আর্ট-:ভিন্ন রকম একটি কর্ণার ম্যান্ডেলা আর্ট।

in আমার বাংলা ব্লগ25 days ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।

20250316_193611.jpg

আজ হাজির হয়ে গেলাম একটা ম্যান্ডেলা আর্ট নিয়ে।ম্যান্ডেলা আর্ট গুলো করতে অনেক সময় লেগে যায়। কারণ খুব সুন্দর করে নিখুঁত করে ডিজাইনগুলো করার জন্য সময় ব্যয় হয়।যাইহোক, গত পরশুদিন রাত্রিবেলা বসে ডিজাইনটা করতে ছিলাম। কিন্তু নিভৃতের জন্য সবসময় করতে পারি না। এজন্য অর্ধেক করে রেখে দিয়েছিলাম। তাই গতকাল রাতে বসে পরে সেটা শেষ করে ফেললাম।

বিশেষত এই আর্টটাকে ভিন্ন ভাবে করার চেষ্টা করলাম।সাধারণত ম্যান্ডেলা আর্ট গুলো গোল ডিজাইনে করা হয়ে থাকে বেশিরভাগ সময়। কিন্তু আজ চেষ্টা করলাম একটু ভিন্নভাবে ম্যান্ডেলার ডিজাইনটা করতে।যাইহোক রোজা রেখে আসলে পরবর্তী সময়ে কাজ করাটা একটু কষ্টসাধ্য হয়ে যায়।তবুও চেষ্টা করলাম আর্টটা শেষ করতে।কথা আর না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই আর্ট।

উপকরণসমূহ

  • খাতা
  • মার্কার কলম
  • পেন্সিল কম্পাস

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovaUVtX5ubKJeU6WnVwKSw5bho4t3sCPi7o9ue6f6BueB3NZmSiQBHqPXEea53yLW4XKJXh7s7nNnT2fxMxnQY1re.jpeg

প্রথম ধাপ

প্রথমধাপে পেন্সিল কম্পাস দিয়ে খাতার কোণা বরাবর কিছু অর্ধবৃত্ত এঁকে নিলাম।নিচের প্রথম অর্ধবৃত্তে ছোট ছোট কিছু ডিজাইন করে নিলাম।

20250315_190910.jpg

20250315_191032.jpg

দ্বিতীয় ধাপ

তার উপরের খালি অংশে পাতার মত কিছু ডিজাইন করে নিলাম।এরপর উপরের বৃত্তে আরও কিছু ডিজাইন করে নিলাম।

20250315_191218.jpg

20250315_191350.jpg

তৃতীয় ধাপ

উপরের বৃত্তের ডিজাইন মার্কার দিয়ে কালো করে নিলাম।তার উপরে পাতা দিয়ে ডিজাইন করলাম।এখানে ভিন্ন রকম কিছু ডিজাইন করার চেষ্টা করলাম।তার উপরে আবার কিছু ডিজাইন খালি রেখে বাকি অংশ ভরাট করে দিলাম।

20250315_192940.jpg

20250315_193602.jpg

চতুর্থ ধাপ

এখান কিছু গোল গোল ডিজাইন করে নিলাম।উপরের অংশে আবার ছোট ছোট ডিজাইনের ভিতর মার্কার দিয়ে রঙ করে নিলাম।

20250315_193809.jpg

20250315_193903.jpg

পঞ্চম ধাপ

এখন উপরের দুই বৃত্তের মাঝে গোল গোল ডিজাইন করে নিলাম।উপরের অংশে আবার ভিন্ন রকম ডিজাইন করে নিলাম।

20250315_194201.jpg

20250315_194404.jpg

ষষ্ঠ ধাপ

এই ধাপে সেই ডিজাইন এর ভেতরে কিছু দাগ টেনে নিলাম।উপরের বৃত্তে আবার কিছু ডিজাইন করে বাইরে ফোটা দিয়ে দিলাম।

20250316_193125.jpg

20250316_193607.jpg

ফাইনাল আউটলুক

এইতো অবশেষে তৈরি করে ফেললাম একটি কর্ণার ম্যান্ডেলা আর্ট।

20250316_193629.jpg

20250316_193623.jpg

20250316_193519.jpg

20250316_193611.jpg

20250316_193607.jpg

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

images (4).png

20221126_200743.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  
 25 days ago 

আপনার হাতে আর্ট করা প্রতিটি দৃশ্য অনেক বেশি ভালো লাগে। আপনি বেশ দারুন আর্ট করতে পারেন। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে ভিন্ন রকম একটি কর্ণার ম্যান্ডেলা আর্ট করেছেন। আপনার আর্ট করা দৃশ্য টি অসাধারণ হয়েছে আপু।

 25 days ago 

একটু সময় নিয়ে যে কোন কাজ করলে সেটাকে সুন্দর ভাবে ফুটিয়ে তোলা যায় ভাইয়া। যদিও এখন খুব একটা সময় পাইনা, তবুও চেষ্টা করি।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 25 days ago 

❤️🥰❤️

 25 days ago 

একদম ঠিক কথা বলেছেন আপু৷ ম্যান্ডেলা আর্ট করতে অনেক সময় লাগে৷ আর কাজটি অতি সুক্ষ্মও। তাই সময় নিয়ে করতে হয়৷ আপনার বানানো এই কর্নার আর্টটা দারুণ সুন্দর লাগলো৷ অসাধারণ দক্ষতায় আপনি এই ছবিটি এঁকেছেন।

 25 days ago 

চেষ্টা করলাম একটু ভিন্ন রূপে ম্যান্ডেলা আর্ট উপস্থাপন করার জন্য। আপনাদের মন্তব্য দেখে খুবই ভালো লাগে।

 25 days ago 

অনেকটা সময় ধরে যে আরটি আপনি বানিয়েছেন তা বোঝাই যাচ্ছে। ম্যান্ডেলা আর্ট বানাতে অনেক সময় লাগে। এক একটা বড় সাইজের করলে তো একদিনে হয়ও না। আপনার এই এক চতুর্থাংশ আট ওয়ার্কটি এক কথায় চমৎকার লাগছে দেখতে।

 25 days ago 

একটু সময় নিয়ে বসলে একদিনেই আর্ট করা যায়। কিন্তু বাবুর জন্য অনেক সময় এক বসাতে করা হয় না।

 25 days ago 

ভিন্ন রকম দেখতে অনেক সুন্দর একটা ম্যান্ডেলা আর্ট আপনি আজকে অঙ্কন করেছেন। আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে আপনার আজকের করা এই ম্যান্ডেলা আর্ট দেখতে। খুবই নিখুঁতভাবে এবং অনেক সময় নিয়ে আপনি এই ম্যান্ডেলা আর্ট করেছেন দেখেই বুঝতে পারছি।

 25 days ago 

আপনাদের উৎসাহ মূলক মন্তব্য দেখলে খুবই ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।

 25 days ago 

দারুণ ভাবে কর্নার ম্যান্ডেলা আর্ট করেছেন। অনেক ধর্য্যও সময় লেগেছে এই আর্ট টি করতে।নিখুঁত ভাবে ম্যান্ডেলা আর্ট টি করেছেন। ধাপে ধাপে ম্যান্ডেলা আর্ট পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 25 days ago 

জি আপু দুইদিন সময় লেগেছে এটা করার জন্য। যদিও হাতে সময় থাকলে এক বসাতে করে ফেলতে পারতাম। কিন্তু বাবুর জন্য করা হয়নি।

 25 days ago 

ম্যান্ডেলা আর্ট গুলো আর্ট করতে প্রচুর সময় ও ধৈর্য নিয়ে আর্ট করতে হয়।তবে যখন আর্ট করার পর ম্যান্ডেলা টি দেখতে সুন্দর হয় তখন সেই কষ্ট টি কিছু মনে হয় না। আপনার আর্ট করা ম্যান্ডেলা টি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। দারুণ ভাবে ধাপে ধাপে পুরো আর্ট টি উপস্থাপন করছেন। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 25 days ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া। এই আর্টগুলো করতে অনেক সময় এবং ধৈর্য প্রয়োজন হয়। না হলে কোনভাবেই করা সম্ভব হয় না।

 25 days ago 

এক সময় আমিও ম্যান্ডেলা আর্ট করতাম। কিন্তু এগুলো করতে এতটাই সময় লাগে যে অতিরিক্ত ধৈর্যশীল মানুষ ছাড়া সম্ভব নয়। আপনি যে ধৈর্য ধরে এত দারুন একটি ম্যান্ডেলা আর্ট করেছেন দেখে অবাক হচ্ছি। এসব ম্যান্ডেল আর্ট করা ভীষণ সময় সাপেক্ষ ব্যাপার। অংকন করা ম্যান্ডেলা টি চমৎকার হয়েছে আপু। দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম। আপনাকে ধন্যবাদ আপু।

 25 days ago 

অনেক সময় এবং ধৈর্য নিয়েই এই আর্টগুলো করতে হয়। না হলে কখনোই এরকম ভাবে আর্ট উপস্থাপন করা যায় না। ধন্যবাদ আপনাকেও আপু।

 25 days ago 

যেকোনো আর্ট করতে গেলে সময় ও ধৈর্যের দরকার হয়।আপনি আজ কর্ণার ম্যান্ডেলা আর্ট শেয়ার করেছেন আপু।আর্টটি দেখতে চমৎকার লাগছে। সময় নিয়ে ধাপে ধাপে তুলে ধরেছেন এজন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 25 days ago 

খুবই ভালো লাগলো এত সুন্দর একটা মন্তব্য দেখে। ভালো থাকবেন আপু অনেক ধন্যবাদ।