আর্ট-নদীর পাড়ের রাতের সৌন্দর্য আর্ট||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার একটি আর্ট শেয়ার করতে যাচ্ছি। আর্ট করতে অনেক ভালো লাগে। তবে কেন জানি কয়েকদিন থেকে চাইলেও আর আর্ট করতে পারছিলাম না। বারবার এলোমেলো হয়ে যাচ্ছিল। তাই আজকে অনেকদিন পর আর্ট করতে বসেছিলাম। আশা করছি সবার ভালো লাগবে।
নদীর পাড়ের রাতের সৌন্দর্য আর্ট:

নদীর পাড়ের সৌন্দর্য মানে অন্যরকমের সৌন্দর্য। আর নদীর পাড়ের রাতের সৌন্দর্য আরো বেশি সুন্দরভাবে ফুটে ওঠে। নদীর পাড়ের প্রকৃতি চাঁদনী রাত আর মিটিমিটি তারা গুলো দেখতে অনেক ভালো লাগে। চাঁদনী রাতের সৌন্দর্য দেখতে খুবই ভালো লাগে। আমার আর ছোট ছোট তারা গুলো যখন জ্বলে ওঠে তখন নদীর পাড়ের সৌন্দর্য আরো বেড়ে যায়। আর এই সৌন্দর্য হয়তো বাস্তবতার মত রং তুলিতে সেভাবে আর্ট করা সম্ভব হয় না। তবুও আমি নিজের মতো করে সেই সৌন্দর্যটাই তুলে ধরার চেষ্টা করেছি। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি এই আর্ট করেছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি।
প্রয়োজনীয় উপকরণ:
১. কাগজ।
২. রং।
৩. তুলি।

ধাপ সমূহ:
ধাপ-১


আর্ট করার জন্য প্রথমে সুন্দর করে কাগজ প্রস্তুত করেছি। এরপর রঙের ব্যবহার করেছি।
ধাপ-২


এবার ধীরে ধীরে সম্পূর্ণ অংশে রংয়ের ব্যবহার করেছি। আর সুন্দর করার চেষ্টা করেছি। এবার নদীর পাড়ের দূরের অংশগুলো সুন্দর করার জন্য কালো রঙের ব্যবহার করেছি।
ধাপ-৩


এবার কিছু গাছ অংকন করার চেষ্টা করেছি। যাতে করে নদীর পাড়ের সৌন্দর্য দেখতে ভালো লাগে।
ধাপ-৪


এবার ধীরে ধীরে গাছের বিভিন্ন অংশ আর্ট করেছি। আর সৌন্দর্য ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।
ধাপ-৫

এবার ধীরে ধীরে সুন্দর একটি চাঁদ আর্ট করেছি এবং আরো বেশি সুন্দর করার চেষ্টা করেছি।
উপস্থাপনা:

নদীর পাড়ের অপরূপ সৌন্দর্য আর দৃশ্য দেখতে অনেক ভালো লাগে। আর চাঁদনী রাতে সৌন্দর্যটাই অন্যরকমের। আমি মনের কল্পনা থেকে সুন্দর একটি আর্ট করেছি। চাঁদনী রাত আর ছোট ছোট তারার সৌন্দর্য ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। সব মিলিয়ে নদীর পাড়ের সুন্দর একটি প্রকৃতি তুলে ধরেছি। জানিনা আমার এই আর্ট আপনাদের কেমন লেগেছে। আশা করছি সবার ভালো লাগবে।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
https://x.com/Monira93732137/status/1949828842366947829?t=lcxbyoreJGBaestUNwI0RQ&s=19
https://x.com/Monira93732137/status/1949829267833131328?t=if6upEQ179Tbc5EysgEykA&s=19
https://x.com/Monira93732137/status/1949768440362971481?t=He2r--8e3btEqJrSgHCCzg&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
নদীর পাড়ের রাতের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেলাম। এ ধরনের দৃশ্যগুলো বাস্তবের উপভোগ করার মজাই আলাদা। খুব সুন্দর আর্ট করেছেন আপনি। আর্ট করার প্রতিটি ধাপ সুন্দর ভাবে শেয়ার করেছেন। ধন্যবাদ এত সুন্দর আর্ট শেয়ার করার জন্য।
আজকের নদীর পাড়ের খুব সুন্দর একটি আর্ট করেছেন। গাছ চাঁদ এবং চাঁদনী রাতের আলো সবকিছু মিলিয়ে ভীষণ ভালো লাগলো। আমার কাছে এ ধরনের রাতের আর্টগুলো ভীষণ ভালো লাগে। আপনি কিন্তু এমনিতেও খুব সুন্দর সব সময় আর্ট করেন। আজকের আট আমার কাছে কিন্তু দুর্দান্ত লেগেছে।
অনেকদিন পর চমৎকার একটি আর্ট দেখতে পেলাম। তবে এটা সঠিক বলেছেন যে নদীর পাড়ের রাতের বেলার দৃশ্য মানেই দারুন কিছু। আর্টটির প্রত্যেকটি ধাপ খুবই সুন্দর করে উপস্থাপন করেছেন। সেই সাথে বর্ণনাও ভীষণ ভালো লাগলো।
আজকের এই আর্ট আপনি অনেক সুন্দর ভাবে করেছেন। যেটা দেখে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এই ধরনের আর্ট গুলো সব সময় অনেক সুন্দর হয়ে থাকে। অনেক ধন্যবাদ এটা সবার মাঝে ভাগ করে নেওয়ার জন্য।
কোন কিছু অনেক দিন চর্চা না থাকলে ঠিকভাবে করা যায় না। আপনি অনেকদিন পর আঁকতে বসায় ঠিকভাবে আকঁতে পারছিলেন না। তবে অনেকদিন পর আকঁলেও বেশ ভালই এঁকেছেন। বেশ সুন্দর হয়েছে দেখতে। ধন্যবাদ পোস্টটি শেয়ার করার জন্য।
অনেক সুন্দর একটি আর্ট করেছেন আপনি। আমার কাছে অনেক বেশি ভালো লাগে যখন চমৎকার আর্টগুলো দেখি। আসলে আর্ট করতে অনেক দক্ষতার প্রয়োজন হয়। আপনার অনেক ভালো দক্ষতা রয়েছে। অনেক চমৎকার আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।