টিউলিপ ফুলের পেইন্টিং||

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

||আজ-২২ই,জ্যৈষ্ঠ||১৪৩০ বঙ্গাব্দ,গ্রীষ্মকাল||



হ্যালো বন্ধুরা,

আমি @rahnumanurdisha বাংলাদেশ থেকে। কেমন আছেন আমার বাংলা ব্লগ এর সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশি বন্ধুরা?কেমন আছেন সবাই?আশা করছি সকলেই অনেক ভালো আছেন।আমিও ভালো আছি আপনাদের দোয়ায়।আমার পেইন্টিং করতে বেশ ভালোই লাগে।তাই আজকে আমি আপনাদের মাঝে একটি পেইন্টিং নিয়ে উপস্থিত হয়েছি।এটি আমার ষষ্ঠ পেইন্টিং স্টিমিটে শেয়ার করা।আমি খুব ভালো পেইন্টিং করতে পারিনা।তারপরেও পোস্টে ভিন্নতা আনতে আজকের এই পেইন্টিং টি করার চেষ্টা করেছি।এসকল পেইন্টিং করতে বেশ সময় এবং ধৈর্য্যর প্রয়োজন হয়।আমি পেইন্টিং টি অনেকটা সময় হাতে নিয়েই করেছিলাম,আপনাদের হয়তো ভালো লাগবে আমার আজকের পেইন্টিং।যদি আপনাদের ভালো লাগে, তবেই তো আমার কাজের সার্থকতা।আমি টিউলিপ ফুলের পেইন্টিংটি যেভাবে করেছি,আপনাদের মাঝে ধাপগুলো নিম্নে তুলে ধরার চেষ্টা করছি।

টিউলিপ ফুলের পেইন্টিং

IMG20230605200546.jpg

উপকরণসমূহ-

  • কাগজ
  • পোস্টার রঙ
  • তুলি

IMG20230605200532.jpg

ধাপ-১

প্রথমে আমি কাগজের রঙ দিয়ে ফোঁটা দিয়ে নিয়েছি।এখানে আমি সাদা, নীল রঙ ব্যাবহার করেছি ফোঁটা দিতে।তারপর তুলি এবং পানি ব্যবহার করে রঙ ভালোভাবে মিশিয়ে দিয়েছি পুরো কাগজে।

IMG20230605193243.jpg

IMG20230605193259.jpg

IMG20230605193348.jpg

IMG20230605193352.jpg

IMG20230605193516.jpg

IMG20230605193824.jpg

ধাপ-২

এবার নিচে সবুজ রঙের সাহায্যে গাছ এঁকে নিয়েছি।

IMG20230605193931.jpg

IMG20230605193951.jpg

IMG20230605194033.jpg

IMG20230605194141.jpg

IMG20230605194223.jpg

IMG20230605194326.jpg

IMG20230605194330.jpg

IMG20230605194412.jpg

IMG20230605194426.jpg

ধাপ-৩

এবার হলুদ রঙ,সবুজ রঙ করা গাছের উপর দিয়ে দিয়েছি।

IMG20230605194646.jpg

IMG20230605194819.jpg

IMG20230605194827.jpg

IMG20230605195044.jpg

ধাপ-৪

এবার ফুলগুলো এঁকে নিয়েছি।লাল সাদা রঙ মিলিয়ে গোলাপী রঙ এর ফুল করেছি।সাদা রঙের ফোঁটা দিয়ে নিয়েছি পুরো পেইন্টিং এ নির্দিষ্ট দুরত্বে।

IMG20230605195355.jpg

IMG20230605195552.jpg

IMG20230605200021.jpg

IMG20230605200436.jpg

ধাপ-৫

এবার চাঁদ এঁকে নিয়েছি এবং আমার পেইন্টিং সম্পন্ন করেছি।

IMG20230605200445.jpg

IMG20230605200540.jpg

IMG20230605200543.jpg

IMG20230605200545.jpg

IMG20230605200546.jpg

পেইন্টিংটি ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইসরিয়েলমি ফাইভ আই
ফটোগ্রাফার এবং আর্টিস্ট@rahnumanurdisha
লোকেশনসুলতানপুর,রাজবাড়ি
আজকের মতো এখানেই শেষ করছি।আমার শেয়ার করা পেইন্টিংটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন বন্ধুরা। আবার নতুন কোনো পেইন্টিং নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে হাজির হবো।সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।আর অবশ্যই সতর্কতার সাথে চলাচল করবেন।


ধন্যবাদ সবাইকে

Amar_Bangla_Blog_logo.jpg

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

VOTE @bangla.witness as witness


witness_vote.png

❤️আল্লাহ হাফেজ❤️

Sort:  
 2 years ago 

অসাধারণ হয়েছে আপনার টিউলিপ ফুলের পেইন্টিং।কয়েকটি রং ব্যবহার করে খুবই সুন্দর একটি পেইন্টিং আমাদের উপহার দিয়েছেন।আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু আগামী দিনের জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য।

 2 years ago 

খুবই সুন্দর ফুলের পেইন্টিং করেছেন।এই পেইন্টিং দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। আসলে ফুলের পেইন্টিং গুলো আমার অনেক বেশি ভালো লাগে।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

খুব সুন্দর ফুলের পেইন্টিং করেছেন। টিউলিপ ফুলের পেইন্টিং দেখে খুব ভালো লাগলো। পেইন্টিং করার দক্ষতা সত্যি আপনার খুব অসাধারণ। পেইন্টিং করার প্রক্রিয়া সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আসলে ফুলের পেইন্টিং গুলো দেখতে খুবই ভালো লাগে। এত চমৎকার পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া সাবলীল মন্তব্যের জন্য।

 2 years ago 

বাহ অপূর্ব সুন্দর হয়েছে তো। অনেক সুন্দর ভাবে কয়েকটি কালার ব্যবহার করি টিউলিপ ফুলগুলো অঙ্কন করেছেন। বুঝাই যাচ্ছে বেশ সময় নিয়ে আজকের অংকটি করেছেন। আবার অংকন করার প্রতিটি ধাপ আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপু।

 2 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

খুবই চমৎকার ভাবে আপনি একটি টিউলিপ ফুলের পেইন্টিং অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখতে অনেক বেশি সুন্দর দেখাচ্ছে। নতুন নতুন সৃজনশীলতা নিজের মধ্যে নিয়ে আসাটা খুবই জরুরী বলে আমি মনে করি। প্রতিনিয়ত আরো সুন্দর সুন্দর অংকন আমাদের মাঝে শেয়ার করে যাবেন এই আশা রাখি শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান মতামতের জন্য।

 2 years ago 

আপনি পোস্টার রং দিয়ে খুব চমৎকার টিউলিপ ফুলের পেইন্টিং করেছেন। যদিও এটি আপনার ষষ্ঠ পেইন্টিং। ঠিক বলেছেন এই ধরনের পেইন্টিং গুলো করতে অনেক সময় লাগে। আসলে আপু ধৈর্য ধরে কিছু করলে তা শেষ করার পর খুব চমৎকার লাগে দেখতে। আজকে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত টিউলিপ ফুলের পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 years ago 

অসাধারণ সুন্দর একটি পেইন্টিং করেছেন আপনি। আপনার পেইন্টিং করা টিউলিপ ফুল গুলো দেখতে খুবই সুন্দর লাগছে। অত্যন্ত দক্ষতার সাথে টিউলিপ ফুলের পেইন্টিং করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।