বেশ কয়েকদিন পর আবার পোস্ট লিখতে বসলাম।আজকে আমি আঁকাআকি নিয়ে লিখবো।আসলে আমি তেমন আঁকাআকি করতে পারি না,তবে চেষ্টা করি।বেশ আগ থেকেই ইচ্ছে ছিলোদেওয়ালে কিছু আঁকার জন্য।আসলে ইচ্ছে থাকলেও সাহস হচ্ছিলো না।সেই দিন সাহস করেই আঁকতে গিয়েছি,তবে আঁকতে গিয়ে মহাবিপদে।কারন আমার বাবুটা বেশ মুশকিল করছিলোব,তারপর আবার ওহ নিজে আঁকবে বারবার আমার কাছ থেকে রং নিয়ে যাচ্ছিলো

পরে যখন ওকে পেন্সিল আর খাতা দিয়েছি ও সেগুলো ফেলে আমার মত দেওয়ালে আঁকতে গিয়েছে।সব মিলিতে আঁকতে বেশ প্যারা পোহাতে হয়েছে। যাই হোক আপনাদের কাছে হয়তো ভালো লাগবে।
এক নজরে দেখে নেই সবগুলা উপকরণ |

উপকরণঃ |
🔺 দেয়াল |
🔺কালার পেন |
🔺পেন্সিল কম্পাস |

প্রথমে পেন্সিল কম্পাস দিয়ে একটি অর্ধগোলাকার এঁকে নিব।

এভাবে একটু বড় বড় করে এঁকে নিব।

লাল রঙের রং পেন দিয়ে একটি ফুল একে নিব।

এবার নীল পেন দিয়ে একে নিচ্ছি।

আরো এঁকে নিয়েছি

পাতাগুলো ভরাট করে দিলাম।

আড়াআড়ি করে একে নিচ্ছি।

এঁকে নিচ্ছি

আর্ট শেষ হল। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে । আজ আর নয় ,আবার আসবো অন্য কোন দিন অন্য কোন পোস্ট নিয়ে ,সেই অব্দি সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন।এই প্রত্যাশা নিয়ে শেষ করছি।
এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ |
device | Galaxy A13 |
Location | Dhaka |
Photograpy | design |
আজকে আপনি অনেক সুন্দর একটা ম্যান্ডেলা আর্ট অঙ্কন করেছেন। আমার কাছে আপনার করা এই ম্যান্ডেলা আর্ট দেখতে অনেক সুন্দর লেগেছে। সুন্দর সুন্দর ম্যান্ডেলা আর্ট গুলো অনেক বেশি নিখুঁতভাবে আর সময় নিয়ে অঙ্কন করা লাগে। আপনি পুরোটা দারুণভাবে এঁকেছেন। নিশ্চয়ই অনেক সময় লেগেছিল।
ম্যান্ডেলা আর্ট অংকন করতে আমি অনেক বেশি পছন্দ করি। এমনকি ম্যান্ডেলা আর্ট গুলো দেখতেও আমার কাছে খুব ভালো লাগে। এরকমভাবে সুন্দর সুন্দর ম্যান্ডেলা আর্ট অঙ্কন করার জন্য দক্ষতার প্রয়োজন সব থেকে বেশি হয়ে থাকে। তেমনি আপনিও নিশ্চয়ই দক্ষতাকে কাজে লাগিয়ে এই সুন্দর আর্টটি সম্পূর্ণ করেছেন। কালার কম্বিনেশনটা জাস্ট মনোমুগ্ধকর ছিল। কালারিং ম্যান্ডেলা আর্ট গুলো আমি বেশি পছন্দ করি। আপনার এই নিখুঁত হাতের কাজের প্রশংসা তো করা লাগছে।
আপনার তৈরি করা ম্যান্ডেলা আর্টটি ভীষণ সুন্দর এবং কালারফুল হয়েছে। পুরো মনে হচ্ছে বিভিন্ন সুন্দর রং এসে তাদের জাদু করে গেছে। অসম্ভব সুন্দর এবং দৃষ্টি আকর্ষণ করার মত ডিজাইন এবং কালার গুলো। এমন সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।