একটি সিম্পল ডিজাইন।
হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি @purnima14 বাংলাদেশী,
আজ- ১০ এপ্রিল, বৃহস্পতিবার, ২০২৫ খ্রিঃ।
কভার ফটো
কয়েকটি ছবি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি আপনাদের সাথে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করে থাকি। আমি "আমার বাংলা ব্লগের "একজন ভেরিফাইড মেম্বার। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো। আমি ছোটবেলা থেকে আর্ট করতে পছন্দ করি। আমি আমি এখন থেকে আমার বাংলা ব্লগে প্রতি সপ্তাহে আর্ট পোস্ট শেয়ার করার চেষ্টা করবো।আজকে একটা সিম্পল ডিজাইন নিয়ে হাজির হয়ে। সিম্পল ডিজাইনগুলো করতে বেশ ভালো লাগে। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। ডিজাইনটি করার সম্পূর্ণ প্রসেস চলুন দেখে নেওয়া যাক।
উপকরণ সমূহ
▪️ সাদা কাগজ।
▪️ জেল পেন।
ধাপ-১
সাদা খাতায় জেল পেনের সাহায্যে একটি শঙ্খ অংকন করে নিয়েছি।
ধাপ-২
শঙ্খটির নিচের দিকে একটি অর্ধেক ফুল অংকন করে নিয়েছি। শঙ্খের এক সাইড দিয়ে সুন্দর করে পাতা এঁকে নিয়েছি।
ধাপ-৩
শঙ্খের সাইড দিয়ে একটি দাগ অংকন করে নিয়েছি। দাগের মাথায় আরও একটি শঙ্খ এঁকে নিয়েছি। তার উপরে অর্ধেক ফুল অংকন করে নিয়েছি।
ধাপ-৪
তার উপরে কিছুটা নঁকশা করে আরো একটি শঙ্খ অংকন করে নিয়েছি। উপড়ে চিরল চিরল পাতা অঙ্কন করে নিয়েছি।
ধাপ-৫
পাতা, ফুল এবং শঙ্খের মধ্যে কলমের সাহায্যে আলতো দাগ দিয়ে এগুলো কালো করে নিয়েছি।
ধাপ-৬
ভালো করে কালো করে নেওয়ার পর এদিকে ওদিকে একটু নঁকশা অঙ্কন করে নিয়েছি।
ধাপ-৭
তারপর ডিজাইন টি সম্পূর্ণ হয়ে গেলে নিজের স্বাক্ষর করে নিয়েছি।
ছবির বিবরণ
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
তারিখ: ০৩ এপ্রিল ২০২৫ ইং
লোকেশন:কুষ্টিয়া
প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।
আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত।
@purnima14


আরে বাহ্ আমি তো মুগ্ধ হয়ে এক নজরে তাকিয়ে ছিলাম আপনার করা আজকের এই আর্টের দিকে। অনেক বেশি সুন্দর ভাবে আপনি এই আর্ট করেছেন। চোখ ফেরাতে পারছি না আপনার আর্টের দিক থেকে। এরকম আর্ট গুলো আমার কাছে অনেক ভালো লাগে। সত্যি আপনি অসাধারণ আর্ট করতে পারেন।
এই ধরনের আর্ট গুলো নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে তারপর সুন্দর করে আস্তে আস্তে অংকন করা লাগে। এরকম ভাবে আর্টগুলো অঙ্কন করলে দেখতে বেশি ভালো লাগে। আর আপনি যেমন আর্টিটি সুন্দরভাবে অংকন করেছেন, তেমনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন, এটা দেখে খুব ভালো লেগেছে আমার কাছে।
https://x.com/PurnimaBis34652/status/1910367426950389980?t=9kpueuC_9_BP0DDoYslZ-w&s=19
https://x.com/PurnimaBis34652/status/1910368133199843677?t=wsHfwW-yoGhtB_KBJGQDMQ&s=19
https://x.com/PurnimaBis34652/status/1910376938985971925?t=iefeipDJTPCu3gUKhj-Uuw&s=19
https://x.com/PurnimaBis34652/status/1910377786017239205?t=IahGTHl92UcwhKBA6QoIdA&s=19
https://x.com/PurnimaBis34652/status/1910379041410211947?t=3Sxz_siEXCthvziTnj9E-Q&s=19
https://x.com/PurnimaBis34652/status/1910380420988101008?t=vNGi9zUbBOluEqb8wFFhfw&s=19
সিম্পল হলেও আপনার মেহেন্দি ডিজাইনটি কিন্তু বেশ ভালো লাগলো। আপনার হাতের কাজ যে খুবই সুক্ষ্ম তা আমি কিন্তু ডিজাইন দেখেই বুঝেছি। এই ডিজাইনটি হাতে আঁকলে আমার মনে হয় আরো বেশি করে ফুটবে
আজকে দেখছি আপনি আমাদের মাঝে একটি সিম্পল ডিজাইন শেয়ার করেছেন। যদিও এটি একটি সিম্পল ডিজাইন তবে দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আপনি ধাপে ধাপে উপস্থাপন করেছেন এই বিষয়টা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপু আপনাকে এতো সুন্দর একটি ডিজাইন আমাদের মাঝে শেয়ার করার জন্য।
বাহ আপু আপনি তো জেল পেন দিয়ে খুব চমৎকার সিম্পল ডিজাইন আর্ট করেছেন। এই ধরনের আর্ট গুলো আমার কাছে খুব ভালো লাগে। আর আপনার আর্ট এর মধ্যে ছোট ছোট ডিজাইনগুলোর কারণে দেখতে বেশ চমৎকার লাগলো। ধন্যবাদ শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর করে সিম্পল ডিজাইন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপু আপনার উপস্থাপন করা ডিজাইনটি সিম্পল হলেও দেখতে কিন্তু খুবই সুন্দর এবং আকর্ষণীয় লাগছে। অনেক ভালো লাগলো আপনার এই সুন্দর ডিজাইনটি দেখে।
মেহেদী আর্ট ডিজাইন গুলো সিম্পল হলেই দেখতে ভালো দেখা যায়। তোমার প্রতিভা গুলো দেখে প্রতিনিয়ত মুগ্ধ হচ্ছি । প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।
একেবারে চমৎকার একটি ডিজাইন শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে এত অসাধারণ একটি ডিজাইন দেখে খুব ভালো লাগলো৷ যেভাবে আপনি আজকের সুন্দর ডিজাইন আমাদের মাঝে শেয়ার করেছেন তা যেরকম সুন্দর হয়েছে৷ এখানে এই ডিজাইন তৈরি করার মধ্য দিয়ে আপনার কাছ থেকে একেবারে সুন্দর একটি ডিজাইন দেখতে পেলাম৷ অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ডিজাইন আমাদের মাঝে শেয়ার করার জন্য৷