গোল ডিজাইনের ম্যান্ডেলা আর্ট।

in আমার বাংলা ব্লগ2 months ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।

20250205_193140.jpg

আজ আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম বেশ সুন্দর একটা আর্ট নিয়ে। আসলে অনেকদিন হলো কোন আর্ট বা পেইন্টিং শেয়ার করা হয়ে ওঠে না। কারণ এগুলো করতে বেশ অনেকটা সময় লেগে যায়। আর ফ্যামিলি বা বিজনেসের কাজ নিয়ে ব্যস্ত থাকার কারণে এখন আর্ট বা পেইন্টিং গুলো করা হয়েই উঠে না। আর যেহেতু এখন কাজের চাপ কিছুটা কম রয়েছে তাই ভাবলাম আপনাদের মাঝে এই একটা ডিজাইন শেয়ার করা যাক।ম্যান্ডেলা করা হয়েছে বেশ অনেকদিন হলো। আর যেহেতু সবকিছু গুছিয়ে নিয়েছি তাই চোখের সামনে মার্কার কলমগুলো ছিল। ভাবলাম একটা ম্যান্ডেলা আর্ট করে আজকে আপনাদের মাঝে শেয়ার করি।

20250205_193153.jpg

ভাবনা অনুযায়ী এই আর্টের কাজ শুরু করে ফেললাম। আর অল্প কিছুক্ষণের মধ্যেই এই ডিজাইন টা সম্পূর্ণ শেষ করতে পারলাম। আসলে এগুলো করতে খুব বেশি সময় না লাগলেও একটু ধৈর্য ধরে করলে বেশ ভালোভাবেই তৈরি করা যায়। যাইহোক কথা না বাড়িয়ে ধাপে ধাপে আমি আমার আজকের এই ম্যান্ডেলা আর্টটা শেয়ার করে ফেলি।

পেইন্টিং এর জন্য উপকরণসমূহ

  • পেন্সিল
  • আর্ট খাতা
  • মার্কার কলম

20250205_183625.jpg

প্রথম ধাপ

প্রথম ধাপে পেন্সিলের সাহায্যে গোল করে একটা বৃত্ত এঁকে নিয়েছি। তার মাঝখানে আরো একটি ছোট বৃত্ত এঁকে নিয়েছি।

20250205_183702.jpg

20250205_183823.jpg

দ্বিতীয় ধাপ

এখন এর মাঝখানে আর একটি ছোট বৃত্তের মাঝে গোল গোল করে কয়েকটা ডিজাইন করে নিলাম। তার মাঝখানে আবার কালো করে নিলাম।

20250205_184038.jpg

20250205_184235.jpg

তৃতীয় ধাপ

এইধাপে মাঝের বৃত্তের পরে আরেকটা বৃত্ত হাত দিয়ে এঁকে তার ভিতরে গোল করে ডিজাইন করলাম ।

20250205_184431.jpg

20250205_184600.jpg

চতুর্থ ধাপ

এইধাপে একটু মোটা মার্কার দিয়ে প্রথমে বৃত্তটা এঁকে নিলাম তার উপরের দিকে ডিজাইন করে নিলাম ।

20250205_184833.jpg

20250205_185034.jpg

পঞ্চম ধাপ

এই ধাপে বাকি বৃত্ত গুলোকে মোটা মার্কার দিয়ে ডিজাইন করলাম। ভিতরে যে ডিজাইনটা রয়েছে তার উপরিভাগে আবারো ভিন্ন রকম করে ডিজাইন করে নিলাম।

20250205_185520.jpg

20250205_185735.jpg

ষষ্ঠ ধাপ

এখন ডিজাইনগুলোর উপরে ছোট ছোট ডট একে নিলাম। তার উপরিভাগে আবার পেন্সিলের সাহায্যে ফুলের ডিজাইন গুলোই এঁকে নিলাম।

20250205_185840.jpg

20250205_190254.jpg

সপ্তম ধাপ

এখন পেন্সিলে আঁকা ডিজাইন টা কালো কলম দিয়ে এঁকে নিলাম। তার পাশের অংশগুলো কালো মার্কার দিয়ে রং করে নিলাম।

20250205_190450.jpg

20250205_190630.jpg

অষ্টম ধাপ

বাইরের অংশটায় কিছু ডিজাইন করে নিলাম। তারপর ডট দিয়ে কাজটা শেষ করলাম।

20250205_191642.jpg

20250205_191751.jpg

ফাইনাল আউটলুক

এইতো অবশেষে তৈরি করে ফেললাম গোল ডিজাইনের একটা ম্যান্ডেলা আর্ট।

20250205_193137.jpg

20250205_193129.jpg

20250205_193140.jpg

20250205_193153.jpg

20250205_193125.jpg

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

images (4).png

20221126_200743.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  
 2 months ago (edited)

Screenshot_20250206-112455_Chrome.jpg
.

Screenshot_20250206-112308_Chrome.jpg

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

আপনার আর্টের ডিজাইন টা ছিল অসাধারণ। বেশ দক্ষতার সাথে নিজ হাতে কাজ সম্পাদন করেছেন দেখে ভালো লাগলো। কথায় আছে না হাতে জাদু রয়েছে। তাই মনে হলো যেন আপনার হাতেও যাদু রয়েছে। তাইতো এত সুন্দরভাবে আট করতে পেরেছেন।

 2 months ago 

কি যে বলেন না আপু যে কোন কিছু একটু ধৈর্য ধরে করলেই সবারই সুন্দর হয়। অবশ্য আমি অনেক আগে থেকেই আর্ট করি। কিন্তু কয়েকদিন যাবত আপনাদের মাঝে শেয়ার করা হয়ে ওঠে না।

 2 months ago 

আপু আপনার ম্যান্ডেলা আর্ট দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম। ম্যান্ডেলাটি এক কথায় অসাধারণ হয়েছে। আমি তো দেখেই ভাবছি, কত পরিমাণের ধৈর্য থাকলে এরকম একটি ম্যান্ডেলা আর্ট করা যায়। আমিও একসময় ম্যান্ডেলা আর্ট করতাম। ম্যান্ডেলা আর্ট করতেছে কতটা কষ্ট হয় সেটা আমি জানি। আপনি খুবই ধৈর্য সহকারে, দক্ষতার সাথে চমৎকার একটি ম্যান্ডেলা অঙ্কন করে আমাদের সাথে শেয়ার করেছেন। ধন্যবাদ আপু।

 2 months ago 

ম্যান্ডেলা আর্ট গুলো করতে বেশ ভালোই ধৈর্যের প্রয়োজন হয়। সময় সাপেক্ষ ব্যাপার এই আর্ট গুলো।

 2 months ago 

গোল ডিজাইনের ম্যান্ডেলা আর্ট করেছেন। আপনার আর্টটি ইউনিক লাগছে। সত্যি বলতে আপনার প্রতিটি আর্ট আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তাঁর কারণ আপনি অনেক সুন্দর করে সময় দিয়ে ধৈর্য ধরে তৈরি করেন এবং সেটা আমাদের মাঝে পর্যায়ক্রমে শেয়ার করেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এতো সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করে আমাদেরকে উপহার দেওয়ার জন্য।

 2 months ago 

মাঝে মাঝে আপনাদের মাঝে আর্ট গুলো শেয়ার করা হয়ে থাকে ভাইয়া। সময় সাপেক্ষ ব্যাপার এই জন্যই সচরাচর আর্টগুলো করা হয় না।

 2 months ago 

আপু, আপনার মেন্ডেলা আর্ট সত্যিই অসাধারণ। এই ধরনের কাজ দেখলে মনে হয়, প্রতিটি রেখা আর ডিজাইন যেন গভীর ভাবনা ও দক্ষতার পরিচয়। আপনার মেন্ডেলাতে যে সূক্ষ্মতা এবং সৃজনশীলতা ফুটে উঠেছে, তা এক কথায় মন মুগ্ধকর। ছবিটি একেবারে জীবন্ত হয়ে উঠেছে, এবং আপনার দক্ষতায় আমি সত্যিই অভিভূত। এমন সুন্দরভাবে কাজটি উপস্থাপন করেছেন, যে কোনো শিল্পপ্রেমীও এর প্রতি আকৃষ্ট হবে। খুব ভালো লাগলো, সত্যিই প্রশংসনীয়।

 2 months ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু। আপনার মন্তব্যটা একদম মন ছুঁয়ে গেল। দারুন মন্তব্য করেছেন।

 2 months ago 

আপু আপনার গোল ডিজাইনের ম্যান্ডেলা আর্ট পোস্টটি দেখতে জাস্ট চমৎকার লাগছে।এই আর্ট গুলো বেশ সময় নিয়ে করতে হয়।আপু আপনি আর্ট এর ধাপ গুলো বেশ গুছিয়ে উপস্থাপন করেছেন,যেটা দেখে সহজেই আর্ট শিখে নেওয়া সম্ভব।ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 months ago 

জি আপু একদম ঠিক বলেছেন। বেশ ভালো সময় নিয়ে এই আর্টগুলো করতে হয়। তবে ধৈর্য সহকারে করলে পরবর্তীতে এগুলো দারুন হয়।

 2 months ago 

আমার কাছে এই ধরনের আর্ট গুলো অনেকটা সৃজনশীল ধরনের আর্ট মনে হয়। কেননা এই আর্ট গুলো অন্য কোথাও দেখা যায় না এবং এটি সম্পূর্ণ নিজের ভেতর থেকে চলে আসে। আপনি খুব সুন্দর ভাবে এই ম্যান্ডেলা আর্ট তৈরীর প্রতিটি ধাপ আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এত সুন্দর একটা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 months ago 

এই আর্ট গুলো করতে বসলে নিজের মনের অজান্তেই কত রকম ডিজাইন মনে চলে আসে। আর সেগুলো আর্টের মাধ্যমে ফুটিয়ে তোলা সম্ভব হয়।

 2 months ago 

এমন সার্কেল জাতীয় ম্যান্ডেলা আর্ট গুলো আমি খুবই পছন্দ করি। আপনি চমৎকারভাবে মেন্ডেলা আর্ট করেছেন আপু। অনেক সুন্দর হয়েছে আপনার এই মেন্ডেলা। আপনার মেন্ডেলের হাট করতে দেখে আমি মুগ্ধ হয়েছি। বেশ ভালো লাগার মত নিজ দক্ষতা দিয়ে তৈরি করেছেন।

 2 months ago 

ম্যান্ডেলা আর্ট গুলো করতে বেশ ভালোই সময় লাগে। তবুও তৈরি করার পর দেখতে দারুন লাগে। ধন্যবাদ আপনাকে ভাইয়া।