আর্ট- রং তুলিতে এলোমেলো একটি আর্ট||

in আমার বাংলা ব্লগ2 days ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি আর্ট শেয়ার করতে যাচ্ছি। আর্ট করতে আমার অনেক ভালো লাগে। যখনই সময় পাই আর্ট করার চেষ্টা করি। কিন্তু মাঝে মাঝে আর্টগুলো মনের মত হয় না। তেমনি এই আর্টটিও এলোমেলো হয়ে গেছে। তবুও আজকে আপনাদের মাঝে শেয়ার করবো।


রং তুলিতে এলোমেলো একটি আর্ট:

IMG_20250721_192950.jpg
Device-OPPO-A15


যখন কোন কিছু পারফেক্ট হয় কিংবা নিজের কাছে ভালো লাগে তখন সেই কাজ আপনাদের মাঝে উপস্থাপন করতেও ভালো লাগে। কিন্তু কয়েকদিন থেকে কোন কিছুতে মনোযোগ বসাতে পারছি না। শরীর মন কোনটাই ভালো নেই। তাই সবকিছুই কেন জানি এলোমেলো হয়ে যাচ্ছে। রং তুলি নিয়ে কয়েকদিন আগে বসেছিলাম আর্ট করার জন্য। আর্ট করতে গিয়ে দেখি সবকিছুই কেন জানি এলোমেলো লাগছে। অবশেষে কোন রকমে আর্ট করেছি। বুঝতে পারছি খুব একটা ভালো হয়নি। তবুও আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি এই আর্ট করেছি আর কি কি উপকরণ ব্যবহার করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. কাগজ।
২. পোস্টার রং।
৩. তুলি।

IMG20250721164046.jpg
Device-OPPO-A15


ধাপ সমূহ:


ধাপ-১

IMG20250721164221.jpg
Device-OPPO-A15
IMG20250721164224.jpg
Device-OPPO-A15


এই পেইন্টিং করার জন্য প্রথমে সুন্দর করে রংয়ের ব্যবহার করার চেষ্টা করেছি।


ধাপ-২

IMG20250721164317.jpg
Device-OPPO-A15
IMG20250721164449.jpg
Device-OPPO-A15


এবার ধীরে ধীরে আরো কিছু অংশে রঙের ব্যবহার করেছি।


ধাপ-৩

IMG20250721164553.jpg
Device-OPPO-A15


নীল রঙের ব্যবহার সুন্দর করে করার চেষ্টা করেছি। যাতে করে দেখতে ভালো লাগে।


ধাপ-৪

IMG20250721164714.jpg
Device-OPPO-A15
IMG20250721164755.jpg
Device-OPPO-A15


এবার সবুজ রঙের ব্যবহার করেছি আর পেইন্টিং এর সৌন্দর্য বাড়িয়ে তোলার চেষ্টা করেছি।


ধাপ-৫

IMG20250721164933.jpg
Device-OPPO-A15
IMG20250721165037.jpg
Device-OPPO-A15


এবার ধীরে ধীরে আরো কিছু অংশে রঙের ব্যবহার করেছি। আর সুন্দর করার চেষ্টা করেছি।


ধাপ-৬

IMG20250721165158.jpg
Device-OPPO-A15
IMG20250721165447.jpg
Device-OPPO-A15


এবার কিছু ছোট ছোট ফুল, লতা পাতা তৈরি করার চেষ্টা করেছি এবং আকাশের সৌন্দর্য ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।


উপস্থাপনা:

IMG_20250721_192923.jpg
Device-OPPO-A15


মাঝে মাঝে কোন কিছু মনের মত না হলে নিজের কাছেও অনেক খারাপ লাগে। এই আর্ট করার পর যখন ছবি তুলছিলাম তখন নিজের কাছেও খারাপ লাগছিল। আসলে অনেক সময় বাস্তবে দেখতে ভালো হলেও ছবিতে সেভাবে সুন্দর করে তুলে ধরা সম্ভব হয় না। এই আর্ট করার পর আমারও তেমনটা মনে হয়েছিল। ভেবেছিলাম এই আর্ট আপনাদের মাঝে শেয়ার করবো না। কিন্তু আজকে কি পোস্ট করবো ভেবে না পেয়ে অবশেষে শেয়ার করে ফেললাম। ভুল ত্রুটি সবাই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 days ago 

1754303601414.png

 2 days ago (edited)

এটা ঠিক বলেছেন আপনি অনেক সময় আর্ট করতে গেলে মনের মত আর্ট করা হয় না। এলোমেলো হলেও আপনার আর্ট আমার কাছে ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে এরকম একটি আর্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য।

 2 days ago 

মাঝে মাঝে এরকম হয়। মনের মত আর্ট করা সম্ভব হয় না। তখন সত্যি অনেক খারাপ লাগে।

 2 days ago 

অনেক সময় এলোমেলো আর্ট করতেও ভালো লাগে। আপনার আর্টটি খুব সুন্দর হয়েছে আপু। বিশেষ করে কালার কম্বিনেশনটা বেশি ভালো লেগেছে। যাইহোক এতো চমৎকার একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 days ago 

এটা একদম ঠিক বলেছেন ভাইয়া অনেক সময় এলোমেলো আর্ট করতে ভালো লাগে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 days ago 

অনেক সুন্দর করে আর্ট করতে পারেন আপনি। আমার কাছে অনেক সুন্দর লাগে এরকম আর্ট গুলো দেখতে। যার ভেতরে ধৈর্য নেই সে কখনোই সুন্দর আর্ট করতে পারেনা। আর এই জন্য ধৈর্য থাকাটা বেশি জরুরী। কারণ ধৈর্য ধরে আর্ট করলে একটু বেশি সুন্দর হয়। এরকম সুন্দর আর্ট গুলোর মাধ্যমে নিজের দক্ষতা এবং সৃজনশীলতার প্রকাশ অনেক সুন্দর ভাবে ঘটে থাকে।

 2 days ago 

এটা একদম ঠিক বলেছেন ভাইয়া আর্ট করতে গেলে ধৈর্য থাকা প্রয়োজন। তবে মাঝে মাঝে আমার কাছে এলোমেলো হয়ে যায়।

 yesterday 

রং তুলির সাহায্যে অসাধারণ একটা পেইন্টিং করেছেন। আমার কাছে আপনার করা এই পেইন্টিংটা দেখতে অসাধারণ লেগেছে। কালার কম্বিনেশন টাও অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে। এরকম পেইন্টিং গুলো আমার কাছে অনেক ভালো লাগে করতে এবং দেখতে।

 7 hours ago 

আমার এই আর্ট আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হয়েছি আপু। মন্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 16 hours ago 

একেবারে অসাধারণ একটি আর্ট শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে আজকের এই চমৎকার আর্ট দেখে বেশ ভালই লাগছে৷ যেভাবে আপনি এখানে এই চমৎকার আর্ট শেয়ার করেছেন তার মধ্যে আপনি রঙের সংমিশ্রণ যেভাবে বজায় রেখেছেন৷ তার পাশাপাশি এখানে একের পর এক যেভাবে ডিজাইনগুলো দিয়েছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম৷

 7 hours ago 

চেষ্টা করেছি সুন্দর একটি আর্ট শেয়ার করার। সুন্দর মন্তব্য করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।