একটি সিম্পল মেহেদি ডিজাইন আর্ট।

in আমার বাংলা ব্লগ11 hours ago

হ্যালো..!!

আমার প্রিয় বন্ধুরা,

আমি @purnima14 বাংলাদেশী,

আজ- ১৩ ই জুলাই, রবিবার, ২০২৫ খ্রিঃ



কভার ফটো


1000056580.jpg



আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি আপনাদের সাথে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করে থাকি। আমি "আমার বাংলা ব্লগের "একজন ভেরিফাইড মেম্বার। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো। আমি ছোটবেলা থেকে আর্ট করতে পছন্দ করি। আমি আমি এখন থেকে আমার বাংলা ব্লগে আর্ট পোস্ট শেয়ার করার চেষ্টা করবো।আজকে একটি সিম্পল মেহেদি ডিজাইন আর্ট আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ডিজাইনটি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে দেরি না করে মেহেদি ডিজাইন টি দেখে দেওয়া যাক।



উপকরণ সমূহ


1000056572.jpg

▪ সাদা কাগজ
▪️স্কেল
▪️জেল কলম



ধাপ-১


1000056573.jpg

প্রথমে একটি সাদা কাগজে দুটি অর্ধবৃত্ত এঁকে নিয়েছি। অর্ধবৃত্তের অংশ একটু মোটা করে এঁকেছি।



ধাপ-২


1000056574.jpg

অর্ধ বৃত্তের ঠিক মাঝখানে লাভ এঁকে নিয়েছি। এটাও বেশ মোটা কালি দিয়ে এঁকেছি।



ধাপ-৩


1000056575.jpg

এ পর্যায়ে লাভের মাথায় একটি ফুলের নকশা অংকন করে নিয়েছি।



ধাপ-৪


1000056576.jpg

ফুলের মাথায় আরেকটি ফুল এবং তার উপরে লতা পাতা দেওয়ার জন্য ছোট্ট একটি দাগ কেটে নিয়েছি।



ধাপ-৫


1000056577.jpg

এবারে দাগের ডগায় পাতাগুলো এঁকে নিয়েছি। লাভের মধ্যে বিভিন্ন রকম কয়েকটি নকশা দিয়েছে।



ধাপ-৬


1000056578.jpg

1000056579.jpg

অর্ধ বৃত্তের দুই পাশে ছোট ছোট দাগ কেটে তার মাঝ বরাবর ফোঁটা ফোঁটা দিয়ে নকশা অংকন করেছি। উপরের ছবিতে যেমনটা দেখানো হয়েছে।



ধাপ-৭


1000056579.jpg

এবারে বাকি সবকিছু ঠিকঠাক করে সম্পূর্ণ অংশ অংকন করে নিয়েছি। অর্ধ বৃত্তের নিচের দিকেও কিছুটা নকশা করেছি।

শেষ ধাপ


1000056580.jpg
এবারে আর্ট করা সম্পূর্ণ হয়ে গেলে নিজের সিগনেচার করে নিয়েছি। এটাই ফাইনাল আউটপুট।



ছবির বিবরণ

ডিভাইস: গুগল পিক্সেল ৭ প্রো
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
তারিখ:১৪ ই জুলাই ২০২৫ ইং
লোকেশন:কুষ্টিয়া



প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।



আমি কে !

Screenshot_20231102_205038_Facebook-01.jpeg

আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@purnima14



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif