আর্ট-শুকনো পাতায় গোধূলির পেইন্টিং||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি আর্ট শেয়ার করতে যাচ্ছি। পেইন্টিং করতে আমার খুবই ভালো লাগে। তবে অনেক সময় পেইন্টিং করার মানসিকতা থাকে না। তাই অনেকদিন পর পর পেইন্টিং করতে হয়। এবার ভাবলাম একটু ভিন্নভাবে পেইন্টিং করবো। আশা করছি সবার ভালো লাগবে।
শুকনো পাতায় গোধূলির পেইন্টিং:

পেইন্টিং এর মাঝে ভিন্নতা আনতে আমার অনেক ভালো লাগে। যখন ভিন্ন কিছু সবার মাঝে উপস্থাপন করা হয় তখন দেখতে অনেক ভালো লাগে। কয়েকদিন থেকেই ভাবছিলাম ভিন্ন কিছু করবো। সেই ভাবনা থেকে সুন্দর করে একটি পেইন্টিং করার চেষ্টা করেছি। শুকনো এক টুকরো পাতার উপর সুন্দর একটি গোধূলির দৃশ্য পেইন্টিং করার চেষ্টা করেছি। সত্যি কথা বলতে গোধূলির পেইন্টিং গুলো করতে আমার অনেক ভালো লাগে। এর আগেও বহুবার গোধূলির দৃশ্য পেইন্টিং করেছি। তবে এই পেইন্টিং গুলো যতই করি ততই পেইন্টিং করার প্রতি আগ্রহ তৈরি হয়। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি এই পেইন্টিং করেছি আর কি কি উপকরণ ব্যবহার করেছি।
প্রয়োজনীয় উপকরণ:
১. এক টুকরো শুকনো পাতা।
২. রং।
৩. তুলি।

ধাপ সমূহ:
ধাপ-১


এই পেইন্টিং করার জন্য প্রথমে আমি সুন্দর করে বিভিন্ন অংশে রং করে নেওয়ার চেষ্টা করেছি।
ধাপ-২


এবার সুন্দর করে সম্পূর্ণ অংশ রং করেছি যাতে করে দেখতে ভালো লাগে।
ধাপ-৩


রংয়ের ব্যবহার সুন্দর করে করা হয়ে গেলে এবার সুন্দর একটি সূর্য অঙ্কন করেছি।
ধাপ-৪


সূর্য অঙ্কন করা হয়ে গেলে এবার আরো কিছু অংশের সৌন্দর্য বাড়িয়ে তুলেছি।
ধাপ-৫


সুন্দর করে কিছু গাছ অঙ্কন করেছি যাতে করে দেখতে ভালো লাগে।
ধাপ-৬


গাছের সৌন্দর্য আরো বেশি বাড়িয়ে তোলার চেষ্টা করেছি আর সুন্দর করে উপস্থাপনের জন্য প্রস্তুত করেছি।
উপস্থাপনা:

গোধূলি সৌন্দর্য দেখতে অনেক ভালো লাগে। তাই এক টুকরো শুকনো পাতার উপর সুন্দর করে একটি পেইন্টিং করার চেষ্টা করেছি। গোধূলির সৌন্দর্য পেইন্টিং এর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। এই ধরনের পেইন্টিং গুলো করতে আমার ভীষণ ভালো লাগে। আর সবার মাঝে উপস্থাপন করতে বেশি ভালো লাগে। আশা করছি আমার এই পেইন্টিং সবার ভালো লেগেছে।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/Monira93732137/status/1909889719443558891?t=QdmxGep2gkzg0FZxHVqvAg&s=19
https://x.com/Monira93732137/status/1909890354834473298?t=VSZKt2LAzjcQRsBHpz3EPA&s=19
https://x.com/Monira93732137/status/1909890957274980838?t=Y3Aww-Z5Wfxgul4dk1PKCg&s=19
চমৎকার সুন্দর আর্ট করেছেন আপু শুকনো পাতায় গোধুলীর দৃশ্য। দারুন হয়েছে আপনার পেইন্টিং টি।ধাপে ধাপে পেইন্টিং পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়ে নেয়ার জন্য ধন্যবাদ আপনালে আপনাকে।
শুকনো পাতার উপর পেইন্টিং করতে অনেক ভালো লেগেছে। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি।
ছোটখাটো এই জিনিসগুলোকে যখন একটু নতুনভাবে সাজিয়ে তোলা হয় তখন সত্যিই ভালো লাগে দেখতে। শুকনো পাতাটা চমৎকার লাগছে আর্ট করার পর। খুব সুন্দর ভাবে পেইন্টিংটা করেছেন। কালার কম্বিনেশন টা বেশ ভালো লেগেছে আমার কাছে। ধন্যবাদ আপু এত সুন্দর একটা পেইন্টিং শেয়ার করার জন্য।
একদম ঠিক বলেছেন আপু কোনকিছু নতুন করে সাজাতে অনেক ভালো লাগে। সুন্দর মন্তব্যের মাধ্যমে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি।
আপনার শুকনো পাতায় গোধূলির পেইন্টিং দেখে খুব ভালো লাগলো। বেশ দুর্দান্ত পেইন্টিং করেছেন আপনি। সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এতো অসাধারণ শুকনো পাতায় গোধূলির পেইন্টিং শেয়ার করার জন্য।
এই ধরনের আর্ট গুলো করতে আমার খুবই ভালো লাগে। আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো।
হাতের কাছে যাই পাওয়া যায় তাই যেন আর্টের বিষয়বস্তু হয়ে ওঠে। খুব সহজেই আপনি যে একটি শুকনো পাতার উপর চমৎকার গজলি এঁকেছেন তা দেখে খুবই ভালো লাগছে। এটাই তো আসল শিল্পী মনের পরিচয়। প্রকৃত শিল্পীদের জন্য সবসময় সাদা পাতার ক্যানভাসের দরকার হয় না তারা যাই পায় সেটাকে ক্যানভাস করে নেন।
একদম ঠিক বলেছেন হাতের কাছে যা কিছু পাওয়া যায় সেগুলোকে নতুন করে সাজাতে ভালো লাগে। অনেক ধন্যবাদ আপনাকে আপু।
অবশেষে গাছের শুকনো পাতার মধ্যে নিজের সৃজনশীল আর্ট ফুটিয়ে তুলেছেন। শুকনো পাতায় গোধূলির পেইন্টিংটা দেখতে খুবই সুন্দর লাগছে। ধন্যবাদ।
শুকনো পাতার উপর আর্ট করতে আমার খুবই ভালো লেগেছে। আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো ভাইয়া।
বাহ! চমৎকার হয়েছে আপনার পেইন্টিংটি। শুকনো পাতার মাঝে চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন পেইন্টিংটি। ধাপে ধাপে সুন্দর করে দেখিয়েছেন।
মাঝে মাঝে নতুন কিছু করার চেষ্টা করি। এবারো চেষ্টা করেছি ভাইয়া। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি।
আপনার আর্ট করার প্রতিভার দেখছি কোন জবাব নেই৷ খুব সুন্দর একটি আর্ট শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে অসাধারণ একটি আর্ট দেখে খুবই ভালো লাগলো৷ যেভাবে আপনি শুকনো পাতার মধ্যে এত সুন্দর একটি আর্টকে ফুটিয়ে তুলেছেন তা যেরকম অসাধারণ হয়েছে৷ একই সাথে এখানে এই আর্টের মধ্যে আপনি যে ডিজাইনগুলো দিয়েছেন সেগুলো একেবারে নিখুঁত ভাবেই দিয়েছেন৷
আমার এই পেইন্টিং আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।