আর্ট—3d Triangle Drawing
আমার বাংলা ব্লগের সকল ভাই এবং বোনেরা কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজ আমি আপনাদের সাথে একটি আর্ট শেয়ার করব। এই ধরনের আর্টকে বলা হয় 3d Triangle Drawing. এই আর্ট গুলো দেখতে অনেকটা কঠিন মনে হয়। কিন্তু ধাপে ধাপে করার সময় খুব একটা কঠিন মনে হয় না। 3d Triangle Drawing গুলো দেখলে চোখে অনেকটা ধাঁধা লেগে যায়। এই আর্টগুলো করতে অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। অনেক সময় লাগলেও আর্ট গুলো করতে খুবই ভালো লাগে। তাহলে চলুন আমি আজকের এই 3d Triangle Drawing টি কিভাবে সম্পন্ন করলাম সেটা আপনাদের সাথে ধাপে ধাপে শেয়ার করি।
• আর্ট পেপার
• পেন্সিল
• মার্কার
• স্কেল
প্রথমে ১২ সে.মি. মাপের একটি ত্রিভুজ আঁকিয়ে নিব। ত্রিভুজের মাঝ বরাবর একটি লম্ব রেখা আঁকিয়ে নিব।
ত্রিভুজের তিনটা রেখাকে ২ সে.মি. গ্যাপ দিয়ে মার্ক করে নিব।আর প্রত্যেকটি চিহ্নতে নাম দিয়ে দিব। যেমন: A,B,C,D ও E.এভাবে নামকরণ করার কারণ হলো রেখা গুলো ঠিকভাবে টানতে সুবিধা হবে।
এখন A থেকে B পর্যন্ত স্কেল ধরে ত্রিভুজের মাঝ বরাবর লম্বা রেখা পর্যন্ত রেখা টেনে নিব। একইভাবে B থেকে A পর্যন্ত রেখা টেনে নিব।
উপরোক্ত নিয়ম অনুযায়ী D থেকে B এবং B থেকে D তে রেখা টেনে নিব।
![]() | ![]() |
---|
ছবিতে দেখতে পারছেন লম্বালম্বি ভাবে কয়েকটি রেখা টেনে নিয়েছি।
নিচের ছবিতে লক্ষ্য করলে বুঝতে পারবেন ত্রিভুজের মধ্যে অনেকগুলো রেখা টেনে নিয়েছি 3D ভাব ফুটিয়ে তোলার জন্য।
![]() | ![]() |
---|
![]() | ![]() |
---|
পেন্সিলের দাগগুলো সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য মার্কার দিয়ে পেন্সিলের দাগের উপর পুনরায় রেখা টেনে নিয়েছি।
এখন যে সকল ঘরগুলো বা ত্রিভুজগুলো মার্কার দিয়ে ভরাট করব এ সকল ত্রিভুজগুলোর মধ্যে মার্কার দিয়ে ক্রস চিহ্ন দিয়ে দিয়েছি। একইভাবে পেন্সিল দিয়ে যে সকল ঘরগুলো বা ত্রিভুজগুলো ভরাট করব সে সকল ত্রিভুজগুলোর মধ্যে পেন্সিল দিয়ে ক্রস চিহ্ন দিয়ে দিয়েছি।
![]() | ![]() |
---|
এপর্যায়ে মার্কার এবং পেন্সিল দিয়ে ত্রিভুজগুলো ভরাট করে নিয়েছি। এখন আর্টটির মধ্যে খুব সুন্দরভাবে 3D ভাব ফুটে উঠেছে।
![]() | ![]() |
---|
এই ছিল আমার আজকের আর্ট। আজকের এই 3d Triangle আর্টটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই মন্তব্যে জানাবেন। আপনাদের মূল্যবান মন্তব্য আমাকে অনেক বেশি উৎসাহিত করে। সকলের সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোন পোস্ট নিয়ে ইনশাআল্লাহ।
আসসালামু আলাইকুম। আমি নীলিমা আক্তার ঐশী। জাতীয়তাঃ বাংলাদেশী। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স ৪র্থ বর্ষের ম্যানেজমেন্ট বিভাগের ছাত্রী। আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না আমার খুবই প্রিয়। প্রিয়জনদের পছন্দের খাবার রান্না করে খাওয়াতে এবং তাদের প্রশংসা শুনতে আমার খুবই ভালো লাগে। নতুন নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের জুন মাসে স্টিমিটে জয়েন হয়েছি।আমি বাংলা ব্লগ কমিউনিটিতে জয়েন হয়েছি সবার সাথে বিভিন্ন রেসিপি এবং আর্ট শেয়ার করার জন্য এবং সেই সাথে অন্য সবার থেকে দারুন দারুন সব ক্রিয়েটিভিটি শিখতে। বাংলা ব্লগ কমিউনিটি একটি পরিবারের মত আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি।
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

3d আর্ট আমার খুবই ভালো লাগে। তবে নিজে কখনো এই ধরনের আর্ট করিনি। আপু আপনি সব সময় দারুন আর্ট করেন। আজকের আর্টটিও অনেক ভালো লেগেছে। একেবারে ভিন্ন ধরনের একটি আর্ট উপস্থাপন করেছেন দেখে ভালো লাগলো। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।
আপনার আর্টটি আমার ভীষণ পছন্দ হয়েছে, আপনি দারুন দক্ষতায় এটি সম্পূর্ণ করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভেচ্ছা রইল।
আপনার আর্ট গুলো সবসময় আমার কাছে খুব ভালো লাগে। আজকেরটাও খুব ভালো লেগেছে। আপনি অনেক সুন্দর করে পোস্টটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
থ্রিডি আর্টগুলো তৈরি করার পর সব থেকে বড় ও কঠিন ব্যাপার হলো সঠিক অ্যাঙ্গেলে ফটোগ্রাফি করা। সঠিক অ্যাঙ্গেলে ফটোগ্রাফি করতে না পারলে মনে হয় না এটি থ্রিডি আর্ট। কিন্তু আর আপনি খুবই পারফেক্ট ভাবে তৈরি করেছেন এবং সঠিক আঙ্কেলের ফটোগ্রাফি করেছেন যা অত্যন্ত প্রশংসনীয়।
এজাতীয় থ্রিডি আর্টগুলো শেখার খুবই ইচ্ছে আমার। আজকে আপনি আমাদের মাঝে ত্রিভুজাকৃতির থ্রিডি আর্ট করে দেখানোর চেষ্টা করেছেন। খুব সুন্দর হয়েছে। আর অঙ্কন করার ধরনটাও বেশ চমৎকারভাবে আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন,তাই খুব সহজেই শিখতে পারলাম।
আপু আপনি আজ একটা থ্রি ডি আর্ট শেয়ার করলেন। খুবই চমৎকার হয়েছে আপনার এই আর্টটি।এ ধরনের আর্টে মাপের ব্যাপার আছে।মাপ ঠিকঠাক হয়েছে বলেই আর্টটি কিন্তু দারুন হয়েছে আপু।ধন্যবাদ আপনাকে চমৎকার এই আর্টটি শেয়ার করার জন্য।
অনেক কঠিন একটা জিনিস তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। ত্রিভুজের মধ্যে এই ধরনের থ্রিডি আর্ট করাটা আসলেই অনেক কঠিন কাজ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এমন সুন্দর এবং কঠিন একটা চিত্র অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপু আপনি খুব সুন্দর থ্রিডি আর্ট করছেন। আপনার এত সুন্দর আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম। এই ধরনের আর্ট করতে অনেক সময়ের প্রয়োজন আর খুব মনোযোগ সহকারে সাবধানে করতে হয়। সম্পূর্ণ আর্ট শেষ হলে ফটোগ্রাফির মাধ্যমে ফুটিয়ে তোলা খুবই কঠিন। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা। ধন্যবাদ এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপনার এ ধরনের আর্ট গুলো সব সময় অনেক সুন্দর হয় । সময় ও ধৈর্য সহকারে করলে এ ধরনের আর্ট গুলো খুব সুন্দর ভাবে ফুটিয়ে তোলা যায় । আজকের আর্টটিও কিন্তু অনেক চমৎকার হয়েছে আপু । খুবই ভালো লাগলো আমার কাছে ।
আপু আপনার আর্ট টি খুবই চমৎকার হয়েছে ।আসলে এই আর্টগুলো বেশ মনোযোগ সহকারে করতে হয় এবং যখন হয়ে যায় দেখতে বেশ ভালো লাগে ।আপনার আর্ট টিও চমৎকার হয়েছে ।প্রতিটি ধাপের উপস্থাপন বেশ ভালো ছিল ।ধন্যবাদ আপনাকে।