একটি সিম্পল মেহেদি ডিজাইন।
হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি @purnima14 বাংলাদেশী,
আজ- ২৪ শে মার্চ ,সোমবার , ২০২৫ খ্রিঃ।
কভার ফটো
কয়েকটি ছবি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি আপনাদের সাথে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করে থাকি। আমি "আমার বাংলা ব্লগের "একজন ভেরিফাইড মেম্বার। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো। আমি ছোটবেলা থেকে আর্ট করতে পছন্দ করি। আমি আমি এখন থেকে আমার বাংলা ব্লগে প্রতি সপ্তাহে আর্ট পোস্ট শেয়ার করার চেষ্টা করবো।অনেকদিন পরে একটি আর্ট পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদের সাথে সিম্পল একটি মেহেদি ডিজাইন আর্ট শেয়ার করবো।আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে দেরি না করে ডিজাইন করার প্রসেস দেখে নেওয়া যাক।
উপকরণ সমূহ
▪️ সাদা কাগজ।
▪️ জেল পেন।
ধাপ-১
প্রথমে একটি সাদা কাগজে লাভশেইপের আকারে ফুলের পাপড়ি দিয়ে ফুল অংকন করে নিয়েছি।
ধাপ-২
ফুলের মধ্যে ছোট ছোট দাগ কেটে ডিজাইন করে নিয়েছি।
ধাপ-৩
এবারে ফুলের উপরের পাশে বড় করে একটি পাতা অংকন করে নিয়েছি।
ধাপ-৪
বড় পাতার ন্যায় আকারের চারিপাশ দিয়ে একটু পাতা অংকন করে তার মধ্যে দাগ কেটে ডিজাইন করে নিয়েছি।
ধাপ-৫
ফুলের উপরের পাশে পাতার মধ্যে ছোট্ট একটু ডিজাইন করে নিয়েছি।
ধাপ-৬
ফুলের আলগা অংশ অর্থাৎ নিচের দিকে ডিজাইন করে নিয়েছি।
ধাপ-৭
সর্বশেষে আর্ট করা কমপ্লিট হয়ে গেলে নিজের স্বাক্ষর করে নিয়েছি।
ছবির বিবরণ
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
তারিখ: ২৪ মার্চ ২০২৫ ইং
লোকেশন:কুষ্টিয়া
প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।
আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত।
@purnima14


https://x.com/PurnimaBis34652/status/1904210022130999606?t=cNSNgj8WZZbVHWOS9aTFEw&s=19
https://x.com/PurnimaBis34652/status/1904212842905272435?t=Yc-KgSC8pwYM7iATyQCDTA&s=19
https://x.com/PurnimaBis34652/status/1904214792342220939?t=27ZKssxD4-19bOAzPkTwtA&s=19
https://x.com/PurnimaBis34652/status/1904218398638407884?t=C4i28aGEvEfk5NxVhw-5Og&s=19
https://x.com/PurnimaBis34652/status/1904220935315481000?s=19
https://x.com/PurnimaBis34652/status/1904226162857116010?t=IwTdal4I3zO_N24U9o1NPQ&s=19
https://x.com/PurnimaBis34652/status/1904227067660746759?t=-uT1WlOw5JtPPlf7_l3efg&s=19
সিম্পলের মাঝে বেশ সুন্দর একটি মেহেদী ডিজাইন শেয়ার করেছেন। লাভ শেইপের পাপড়ি দিয়ে ফুল দেখতে বেশ ভালোই লাগে। তবে ডেট এ তো এক বছর পিছিয়ে আছেন আপনি, ২০২৫ চলছে যে এখন।
ডেট লিখতে ভুল হয়েছে সেটা পরে খেয়াল করলাম। ভুলটি ধরিয়ে দেবার জন্য ধন্যবাদ দিদি।
তোমার ভিতরে অনেক ট্যালেন্ট আছে জানতাম তবে এত কিছু ট্যালেন্ট আছে এটা সত্যি অজানা ছিল। আমার বাংলা ব্লগে না আসলে আর এত ট্যালেন্ট দেখতে পারতাম না। অনেক সিম্পল একটি মেহেদী আর্ট ডিজাইন করেছে দেখতে চমৎকার লাগছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের সাথে শেয়ার করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।