আর্ট-ভোরের দৃশ্য পেইন্টিং||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি আর্ট শেয়ার করতে যাচ্ছি। নতুন কিছু আর্ট করতে খুবই ভালো লাগে। কিন্তু এখন কেন জানি আর রং তুলি নিয়ে বসতে ইচ্ছে করে না। মনে হয় যেন অলসতা বেড়ে গেছে। তবে আজকে কি পোস্ট করবো ভেবে না পেয়ে রং তুলি নিয়ে বসে পড়েছিলাম। আশা করছি আমার পেইন্টিং সবার ভালো লাগবে।
ভোরের দৃশ্য পেইন্টিং:

ভোরের সৌন্দর্য দেখতে অনেক ভালো লাগে। ভোরবেলার অপরূপ সৌন্দর্য আর মনোমুগ্ধকর পরিবেশ যারা দেখেছেন তারা হয়তো এই সুন্দর সময়টার কথা বুঝতে পারছেন। আসলে রং তুলির মাধ্যমে আমরা অনেক কিছুই ফুটিয়ে তোলার চেষ্টা করি। হয়তো বাস্তবতার মত সেরকম ভাবে কখনো ফুটিয়ে তোলা সম্ভব হয় না। তবে আমি নিজের মতো করে ভোরবেলার একটি দৃশ্য ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। রং তুলির ব্যবহার করে সুন্দর একটি চিত্র উপস্থাপনের চেষ্টা করেছি। আশা করছি সবার ভালো লাগবে। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি এই আর্ট করেছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি।
প্রয়োজনীয় উপকরণ:
১. কাগজ।
২. পোস্টার রং।
৩. তুলি।

ধাপ সমূহ:
ধাপ-১

এই সুন্দর আর্ট করার জন্য প্রথমে নীল রঙের ব্যবহার করেছি।
ধাপ-২

এবার ধীরে ধীরে নীল-সাদার মিশ্রণ দিয়ে সুন্দর করে ডিজাইন করেছি।
ধাপ-৩

সুন্দরভাবে নিচের দিকে কিছু লতা পাতা আর্ট করেছি।
ধাপ-৪

একই পদ্ধতিতে সুন্দর করে লতা পাতা গুলো সুন্দর ভাবে ডিজাইন করার চেষ্টা করেছি যাতে করে দেখতে ভালো লাগে।
ধাপ-৫

আর্টের সৌন্দর্য বাড়িয়ে তোলার জন্য আরো কিছু কাজ সুন্দর করে করেছি।
ধাপ-৬

এবার সুন্দর ভাবে সাদা ছোট ছোট ফুল তৈরি করেছি যাতে করে দেখতে ভালো লাগে।
ধাপ-৭

সুন্দর করে সুন্দর একটি সূর্য আর্ট করেছি। আর সুন্দরভাবে এই পেইন্টিং শেষ করেছি।
উপস্থাপনা:

পেইন্টিং মানে নতুন কিছু করার চেষ্টা। তো কয়েকদিন থেকে পেইন্টিং করার প্রস্তুতি নিতে গিয়েও আর নিতে পারছিলাম না। আজকে যখন পোস্ট করার মত কিছুই পাচ্ছিলাম না। তখন রং তুলি দিয়ে সুন্দর একটি পেইন্টিং করেছি। জানিনা আপনাদের কাছে কেমন লেগেছে। আশা করছি আমার এই পেইন্টিং আপনাদের সবার কাছে ভালো লাগবে।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
0.00 SBD,
1.09 STEEM,
1.09 SP
আরে বাহ্ আপনি তো এখন অনেক সুন্দর সুন্দর পেইন্টিং করতে পারেন দেখছি। এরকম পেইন্টিং গুলো করার জন্য আপনি প্রতিনিয়তই চেষ্টা করেন, যার কারণে এখন এত সুন্দর পেইনটিং করতে পারছেন। আপনার আজকের করা এই পেইন্টিংটা অসম্ভব সুন্দর হয়েছে। কালারটা এত সুন্দর ভাবে ফুটে উঠেছে যে, দেখে তো মুগ্ধ হয়ে এক নজরে তাকিয়ে ছিলাম।
https://x.com/Monira93732137/status/1944329412146528445?t=Dm2JrHoG5f_a6mTQQ38sBA&s=19
https://x.com/Monira93732137/status/1944330082820173834?t=TCNfCUrPkLxfZ95WM_lbJQ&s=19
https://x.com/Monira93732137/status/1944330428908998740?t=O_5LLI58uxFnR9JAH90dOQ&s=19
https://x.com/Monira93732137/status/1944330709289570384?t=_WC6_yjtQzwEFuosQBD_LQ&s=19
https://x.com/Monira93732137/status/1944331053558272232?t=yHKrShKPlZF0lIdlJeq7xg&s=19
আপনার ব্রাশের স্ট্রোক আর রঙের বিন্যাসে ভোরের শান্তি ও সৌন্দর্য ফুটে উঠেছে! আলো-আঁধারের এই ভারসাম্য সত্যিই চমৎকার।এই পেইন্টিং দেখে আমার ছোটবেলার গ্রামের ভোরের কথা মনে পড়ে গেল—পাখির ডাক, কুয়াশার চাদর... আপনি নস্টালজিয়া জাগিয়ে দিলেন!
ভোরের দৃশ্য পেইন্টিং দেখে অনেক ভালো লাগে। আপনার পেইন্টিং আমার কাছে অনেক ভালো লাগে। আজ ও তার ব্যতিক্রম হয়নি। ধাপ গুলো অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে।
https://x.com/Monira93732137/status/1944326822008955212?t=-CXpQwfP7GXNcekQL-Oerw&s=19
পেইন্টিং যতই দেখি ততই নিজের আপন মনে হয়। কারণ পেইন্টিং করতে আমি অনেক বেশি পছন্দ করি। প্রত্যেকটি পেইন্টিং এর মধ্যে সবচেয়ে বেশি নিজের অনুভূতির কিছু পেইন্টিং ভীষণ ভালো লাগে। ভোরের দৃশ্যের পেইন্টিং আজকে খুব সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপনা করলেন। ভালো লাগলো আপনার পেইন্টিং আমার কাছে।
সুন্দর সুন্দর এই ধরনের পেইন্টিং গুলো অঙ্কন করতে এবং আর্টগুলো দেখতে দুটোই আমার কাছে অসম্ভব ভালো লাগে। আপনি আজকে একটা পেইন্টিং করেছেন। আমার কাছে পুরোটা দেখতে অসম্ভব ভালো লেগেছে। কালার গুলো এত সুন্দর ভাবে করেছেন যে দারুণ ভাবে ফুটে উঠেছে। যে কারো কাছে ভালো লাগবে আপনার করা এই পেইন্টিং ।
বাহ,সুন্দর হয়েছে ভোরের দৃশ্যটি।যদিও আমি এটি রাতের দৃশ্য ভাবছিলাম আর সাদা রংটি সেট হতে মনে হয় আরো সময় লাগতো।তারপরও আপনার প্রচেষ্টা সুন্দর হয়েছে, ধন্যবাদ আপনাকে।