুল দিয়ে রং করে নিয়ে নিলাম,এতে করে রিকশার সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। এরপর রিকশার পিছনের সিটের উপরের চালাটি আরো সুন্দর ভাবে সাজিয়ে একে নিলাম।

IMG_20231218_223131.jpgIMG_20231211_185233.jpg

অবশেষে আমাদের রিকশা আকার কাজ শেষ হয়ে যায়, এখন রিকশা টি দেখতে অনেক বেশি ভালো লাগছে।

IMG_20231212_110812.jpg

সবাই কে অনেক অনেক ধন্যবাদ।

DeviceRedmi 10C
Camera48 MP
CountyBangladesh
LocationRangpur, Bangladesh

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8BvpsRSMFKFjeeSz2YX4EJkFwTK1kq6Sy1S2XMQvyD9844aRQN2CqfJ9kk2cT...GiLK7DHKz6epvyUuC6hxdxYr5r36CJn5ZxajfbWg51cD49p89m6ywUswoxgJgf9ix3UN3613yDUkdpHeVt8JP4hiBWs9WrGhS9CRs67JKm47Hfp54CJ8ZMHXhY.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPoebtTdJ6J1evF4qbT2HWFB5daXTAgPdHqovVNb8Y2nHUPjRPf5HAh5da1hjg...xKQqoHbqCnU57mhtBtdrAHjG2nVXZ1p4uRspZRehZTJa3SEAy9HnYQ4nt5Wa4CaZ51gxygaP3itfWggBbZ9gWCCf9fci7LntH7RC2oN7LX5UsxuhLnb9kQHdCA.png

Vote@bangla.witness as witness

54TLbcUcnRm3sWQK3HKkuAMedF1JSX7yKgEqYjnyTKPwrcNLMcZnLnFrW5PDaQKxbWWqwrRezSAe39S7RTiEk7NCzgzD1reVavwZGUMbjasjujy1CQqSedvtuVGKXod3vcdSqiXp2.png

Or

Set@rme as your proxy

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WEX4nZPQpSChVhr5YUqUeT6qhYr1L6PMHKqtRnepY2a8e1tqsDtWfr4V8KDGvJtydqvz4V68PMUyu9EWpez2.png


আমার সংক্ষিপ্ত পরিচিতি

1699613681956.jpg

আমি একজন বাংলাদেশের নাগরিক। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি এবং আমার মাতৃভাষা বাংলা। আমি একজন ছাত্র, আমি আসন্ন এইচএসসি সমমান পরীক্ষা শেষ করলাম। আমি পড়ালেখা করার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমার বাড়ি বাংলাদেশের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের তিন নং ওয়ার্ড।
Sort:  
 last year 

আসলে এই ধরনের আর্ট করতে বেশ সময় এবং দক্ষতার প্রয়োজন হয়ে থাকে। আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত চমৎকার ভাবে ফুলের রিকশার ছবি আর্ট করেছেন। আপনার আর্ট খুবই নিখুঁত হয়েছে। এত চমৎকার আর্ট করার প্রক্রিয়া আমাদের মাঝে সুন্দর করে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last year 

চেষ্টা করেছি সুন্দর করে আর্ট করার জন্য। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 last year 

আর্টটি সম্পন্ন করতে আপনি ভালই চেষ্টা করেছেন। খুব ভালো উপস্থাপনাও করেছেন আপনি। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি কাজ আমাদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য। শুভকামনা রইল ভাইয়া।

 last year 

জি আপু আপনাকে ও ধন্যবাদ।

 last year 

বাহ্ আপনি তো দারুণ আর্ট করতে পারেন।আপনার আর্ট টি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। অসাধারণ হয়েছে রিকশার আর্ট টি।আপনি আর্টের ধাপ গুলো সুন্দর ভাবে তুলে ধরছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

আমার আর্টটি আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 last year 

খুবই চমৎকারভাবে আপনি আমাদের মাঝে একটা রিকশার অঙ্কন করে শেয়ার করেছেন দেখি আমি মুগ্ধ হয়ে গেলাম। যদিও এ ধরনের অংকন করতে অনেক বেশি সময় এবং ধৈর্যের প্রয়োজন হয় তবে সময় নিয়ে অঙ্কন করলে দেখতে অনেক বেশি সুন্দর দেখায়। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা অঙ্কন আমাদের মাঝে তুলে ধরার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

জি ভাইয়া এধরনের আর্ট করতে একটু বেশি সময় লাগে।

 last year 

বাহ অসাধারণ একটি চিত্র প্রস্তুত করেছেন তো ভাইয়া।
দেখে সত্যি একদম মুগ্ধ হয়ে গেলাম।
রিক্সাটি অসাধারণ দেখাচ্ছে বিশেষ করে কালার করলে দেখতে আরো বেশি সুন্দর দেখাতো।
চিত্রপুস্ততদের ধাপ গুলো অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

একদম অসাধারণ একটি আর্ট তৈরি করে ফেলেছেন৷ এই সুন্দর আর্ট দেখতে পেরে খুবই ভালো লাগলো৷ এই রিক্সার আর্টটি তৈরি করতে আপনি অনেক কষ্ট করেছেন এবং অনেক সময় দিয়েছেন যা আপনার এই আর্ট তৈরির ধাপগুলো দেখে বোঝা যাচ্ছে৷ এটি তৈরি করার মাধ্যমে আপনি আপনার প্রতিভাকেও তুলে ধরেছেন৷

 last year 

আপনি তো দেখছি ভাই দারুন আর্ট করতে পারেন। আজকে একটি রিক্সার ছবি আর্ট করেছেন এবং আমার কাছে ভীষণ ভালো লাগলো। আপনি যদি বিভিন্ন কালার পেন্সিল দিয়ে করতেন আরো চমৎকারভাবে ফুটে উঠতো তথাপি আপনার এটা ভীষণ ভালো ছিল। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভেচ্ছা রইল।

Posted using SteemPro Mobile

 last year 

খুব সুন্দর একটি রিক্সার ছবি আর্ট করেছেন। দেখতে খুবই সুন্দর লাগছে । পেন্সিল আর্ট গুলো করতে অনেক ধৈর্য ও সময়ের প্রয়োজন হয় । আপনি খুব নিখুঁতভাবে রিকশার আটটি সম্পন্ন করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন ।সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 last year 

আপনাকে ও অনেক ধন্যবাদ আপু।

 last year 

পেন্সিল দিয়ে খুব সুন্দর একটি রিক্সা আর্ট করেছেন আপনি। আপনার আর্ট করার রিক্সাটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ধন্যবাদ সুন্দর একটি রিক্সার আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

ওয়াও এত সুন্দর আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনি রিক্সার খুব সুন্দর পেন্সিল আর্ট শেয়ার করেছেন। পেন্সিল আর্ট সবসময়ই ভালো লাগে কিন্তু এত সুন্দর আর্ট দেখা হয়নি। আপনি খুবই ইউনিক আর্ট শেয়ার করেছেন। ধন্যবাদ এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।