থ্রিডি জ্যামিতিক প্যাটার্ন-আর্ট
আমার বাংলা ব্লগের সকল ভাই এবং বোনেরা কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম।আমি আপনাদের সাথে একটি আর্ট শেয়ার করব। আজকের আর্টটি হল থ্রিডি জ্যামিতিক প্যাটার্ন। এই আর্ট গুলো করতে আমার কাছে খুবই ভালো লাগে। থ্রিডি জ্যামিতিক প্যাটার্ন আর্ট গুলো করতে গেলে একটু কঠিন মনে হয়। কারণ থ্রিডি জ্যামিতিক প্যাটার্ন আর্ট গুলো করার সময় মাপের দিকে খুব খেয়াল রাখতে হয়। মাপ ঠিকঠাক না হলে থ্রিডি জ্যামিতিক প্যাটার্ন ভালোভাবে তৈরি করা সম্ভব হয় না। তাহলে চলুন আজ আমি কিভাবে থ্রিডি জ্যামিতিক প্যাটার্ন আর্টটি তৈরি করেছি সেটা আপনাদের সাথে ধাপে ধাপে শেয়ার করি।
• আর্ট পেপার
• স্কেল
• পেন্সিল
• মার্কার
• রাবার
প্রথমে ১১সে.মি. মাপের একটি ত্রিভুজ আঁকিয়ে নিব।
ত্রিভুজটির প্রত্যেকটির রেখার মাঝ বরাবর অর্থাৎ ৫.৫ সে.মি. তে মার্ক করে নিব।
এখন প্রত্যেকটি রেখার মার্কগুলো যোগ করে আরো একটি ত্রিভুজ আঁকিয়ে নিব। ত্রিভুজটির প্রত্যেকটি রেখা ১.৫ সে.মি. করে বাড়িয়ে নিবো।
![]() | ![]() |
---|
এখন বড় ত্রিভুজটির কোনার রেখা গুলোও ১.৫ সে.মি. করে বাড়িয়ে নিবো।
এখন দুইটি বাড়তি রেখাগুলো যোগ করে দিব।
![]() | ![]() |
---|
![]() | ![]() |
---|
এখন পেন্সিলের রেখার উপর দিয়ে মার্কার দিয়ে রেখা টেনে নিব।
এই তিনটি স্থান মার্কার দিয়ে ভরাট করে নিব।
![]() | ![]() |
---|
আরো তিনটি স্থান পেন্সিল দিয়ে ভরাট করে নিব। আর বাকি তিনটি স্থান ফাঁকা রাখবো।
সবশেষে আর্টটির মধ্যে আমার একটি সিগনেচার করে নিব।
এই ছিল আমার আজকের থ্রিডি জ্যামিতিক প্যাটার্ন আর্ট। আর্টটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই মন্তব্যে জানাবেন। আপনাদের মূল্যবান মন্তব্য আমাকে অনেক বেশি উৎসাহিত করে। সকলের সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোন পোস্ট নিয়ে ইনশা-আল্লাহ।
আসসালামু আলাইকুম। আমি নীলিমা আক্তার ঐশী। জাতীয়তাঃ বাংলাদেশী। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স ৪র্থ বর্ষের ম্যানেজমেন্ট বিভাগের ছাত্রী। আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না আমার খুবই প্রিয়। প্রিয়জনদের পছন্দের খাবার রান্না করে খাওয়াতে এবং তাদের প্রশংসা শুনতে আমার খুবই ভালো লাগে। নতুন নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের জুন মাসে স্টিমিটে জয়েন হয়েছি।আমি বাংলা ব্লগ কমিউনিটিতে জয়েন হয়েছি সবার সাথে বিভিন্ন রেসিপি এবং আর্ট শেয়ার করার জন্য এবং সেই সাথে অন্য সবার থেকে দারুন দারুন সব ক্রিয়েটিভিটি শিখতে। বাংলা ব্লগ কমিউনিটি একটি পরিবারের মত আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি।
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন থ্রিডি জ্যামিতিক প্যার্টান আর্ট। আপনার এই আর্টি দেখে খুবই ভালো লাগলো। এবং সুন্দরভাবে ধাপে ধাপে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
থ্রিডি আর্ট সম্পর্কে মূল্যবান মতামত দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।
থ্রিডি আর্ট গুলো করা অনেক কঠিন একটি ব্যাপার। সব থেকে কঠিন বিষয় হলো আট করার পর সঠিক অ্যাঙ্গেলে ফটোগ্রাফি করা। আমিও কাউকে একটা থ্রিডি আর্ট শেয়ার করেছিলাম। বাস্তবে থ্রিডি মনে হলেও ছবিতে খুব কম বোঝা যাচ্ছিল । যাইহোক আপনার করা থ্রিডি আর্টের প্রশংসা করতে হয়।
থ্রিডি আর্ট গুলো করতে আমার কাছে খুব বেশি কঠিন মনে হয় না। কিন্তু সঠিক এঙ্গেলে ছবি উঠাতে গেলে একটু কঠিন মনে হয় আপু।
বাহ্ ! চমৎকার এঁকেছেন তো ৷ থ্রিডি জ্যামিতিক প্যাটার্ন আর্টটি দেখতে খুবই সুন্দর এবং নিখুঁত হয়েছে ৷ বেশ দক্ষতার সঙ্গে আর্টটি সম্পূর্ণ করেছেন ৷ অনেক ভালো লাগলো আর্টটি দেখে ৷ ধাপ গুলোও সুন্দর ভাবে শেয়ার করেছেন ৷ সব মিলিয়ে দারুণ হয়েছে ৷ ধন্যবাদ শেয়ার করার জন্য ৷
আর্টটি দেখে আপনার অনেক ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া।
চমৎকার একটি থ্রিডি আর্ট করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার এই অসাধারণ দক্ষতা আমাকে মুগ্ধ করেছে। আসলে এ জাতীয় আর্টগুলো মনোমুগ্ধকর হয়ে থাকে। দেখে যেন চোখের তাক লেগে যায়।
থ্রিডি আর্ট দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে অনেক খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ আপনাকে।
এমন থ্রিডি প্যাটার্ন এর আর্টগুলো দেখতেও ভীষণ ইন্টারেস্টিং লাগে আমার কাছে। এই আর্ট গুলো অবশ্য কখনো চেষ্টা করা হয় নি আমার। যদি কখনো করি, আপনার দেখানো এই প্যাটার্ন টি দিয়েই শুরু করবো হয়তো। কারণ আপনি বেশ সুন্দর করে প্রতিটি ধাপ বুঝিয়ে দিয়েছেন এবং ছবিতেও সুন্দর করে বোঝা যাচ্ছে। অনেক ধন্যবাদ আপু।
অনেক ধন্যবাদ আপু এবং আপনার শেয়ার করা থ্রিডি প্যাটার্ন আর্ট গুলো দেখার অপেক্ষায় রইলাম ❤️
অনেক সুন্দর একটি আর্ট করে দেখিয়েছেন আপু। এই আটগুলো শেখার আমার খুবই শখ রয়েছে। আমি অবশ্য পারিনা তবে আপনাদের দেখে ইউটিউবে দেখে শেখার চেষ্টায় রয়েছি। খুবই ভালো লাগলো আপনার থ্রিডি আর্ট দেখে।
চেষ্টা করলে এ ধরনের আর্ট আপনিও খুব সুন্দর করে করতে পারবেন আপু। খুব বেশি কঠিন নয় এই ধরনের আর্টগুলো।