আর্ট পোস্ট // ঝিনুকের ম্যান্ডেলা আর্ট //

in আমার বাংলা ব্লগlast year
আসসালামু আলাইকুম

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আমার বাংলা ব্লগের সকল ভাই ও বোনকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের পোস্টটি শুরু করছি।

IMG20240828164935-01.jpeg

আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট। বেশ অনেকদিন হলো কোনো ম্যান্ডেলা আর্ট আমি আপনাদের সঙ্গে শেয়ার করিনি। তাই ভাবলাম আজকে একটি ম্যান্ডেলা আর্ট শেয়ার করা যাক।যেকোনো ধরনের ম্যান্ডেলা আর্ট গুলো করতে আমার খুবই ভালো লাগে।

বিশেষ করে সাদা কাগজের উপর কালো কলম ব্যবহার করে ম্যান্ডেলা আর্টগুলো করলে দেখতে অনেক সুন্দর দেখায়। আজকে আমি সাদা কাগজের উপর কালো রঙের একটি সাইন পেন এবং জেল পেন ব্যবহার করে ঝিনুকের ম্যান্ডেলা আর্টটি করেছি। সম্পূর্ণ আর্ট কমপ্লিট করার পর দেখতে আমার কাছে বেশ সুন্দর লাগছিল। আশা করি আপনাদের কাছেও এই আর্টটি ভালো লাগবে। প্রথমে ঝিনুক অংকন করে এর মধ্যে নিখুঁত ডিজাইন অঙ্কনের মাধ্যমে ম্যান্ডেলা আর্টটি সম্পন্ন করেছি। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেয়া যাক কিভাবে ঝিনুকের ম্যান্ডেলা আর্টটি করলাম।

ঝিনুকের ম্যান্ডেলা আর্ট
IMG20240828164848-01.jpegIMG20240828164828-01.jpeg
প্রয়োজনীয় উপকরণ

১.কাগজ
২.জেল পেন
৩.সাইন পেন
৪.পেন্সিল

IMG20240828161430.jpg

✍️ধাপ-১:✍️

অঙ্কনের সুবিধার্থে প্রথমে সাদা কাগজের উপর পেন্সিল দিয়ে ঝিনুকটি অংকন করে নিব। প্রথমে পেন্সিল দিয়ে অঙ্কন করে নিলে, পরবর্তীতে জেল কলম দিয়ে অংকন করতে অনেক সুবিধা হবে।

IMG20240828161630.jpg

✍️ধাপ-২:✍️

এরপর জেল কলম দিয়ে সম্পূর্ণ ঝিনুকের বাইরের অংশ সুন্দরভাবে অঙ্কন করে নিব।ঝিনুকটি খুবই সাবধানতার সঙ্গে অঙ্কন করতে হবে। তা না হলে ম্যান্ডেলা আর্ট করলে দেখতে সুন্দর দেখাবে না।

IMG20240828161702.jpgIMG20240828161810.jpg
✍️ধাপ-৩:✍️

এখন সাইন পেন দিয়ে ঝিনুকটি সুন্দরভাবে গাঢ় কালো রং করে নিব। ঝিনুকের মাঝের অংশে সুন্দর ডিজাইন অংকন করে নিব। এবং উপরের দিকে সুন্দর ক্ষুদ্র নকশা অংকনের মাধ্যমে ম্যান্ডেলা আর্ট করে নিব।

IMG20240828162157.jpgIMG20240828162514.jpg
✍️ধাপ-৪:✍️

চিত্রের মতো করে ঝিনুকের মাঝের অংশে সরলরেখা অংকনের মাধ্যমে সুন্দর ম্যান্ডেলা আর্ট করতে থাকবো।

IMG20240828162909.jpgIMG20240828163317.jpg
✍️ধাপ-৫:✍️

এরপর ঝিনুকের নিচের অংশে নিখুঁত নকশা অংকনের মাধ্যমে ম্যান্ডেলা আর্টটি সম্পন্ন করবো।

IMG20240828163904.jpgIMG20240828164224.jpg

IMG20240828164454.jpg

✍️ধাপ-৬:✍️

ঝিনুকের ম্যান্ডেলা আর্ট শেষ হলে, নিচে আমার সিগনেচার করে নিব।

IMG20240828164521.jpg

✍️ফাইনাল আউটপুট:✍️
IMG20240828164725.jpgIMG20240828164757.jpg
IMG20240828164738.jpgIMG20240828164813.jpg

IMG20240828164823.jpg

আজকের অংকন করা ঝিনুকের ম্যান্ডেলা আর্টটি দেখতে আমার কাছে অনেক ভালো লাগছিল। কালো রঙের জেল পেন ও সাইন পেন ইউজ করায় দেখতে বেশি আকর্ষণীয় লাগছে। আপনাদের কাছে কেমন লেগেছে তা মন্তব্যে অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আগামীতে হাজির হবো নতুন কোনো পোস্ট নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

পোস্ট তৈরির বিবরণ:
ডিভাইসOPPO A15s
শ্রেণীআর্ট পোস্ট
ফটোগ্রাফার@jerin-tasnim
লোকেশনকুষ্টিয়া,বাংলাদেশ
আমার পোস্টটি পড়ার জন্য অনেক ধন্যবাদ
আল্লাহ হাফেজ
আমার পরিচয়

IMG20220620182527-01.jpeg

আমি জেরিন তাসনিম। আমার স্টিমিট আইডির নাম @jerin-tasnim. আমি একজন বাংলাদেশের নাগরিক। বাংলা আমার মাতৃভাষা। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স প্রথম বর্ষে সমাজবিজ্ঞান সাবজেক্ট নিয়ে লেখাপড়া করছি।আমার প্রিয় শখ হচ্ছে আর্ট করা।আর্ট করতে আমার খুবই ভালো লাগে।এছাড়া ফটোগ্রাফি করা, সেলাই করা, রান্না করা ও কাগজ দিয়ে সুন্দর সুন্দর ডাই তৈরি করতেও আমার অনেক ভালো লাগে।এই কমিউনিটিতে কাজ করার মাধ্যমে আপনাদের সঙ্গে সবকিছু ধীরে ধীরে শেয়ার করতে পারবো। এবং আপনাদের থেকেও অনেক কিছু শিখতে পারবো। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি খুবই আনন্দিত। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবথেকে সুন্দর বিষয় হচ্ছে এখানে আমাদের মাতৃভাষা বাংলায় পোস্ট করতে পারি। এছাড়াও এই কমিউনিটিতে আমরা নিজেদের বিভিন্ন সৃজনশীলতা প্রকাশ করতে পারি।আশা করি এখানে আপনাদের সঙ্গে আমার সময় খুব ভালো কাটবে।
Sort:  
 last year 

বাহ চমৎকার একটি ঝিনুকের ম্যান্ডেলা আর্ট করেছেন তো আপু। যা দেখতে তো ভীষণ সুন্দর লাগছে।নিখুঁত হাতে এত সুন্দর একটি ম্যান্ডেল আর্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

আজ আপনি একটা ভিন্ন রকমের ম্যান্ডেলা আর্ট অঙ্কন করেছেন। তাও আবার ঝিনুকের ম্যান্ডেলা আর্ট। যেটা দেখতে কিনা আমার কাছে অনেক বেশি সুন্দর লেগেছে। সুন্দর সুন্দর ম্যান্ডেলা আর্টগুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। ম্যান্ডেলা আর্ট গুলো যত বেশি সময় নিয়ে অঙ্কন করা হয়, তত বেশি সুন্দর হয়। আর দেখতে ততই ভালো লাগে। অনেক সুন্দর করে নিখুঁত ডিজাইন এঁকেছেন। এটা দেখে আরো ভালো লেগেছে আমার কাছে। পুরোটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে।

 last year 

আমার অংকন করা এই ম্যান্ডেলা আর্টটি আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।

 last year 

আপনি চমৎকার একটি আর্ট নিয়ে উপস্থিত হলেন আপু আজকে অনেকদিন পরে। প্রায় সময় আপনার আর্ট পেইন্টিং দেখি আমার অনেক ভালো লাগে। তবে আজকের টা দেখে মুগ্ধ হয়ে গেছি। এত সুন্দর ঝিনুকের ম্যান্ডেলা আর্ট করলেন ভীষণ ভালো লাগলো দেখে।

 last year 

ওয়াও দারুণ একটি ম্যান্ডেলা আর্ট শেয়ার করছেন আপু। ম্যান্ডেলা আর্ট গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। তবে এগুলো আর্ট করতে প্রচুর সময় ও ধৈর্য লাগে। আপনি সময় নিয়ে খুব সুন্দর ভাবে ঝিনুকের ম্যান্ডেলা আর্ট শেয়ার করছেন। ধন্যবাদ আপু পোস্ট টি শেয়ার করার জন্য।

 last year 

বাহ্ আপনিতো দেখছি অসাধারণ ঝিনুকের একটি ম্যান্ডেলা আর্ট করেছেন। ম্যান্ডেলা আর্টগুলো আমার অনেক ভালো লাগে। আজ আপনার ঝিনুকের ম্যান্ডেলা আর্ট দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। ঝিনুকের ম্যান্ডেলাটি দেখেই বুঝা যাচ্ছে অনেক দক্ষতার সাথে ম্যান্ডেলা আর্টটি করেছেন। আর এই আর্টগুলো করতে অনেক ধৈর্য্য আর সময়ের প্রয়োজন হয়। সত্যি আপু ম্যান্ডেলা আর্টটি অনেক প্রশংসনীয় হয়েছে।

 last year 

খুব সুন্দর একটি শামুকের মেন্ডেলা আর্ট করেছেন আপনি। বেশ ভালো লাগলো আপনার সুন্দর দক্ষতা সম্পন্ন এই আর্ট দেখে। আপনার দক্ষতা বেশ প্রশংসনীয়। অনেক সুন্দর হয়েছে আপনার এই আর্ট।

 last year 

ম্যান্ডেলা আর্ট গুলো করতে এবং দেখতে আমার কাছে খুব ভালো লাগে। আজকে আপনি খুব সুন্দর করে ঝিনুকের ম্যান্ডেলা আর্ট করেছেন। তবে ছোট ছোট ডিজাইনগুলো করার কারণে ঝিনুকের ম্যান্ডেলা দেখতে বেশ চমৎকার লাগতেছে। আর এ ধরনের ম্যান্ডেলা আর্টগুলো করতে ধৈর্য ধরে করতে হয়। সময় দিয়ে করলে ম্যান্ডেলা আর্ট অসাধারণ হয়। সত্যি চমৎকার একটি ঝিনুকের ম্যান্ডেলা আর্ট করেছেন।

 last year 

ঝিনুকের ম্যান্ডেলা আর্ট অসাধারণ হয়েছে আপু। এই ধরনের আর্ট গুলো করতে অনেকটা সময় লাগে। আমি অনেকদিন থেকে এই ম্যান্ডেলা আর্টগুলো করি না। সময় এবং দক্ষতা কাজে লাগিয়ে দারুন একটি ঝিনুকের ম্যান্ডেলা আর্ট করেছেন আপু। অনেক ভালো লাগলো।

 last year 

সুন্দর মন্তব্য দিয়ে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। ঠিকই বলেছেন, এই ধরনের আর্টগুলো করতে সত্যি অনেক বেশি সময় লাগে।

 last year 

আপু, আপনি অসাধারণ একটি ঝিনুকের ম্যান্ডেলা আর্ট আমাদের সাথে শেয়ার করেছেন। আসলে আমি নিজেও ম্যান্ডেলা আর্ট করতে অনেক বেশি ভালোবাসি তাই কোথাও ম্যান্ডেলা আর্ট দেখলে আমার খুব ভালো লাগে। যাইহোক, ম্যান্ডেলা আর্টটি এত সুন্দর ভাবে অঙ্কন করে, ধাপে ধাপে আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি বেশ নিখুঁতভাবে এই ম্যান্ডেলা আর্টটি অংকন করেছেন যা দেখেই বুঝতে পারছি।