আর্ট পোস্ট :- // Zentangle আর্ট //
হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আমার বাংলা ব্লগের সকল ভাই ও বোনকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের পোস্টটি শুরু করছি।
আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি সুন্দর একটি আর্ট। আজকের আর্টটি একটু ভিন্ন ধরনের। তবে খুবই কম উপকরণ ব্যবহার করে এই আর্টটি করেছি। আজকে আপনাদের মাঝে হাজির হয়েছে সুন্দর Zentangle আর্ট নিয়ে।
এই ধরনের আর্টগুলো দেখতে ভীষণ সুন্দর দেখায়। বিশেষ করে সাদা কাগজের উপর কালো কলম ব্যবহার করে আর্টগুলো করলে দেখতে অনেক আকর্ষণীয় লাগে। আজকে আমি সাদা কাগজের উপর কালো রঙের একটি জেল পেন ব্যবহার করে এই Zentangle আর্টটি করেছি। সম্পূর্ণ আর্ট কমপ্লিট করার পর দেখতে আমার কাছে বেশ সুন্দর লাগছিল। আশা করি আপনাদের কাছেও এই আর্টটি ভালো লাগবে। এই আর্টটি করতে আমার অনেক সময় লেগেছে। তবুও ধৈর্য সহকারে সম্পূর্ণ আর্টটি শেষ করেছি। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই সুন্দর Zentangle আর্টটি করলাম।
![]() | ![]() |
---|
১.কাগজ
২.জেল পেন
প্রথমে সাদা কাগজের উপর জেল কলম নিয়ে চিত্রের মতো করে কাগজের কর্নার দিক থেকে অনেকগুলো দাগ দিয়ে নিব। একইভাবে কাগজের বিপরীত পাশেও দাগ দিয়ে নিব।
![]() | ![]() |
---|
এখন কাগজের মাঝ দিয়ে অনেকগুলো আঁকাবাঁকা দাগ এঁকে নিব। এইভাবে Zentangle আর্টগুলো করলে দেখতে অনেক সুন্দর দেখায়।
এরপর চিত্রের মতো করে প্রতিটি ঘরে সুন্দরভাবে নকশা এঁকে নিব। এভাবে সম্পূর্ণ কাগজে নকশা এঁকে নিব।
![]() | ![]() |
---|
এখন কাগজের চারপাশ সুন্দরভাবে ভরাট করে নিব।
এরপর কাগজের মাঝের ফাঁকা অংশটুকুও জেল কলমের সাহায্যে চিত্রের মতো করে ভরাট করে নিব।
![]() | ![]() |
---|
এখন ছোট ছোট বিভিন্ন সাইজের ঘরের মধ্যে আরো একটি দাগ দিয়ে নিব।
![]() | ![]() |
---|
এবং জেল কলমের সাহায্যে এই ঘরগুলো সম্পূর্ণ ভরাট করে কালো রং করে নিব।এভাবেই সম্পূর্ণ অঙ্কন শেষ করলাম।
![]() | ![]() |
---|
![]() | ![]() |
---|
![]() | ![]() |
---|
অংকন শেষ করার পরে Zentangle আর্টটি দেখতে বেশ সুন্দর লাগছিল । কালো রঙের জেল পেন ইউজ করায় দেখতে বেশি আকর্ষণীয় লাগছে। আপনাদের কাছে কেমন লেগেছে তা মন্তব্যে অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আগামীতে হাজির হবো নতুন কোনো পোস্ট নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ডিভাইস | OPPO A15s |
---|---|
শ্রেণী | আর্ট পোস্ট |
ফটোগ্রাফার | @jerin-tasnim |
লোকেশন | কুষ্টিয়া,বাংলাদেশ |
এমন আর্ট প্রথম দেখলাম। নামটাও জানলাম আপনার মাধ্যমে। মনেহচ্ছে বেশিক্ষণ তাকিয়ে থাকলে হিপনোটাইজ হয়ে যাবো। দারুণ হয়েছে আপু।
আপনার মূল্যবান মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
আজকে আপনি আমাদের মাঝে একটু ভিন্ন ধরনের আর্ট নিয়ে উপস্থিত হয়েছেন। আপনার চমৎকার এই আর্ট দেখে খুব ভালো লাগলো আমার। যারা ইউনিক একটি পোস্ট দেখতে পারলাম আপনার জন্য। আশা করবে এমন সুন্দর সুন্দর আর্ট নিয়ে আমাদের মাঝে উপস্থিত হবেন।
ধন্যবাদ, সবসময়ের মতো সুন্দর মন্তব্য দিয়ে পাশে থাকার জন্য।
এ ধরনের আর্টগুলো করতে বেশ সময় লাগে। তবে ধৈর্য ও সময় নিয়ে করলে দেখতে বেশ সুন্দর লাগে। আপনার আজকের আঁকা Zentangle আর্টটি দেখতে বেশ সুন্দর হয়েছে। আর সময় নিয়ে করেছেন বলেই বেশ নিখুঁত হয়েছে আর্টটি। ধন্যবাদ Zentangle আর্টটি আঁকার বিভিন্ন ধাপ শেয়ার করার জন্য।
আমার অংকন করা এই আর্টটি আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।
আমিও প্রায় সময় Zentangle আর্ট শেয়ার করতাম কিন্তু বর্তমানে সেই সময় সুযোগ কোনোটাই হয় না। তারজন্য অনেক দিন হয়েছে এই ধরনের আর্ট করা হয় না। আপনি খুব সুন্দর ভাবে Zentangle আর্ট করেছেন। আপনার এই আর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। এই ধরনের আর্ট করতে একটু সময় বেশিই লাগে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
ঠিকই বলেছেন, এই আর্টগুলো করতে অনেক বেশিই সময় লাগে। সুন্দর মন্তব্য দিয়ে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।
Zentangle আর্ট অসাধারণ হয়েছে। এই ধরনের আর্ট গুলো দেখতেও অনেক ভালো লাগে। এত সুন্দর একটি আর্ট আপনার উপস্থাপন করেছেন দেখে মুগ্ধ হয়েছি আপু। অনেক সুন্দর হয়েছে আপনার Zentangle আর্ট।
চমৎকার একটা আর্ট করেছেন আপনি। আপনার আর্ট দেখে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনার এই আর্ট অনেক বেশি সুন্দর আর নিখুঁত হয়েছে। এ ধরনের আর্ট গুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর্ট করার প্রতিটি তা খুবই সুন্দর ভাবে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন।