আসসালামু আলাইকুম
১৫ই ফাল্গুন, ১৪২৮ বঙ্গাব্দ।
২৮ই- ফেব্রুয়ারি, মঙ্গলবার।
Device- samsung SM-A217F
পেইন্টিং এর প্রস্তুত প্রণালীর ছবি দেওয়া হলো
আমি আজকে নতুন একটি ব্লগ নিয়ে এসেছি। আমি আজকে সিডিতে পেইন্টিং নিয়ে হাজির হয়েছি। এক সময় মানুষ প্রচুর সিডিতে ছবি কিংবা নাটক দেখতো /এমন কি সিডি ভাড়া করে নিয়ে মানুষ দেখতো। এখন কালের বিবর্তনে নাই বললেই চলে। এখন মানুষ ইন্টারনেটে দিয়ে বিভিন্ন এপের মাধ্যমে সহজেই বিভিন্ন কিছু দেখা যায়। যাই হোক কথা না বারিয়ে কাজের কথায় যাওয়া যাক।
Device- samsung SM-A217F
পেইন্টিং এর ছবি দেওয়া হলো
✍🖍আঁকাআঁকি নিয়ে কিছু কথা ✍🖍 |
আমি আগেই বলেছি আমি তেমন কিছু পারি না। এইখানে হাজারো সৃজনশীলতার মধ্যে আমার এই ছোট সৃজনশীলতা।খারাপ হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলো মানুষ চেষ্টা করলে অনেক কিছু পারে। মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টায় একদিন বড় সফলতা আসে।
Device- samsung SM-A217F
পেইন্টিং এর ছবি দেওয়া হলো
আমার শিল্পকর্ম নিয়ে কিছু কথা |
ঘরের কাজ করতে যেয়ে ,একটা সিডি পেলাম। তাই ভাবলাম এটা কিভাবে কাজে লাগানো যায়। যেই ভাবা সেই কাজ। জল রং তুলি ও পেন্সিল নিয়ে বসে পারলাম।
আমি প্রায় ৩ ঘন্টা দরে আঁকার চেষ্টা করি। সাথে আমার ছেলেও আঁকাআঁকি করেছে। আমি যতটুকু পেরেছি আপনাদের সামনে তুলে ধরেছি। চলুন দেখে নেওয়া যাক।
Device- samsung SM-A217F
এক নজরে দেখে নেই সবগুলা উপকরণ |
প্রয়োজনীয় উপকরনের ছবি দেওয়া হলো
উপকরণঃ |
🔺 সিডি |
🔺তুলি |
🔺জল রং পেন্সিল |
🔺ওয়াটার কলার রং |
প্রথমে আমি সিডি নিয়ে ,তাতে হালকা আকাশি করে রং করবো।
তারপর অর্ধেক আকাশি বাকি অর্ধেক সাদা করে তুলি দিয়ে রং করে নিবো।
তারপর শুখনো হলে আবার উপর দিয়ে কলার করে নিতে হবে।
তারপর কালো ওয়াটার রং দিয়ে ঘাসের মতো এঁকে নিবো।
তুলি দিয়ে জল দিয়ে এঁকে নিবো।
সবুজ কলার ওয়াটার দিয়ে একে নিবো।
তুলি দিয়ে সবুজ কলার জল রং দিয়ে এঁকে নিবো।
বিভিন্ন কালারের ছোট ছোট ফুল একে নিবো।
একটা গাছ এঁকে নিবো।
কালো রং করে দিবো।
নীল রং করে নিবো।
হয়ে গেলো আমার সিডি পেইন্টিং । আশা করি ভালো লাগবে। আজ এই অব্দি অন্য দিন আসবো অন্য কোনো ব্লগ নিয়ে। সেই অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।
ধন্যবাদ সবাইকে
device | samsung SM-A217F |
Location | Dhaka |
Photograpy | DIY |

সত্যি আপনি আপনার দক্ষতার পরিচয় দিলেন। এটি আমার কাছে একটি ভিন্নধর্মী পোস্ট মনে হয়েছে। সিডিতে কিভাবে পেইন্টিং করতে হয় সেটা আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন। তাছাড়া আপনার পেইন্টিং আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু।
ধন্যবাদ আপনাকে,সুন্দর মতামত দিয়ে পাশে থাকার জন্য।আপনার জন্য ও শুভ কামনা রইল।
সিডিতে খুবই সুন্দর একটি পেইন্টিং সম্পন্ন করেছেন আপু। আপনার পেইন্টিং এর গাছ,ফুল এবং রাতের দৃশ্য খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। পেন্টিং সম্পন্ন করার পদ্ধতি ও ধাপ আকারে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন।ধন্যবাদ আপনাকে।
আসলে আমি তেমন কিছুই পারি।তবে মাঝে মাঝে চেষ্টা করি নতুন কিছু করার। ধন্যবাদ আপনাকে।
পেইন্টিং পোস্ট আমি অনেক দেখেছি তবে সিডি তে এভাবে গাছ এবং ফুলের পেইন্টিং আমি আজও কখনই দেখিনি। আপনার এই আইডিয়াটা আমার কাছে অনেক ইউনিট লেগেছে। আপনি অনেক চমৎকার ভাবে পেন্টিং পোস্ট টি আমাদের মাঝে উপস্থাপন করেছেন এটা সত্যি অনেক চমৎকার ছিল। ধন্যবাদ আপু আপনাকে এমন সৃজনশীল একটি পেইন্টিং পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
চমৎকার কিনা জানি না।তবে আমার ছেলের অনেক পছন্দ হয়েছে।ধন্যবাদ শুভেচ্ছা রইল আপনা জন্য
আপনার পেইন্টিং টি অত্যান্ত দুর্দান্ত হয়েছে।এক কথায় অসাধারণ আপনি খুব সুন্দর ভাবে দক্ষতার সাথে চিত্রকর্মটি সম্পন্ন করেছেন । এবং আমাদের মাঝে অত্যান্ত চমৎকারভাবে উপস্থাপন করেছেন। আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি, ভালো থাকবেন ।
ধন্যবাদ ভাইয়া,,সুন্দর সুন্দর কথা বলার জন্য।আপনাকে ও আন্তরিকভাবে ধন্যবাদ। আপনিও ভালো থাকবেন।
নতুনত্ব আপনাকে সবসময় হাতছানি দেয়।তাইতো আমরা ভাল কিছু পাই।ভাল ধারনার প্রতিফলন ঘটানো হয়েছে। ভাল ছিল।
ধন্যবাদ আপনাকে।শুভেচ্ছা রইলো।
💝♥️
সিডির উপর পেইন্টিং এর খুব সুন্দর একটি আইডিয়া দিয়েছেন। আমার তো কখনো মাথায় আসেনি যে সিডির উপর পেইন্টিং করা সম্ভব। যাই হোক আপনার পেইন্টিংটি খুব সুন্দর হয়েছে ইউনিক একটা আইডিয়া দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
নতুন নতুন আইডিয়া শেয়ার করতে এবং দেখতে।আপনাদের ভালে লাগাই মানেই পোস্টের সার্থকতা ।ধন্যবাদ আপনাকে ভাইয়া মন্তব্য করার জন্য।
আপনার পেইন্টিংটি এককথায় অসাধারণ হয়েছে আপু । কি সুন্দর করে সিডি তে জল রং দিয়ে পেইন্টিং করে ফেলেছেন । আপু জাস্ট মুগ্ধ করার মত ছিল । খুব সুন্দর করে পেইন্টিংটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপু । আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এটি শেয়ার করার জন্য ❤️
ভাইয়া,বেশি প্রশংসা হয়ে যাচ্ছে, 😜😜।আপনাকে ও অনেক ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য,এবং মতামত দেওয়ার জন্য।
এইভাবে সিড়িতে পেন্টিং করা যায় তা কখনো ভাবি নি। কিন্তু আপনি অনেক অসাধারণ একটি পেইন্টিং করেছেন। অনেক সুন্দর একটি দৃশ্য ফুটিয়ে তুলেছেন পেইন্টিং এর মাধ্যমে। আপনার এই পোস্ট আমার কাছে ভীষণ ভালো লেগেছে আপু। বিশেষ করে বড় গাছ টা আমার কাছে বেশি ভালো লেগেছে। আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপু,আমি আপনার মত পারি না। আপনি খুব সুন্দর আঁকেন।ভালো লাগে আপনার পেইন্টিং গুলো দেখতে।ধন্যবাদ আপনাকে্
ডিস্কের উপর দারুন একটা চিত্র ফুটিয়ে তুলেছেন।।
আপনার সৃজনশীল শিল্পকর্মের তারিফ করতে হয়।।
চিত্র টা আমার কাছে খুবই ভালো লেগেছে।।
দারুণ উপস্থাপন করেছেন।।
বাহ আপু আমি তো রীতিমতো চমকে গেছি আপনার কাজ দেখে। আপনার এই কাজটি দেখে আমি অনেক বড় ফ্যান হয়ে গেছি আপনার আপু। খুব সুন্দর করে একটা সিডির ডিস্কে এত সুন্দর করে গাছ এবং ফুলের পেন্টিং করেছেন। আসলে এটি প্রশংসার দাবিদার।অনেক ধন্যবাদ আপনাকে, এত সুন্দর করে পেইন্টিং এবং উপস্থাপনা আমাদের মাঝে শেয়ার করার জন্য।